For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রান্না করা থেকে প্যাকেজিং, ৩০০ মানুষদের মুখে খাবার তুলে দিলেন মোহনবাগান ফুটবলার, দেখুন ভিডিও

করোনা লকডাউনে মানবিক মোহনবাগান ফুটবলার, ৩০০ মানুষের কাছে রান্না করা খাবার পৌঁছে দিলেন

  • |
Google Oneindia Bengali News

প্রাণঘাতী করোনা আটকাতে দেশ জুড়ে আরও কিছু দিনের লকডাউন। তৃতীয় দফায় লকডাউন বাড়িয়ে ১৭ মে পর্যন্ত করা হয়েছে। ভাইরাসের সামাজিক সংক্রমণ আটকাতে লকডাউন জরুরী। কিন্তু এই লকডাউনে আর্থিকভাবে পিছিয়ে থাকা সাধারণ মানুষদের ভোগান্তির শেষ নেই। দিনের পর দিন রোজগার বন্ধে সঞ্চয়ে টান পড়েছে। লকডাউনে প্রতিদিন দুবেলা খাবার যোগানে সমস্যায় বহু পরিবার। লকডাউনে সমস্যায় পড়া মানুষদের পাশে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মোহনবাগানের অরিজিৎ বাগুই ।

তিনশো মানুষকে খাওয়ালেন অরিজিৎ

তিনশো মানুষকে খাওয়ালেন অরিজিৎ

বন্ধুদের সঙ্গে নিয়ে ডানকুনিতে নিজের এলাকায় তিনশো মানুষের কাছে রান্না করা খাবার পৌঁছে দিলেন সবুজ মেরুন লেফ্ট ব্যাক।

মেনুতে কী ছিল

রবিবার ভাত-ডাল-ডিমের ঝোল প্যাক করে বন্ধুদের সঙ্গে সাইকেল ভ্যান চালিয়ে খাবার পৌঁছে দেন মোহনবাগান তারকা। প্যাকিং থেকে পৌঁছে দেওয়া বন্ধুদের সঙ্গে নিয়ে পুরো সময় ছিলেন অরিজিৎ।

সামর্থ্য হলে ভবিষ্যতে ফের সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান

মাঠে হোক বা মাঠের বাইরে, ভালোবেসে নিজের কাজটা চুপচাপ করে যেতে চান অরিজিৎ। সংকটের সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ালেন। সাধারণ মানুষদের পাশে থাকতে পেরে তৃপ্ত মোহনবাগান ফুটবলার। সামর্থ্য হলে ভবিষ্যতে ফের সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান অরিজিৎ।

বাগান ফুটবলারের আক্ষেপ

বাগান ফুটবলারের আক্ষেপ

রবিবার ভোরে ময়দানের মোহনবাগান- ইস্টবেঙ্গলের স্প্যানিশ ব্রিগেড দেশে ফিরতে কলকাতা ছেড়েছে। কিবু ভিকুনা সহ দলের স্প্যানিশ ব্রিগেডের লকডাউনের কারণে শেষবেলার অবশ্য দেখা না হওয়ায় আক্ষেপ করেছেন অরিজিৎ।

English summary
Mohun bagan footballer Arijit Bagui helps needy people in Corona lockdown
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X