For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফ্যানেদের জন্য সুখবর, ইতিহাস থেকে জেনে নিন কোম্পানি নামেই মোহনবাগান আইএসএল খেলবে এমন নয়!

ফ্যানেদের জন্য সুখবর, ইতিহাস থেকে জেনে নিন কোম্পানি নামেই মোহনবাগান আইএসএল খেলবে এমন নয়!

  • |
Google Oneindia Bengali News

আসন্ন আইএসএলে কোন নামে খেলবে কলকাতার মার্জার দুই ক্লাব। মার্জার নতুন ক্লাবের কোম্পানি গঠনের নাম ঘোষণার পর থেকে এই জল্পনা চলছে।

কোম্পানিতে কী নাম হয়েছে

কোম্পানিতে কী নাম হয়েছে

কোম্পানিতে মার্জার ক্লাবের নাম রয়েছে এটিকে মোহনবাগান। সেই সূত্রে ফ্যানেদের একটা বড় অংশে মনে করছেন, এই নামেই হয়ত নতুন দলটি আইএসএল খেলবে।

কোম্পানি নামেই দলের নাম, এমন যৌক্তিকতা নেই

কোম্পানি নামেই দলের নাম, এমন যৌক্তিকতা নেই

কিন্তু অতীতের পরিসংখ্যান বলছে নামে সত্যিই কিছু এসে যায় না। অতীতের হিসেব বলছে এটিকে ও মোহনবাগান আলাদা থাকা অবস্থায় লিগে কোম্পানি নামে খেলেনি। সেক্ষেত্রে এবারও কোম্পানি নামে এটিকে মোহনবাগানেই মার্জার দল খেলতে চলেছে এমন কোনও যৌক্তিকতা নেই।

একনজরে মোহনবাগানের ইতিহাস

একনজরে মোহনবাগানের ইতিহাস

অতীতের পাতায় ফিরে গেলে আগে মোহনবাগান ক্লাবটির একসময় কোম্পানি নাম ছিল 'ইউনাইটেড মোহনবাগান ফুটবল প্রাইভেট লিমিটেড। সেই সময় 'ম্যাকডাওয়েল মোহনবাগান' নামে খেলত মোহনবাগান।

এটিকে নামে দল রয়েছে, নেই কোনও কোম্পানি

এটিকে নামে দল রয়েছে, নেই কোনও কোম্পানি

আরও বলে রাখা ভাল গত মরসুম পর্যন্ত এটিকে ক্লাবটির কোম্পানির নাম ছিল 'কলকাতা স্পোর্টস অ্যান্ড গেমস প্রাইভেট লিমিটেড।' আইএসএলে ক্লাবটি কিন্তু অ্যাটলেটিকো ডি কলকাতা ও এটিকে নাম খেলে এসেছে।

ক্লাবের লোগোর ক্ষেত্রে একই তত্ত্ব প্রযোজ্য

ক্লাবের লোগোর ক্ষেত্রে একই তত্ত্ব প্রযোজ্য

শুধু ক্লাবের নাম কী হবে সেই নিয়েই নয়, ক্লাবের লোগো কী হবে সেই নিয়েও জল্পনা চলছে। সেখানে জানিয়ে রাখা ভাল কোম্পানির নাম যা হবে সেটাই লেগোতে থাকতে চলেছে এমন ধরে নেওয়ার যুক্তি নেই। কারণ শেষ মরসুমের মোহনবাগান জার্সি ভালো করে খতিয়ে দেখলে দেখা যাবে বাগান ফুটবলারদের জার্সিতে 'মোহবাগান ফুটবল ক্লাব প্রাইভেট লিমিটেড' লেখা হয়েছে। ফেডারেশেনের লিগে দলটি মোহনবাগান নামে খেলে।

English summary
Mohun bagan atk merger and company formed but team name may not according to company name
 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X