For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার মাঝে বিশেষ স্মরণে রক্তদান শিবিরের আয়োজন মোহনবাগানের

করোনার মাঝে বিশেষ স্মরণে রক্তদান শিবিরের আয়োজন মোহনবাগানের

  • |
Google Oneindia Bengali News

করোনায় দেশ জুড়ে ভয়ংকর পরিস্থিতি। প্রতিদিন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দেশে আক্রান্তের সংখ্যা ৯ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। রাজ্যে আক্রান্ত বেড়ে ৩৪ হাজার ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে করোনা উদ্বেগে পাড়ায় পাড়ায় রক্তদান শিবির নিয়ে এবছর নেই কোনও উদ্যোগ। কোভিড পরিস্থিতিতে আতঙ্ক এতটাই জাঁকিয়ে বসেছে যে পাড়ার নামী ক্লাবগুলিও এখন রক্তদান শিবির করা নিয়ে আগ্রাহ হারিয়েছে। সেখানে উল্টে পথে হেঁটে সামাজিক দূরত্ব মেনে এবার রক্তদান শিবিরের আয়োজন করতে চলেছে মোহনবাগান।

শিলিগুড়ি

শিলিগুড়ি

উত্তরবঙ্গের সমতল এলাকায় যারা থাকেন তারা চাইলে উইকেন্ডে শিলিগুড়িতে যেতেই পারেন। শহর ছেড়ে একটু বেরলেই পাহাড়ি এলাকা। এখানকার ইসকন মন্দির, মহানন্দা ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি, সায়েন্স সিটি, মনাস্ট্রি, মধুবন পার্ক সহ একাধিক দর্শনীয় স্থান রয়েছে। নিজের এলাকা ছেড়ে নিশ্চিন্তে কয়েকটা দিন কাটালে মন্দ হবে না। [ভারতে সেরা জঙ্গল সাফারি করতে পারবেন এই জায়গাগুলিতে]

কার স্মরণে এই রক্তদান শিবির হতে চলেছে

কার স্মরণে এই রক্তদান শিবির হতে চলেছে

মোহনবাগান অ্যাটলেটিক ক্লাবের প্রয়াত সচিব অঞ্জন মিত্রের ৭৩ তম জন্ম বছরের স্মরণে উত্তর কলকাতায় এই রক্তদান শিবিরের আয়োজন হতে চলেছে।

কালিম্পং

কালিম্পং

উত্তরবঙ্গের আর একটি সুন্দর জায়গা কালিম্পং। সদ্য এটি জেলা ঘোষিত হয়েছে। রাজ্যের সেরা হিল স্টেশনগুলির একটি এই এলাকা। সমুদ্রপৃষ্ঠ থেকে ১২১৯ মিটার উচ্চতায় অবস্থিত কালিম্পং ছুটি কাটানোর একেবারে আদর্শ জায়গা। এখানকার পাহাড়ি শোভা, আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। [গরমে না পুড়ে কয়েকদিন ঘুরে আসতে পারেন এই জায়গাগুলিতে]

কবে হবে রক্তদান শিবির

কবে হবে রক্তদান শিবির

২০ জুলাই, সোমবার উত্তর কলকাতার হেদুয়া পার্কে মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। ক্লাবের পক্ষ থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে, সরকারি স্বাস্থ্যবিধি মেনে এই রক্তদান শিবিরে অংশ নিয়ে উদ্যোগকে সফল করার জন্য ফ্যানেদের কাছে আবেদন রাখা হয়েছে।

সুন্দরবন

সুন্দরবন

যারা লম্বা উইকেন্ডে পাহাড়ে যাওয়ার প্ল্যান করতে চাইছেন না, তারা সুন্দরবনে অনায়াসে যেতে পারেন। কলকাতা থেকে মাত্র কয়েক ঘণ্টার দূরত্ব। বিশ্বের বৃহত্তম ব-দ্বীপ এলাকায় রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা না পেলেও মন একেবারে তরতাজা করে ফিরতে পারবেন সন্দেহ নেই।

দেশে করোনা পরিস্থিতি

দেশে করোনা পরিস্থিতি

প্রসঙ্গত লকডাউনে পর জুলাইয়ে এখন দেশ জুড়ে অনলক টু পরিস্থিতি চলছে। এরপরও করোনা সংক্রমণ বাগে আনা যাচ্ছে না। দেশে আক্রান্তের সংখ্যা এখন ৯ লক্ষ ছাড়িয়েছে। যার মধ্যে ৬ লক্ষের বেশি মানুষ সুস্থ হয়েছেন।

দার্জিলিং

দার্জিলিং

রাজ্যের তথা দেশের সেরা হিল স্টেশনগুলির একটি দার্জিলিং। অনেকে বলেন যে জনবসতি বাড়ায় দার্জিলিং অনেক ঘিঞ্জি ও নোংরা হয়েছে, তবে একবার গেলেই বুঝবেন এর শোভা আগের মতোই অমলীন রয়েছে। বরফে ঢাকা পাহাড়, সবুজ গহন অরণ্য, চা বাগান, টয় ট্রেন- সবমিলিয়ে দার্জিলিং সবসময়ই আলাদা আকর্ষণের কেন্দ্রবিন্দু।

রাজ্যে করোনা পরিস্থিতি

রাজ্যে করোনা পরিস্থিতি

অন্যদিকে পশ্চিমবঙ্গে করোনা প্রবণ অঞ্চলগুলিতে কড়াকড়ি করেও ভাইরাস সংক্রমণ রোখা যাচ্ছে না। রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৪ হাজার ছাড়িয়ে গিয়েছে।

মিরিক

মিরিক

উত্তরবঙ্গের মিরিক এলাকাটিও কিন্তু সপ্তাহান্তে লম্বা ছুটি কাটানোর জন্য আদর্শ। অসাধারণ আবহাওয়ার জন্য সারাবছরই এখানে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। কাঞ্চনজঙ্ঘার পাদদেশে এই এলাকা হোলির উইকেন্ডে আপনার ডেস্টিনেশন হতে পারে নিঃসন্দেহে।

মাইথন

মাইথন

পাশের রাজ্য ঝাড়খণ্ডের এই জায়গাটি এককথায় অসাধারণ। বরাকর নদীর উপরে গড়ে ওঠা এই বাঁধ ও সংলগ্ন এলাকা পর্যটকদের বিশেষ পছন্দের। ছোট্ট ট্রিপে কলকাতা থেকে কয়েকঘণ্টায় পৌঁছে যাওয়া যাবে এখানে। তারপর নিশ্চিন্তে দিন দুয়েক কাটিয়ে তরতাজা হয়ে চলে আসা যায় শহুরে জীবনে।

৯ জন করোনা আক্রান্ত, মাঠে নামে হচ্ছে না এই ক্লাবের৯ জন করোনা আক্রান্ত, মাঠে নামে হচ্ছে না এই ক্লাবের

English summary
Mohun Bagan going to organize blood donation camp in memories of Anjan Mitra
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X