For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনায় মানবিক মোহনবাগান, সময়ের আগেই ফুটবলারদের সব বকেয়া বেতন শোধ

করোনায় মানবিক মোহনবাগান, সময়ের আগেই ফুটবলারদের সব বকেয়া বেতন শোধ

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের আবহে মানবিক মোহনবাগান। প্রথম কিস্তির মতো ফুটবলার, কোচ এবং সাপোর্ট স্টাফদের দ্বিতীয় কিস্তির বকেয়া বেতনও মিটিয়ে দিয়েছে আই লিগ জয়ী ক্লাব। মঙ্গলবার এই ইস্যুতে একটি বিবৃতি জারি করেছে সবুজ-মেরুণ। তাতে কী বলা হয়েছে, জেনে নেওয়া যাক।

সময়ের আগেই শোধ

সময়ের আগেই শোধ

মঙ্গলবার মোহনবাগান ক্লাবের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে যে তারা আই লিগ জয়ী ফুটবলার, কোচ কিবু ভিকুনা এবং সাপোর্ট স্টাফদের দ্বিতীয় কিস্তির বকেয়া বেতনও শোধ করে দিয়েছে। একই সঙ্গে লিগ জয়ের জন্য ফুটবলার, কোচ এবং সাপোর্ট স্টাফদের অ্যাকাউন্টে বকেয়া ইনসেনটিভও জমা করা হয়েছে বলে জানিয়েছেন সৃঞ্জয় বসুরা।

নির্ধারত দিন

নির্ধারত দিন

নির্ধারিত সময়ের আগে বা গত মাসের ২০ তারিখ ফুটবলার, কোচ কিবু ভিকুনা এবং সাপোর্ট স্টাফদের প্রথম কিস্তির বকেয়া বেতন মিটিয়ে দিয়েছিল মোহনবাগান। বাকি ৫০ শতাংশ বেতন ২০ জুলাইয়ের আগে মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল আই লিগ জয়ী ক্লাব। সেই কথা রাখতে পেরে নিজেদের গর্বিত বলে মনে করছেন দেবাশিস দত্ত, সৃঞ্জয় বসুরা।

করোনায় আটকে ছিল বেতন

করোনায় আটকে ছিল বেতন

করোনা ভাইরাসের জেরে লকডাউনে কার্যত স্তব্ধ রয়েছে সব পরিষেবা। এই পরিস্থিতিতে মোহনবাগানের হাতে আই লিগ ট্রফি ও পুরস্কার মূল্য তুলে দিতে দেরি করে এআইএফএফ। ওই টাকা থেকেই দলকে লিগ চ্যাম্পিয়ন করা ফুটবলারদের ইনসেনটিভ দেওয়ার কথাও ঘোষণা করেছিলেন সবুজ-মেরুণ কর্তারা। মহামারীর জেরে সবকিছু আটকে থাকায় সে আশা পূরণ করতে হিমশিম খাচ্ছিল বাংলার ঐতিহ্যবাহী জাতীয় ক্লাব।

আই লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান

আই লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান

করোনা ভাইরাসের প্রভাবে ২৮ ম্যাচ বাকি থাকতেই বাতিল করে দেওয়া হয়েছে আই লিগ। পয়েন্টের নিরিখে মোহনবাগানকে লিগ চ্যাম্পিয়ন বলে ঘোষণা করেছে এআইএফএফ। যদিও আগামী মরশুমে আইএসএল খেলবে মেরিনার্সরা। সে লক্ষ্যে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন এটিকে-এর সঙ্গে সংযুক্ত হয়েছে সবুজ-মেরুণ শিবির।

কোয়েস ইস্টবেঙ্গলের ঘড়ি রহস্য নিয়ে চাঞ্চল্যকর দাবি কার্লোস নোদারেরকোয়েস ইস্টবেঙ্গলের ঘড়ি রহস্য নিয়ে চাঞ্চল্যকর দাবি কার্লোস নোদারের

English summary
Mohun Bagan clear salary dues of all players and coaches amid coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X