For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডুরান্ড কাপের ফাইনালে গোকুলামের মুখোমুখি মোহনবাগান

যুবভারতীতে ডুরান্ড কাপের ফাইনালে গোকুলামের মুখোমুখি মোহনবাগান

  • |
Google Oneindia Bengali News

বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়ামে ডুরান্ড কাপের ফাইনালে গোকুলাম কেরালা এফসি-র মুখোমুখি হতে চলেছে মোহনবাগান। হাই-ভোল্টেজ এই ফাইনাল ঘিরে কলকাতায় উন্মাদনা তুঙ্গে। বাড়ছে টিকিটের চাহিদা। ম্যাচ ঘিরে শনিবাসরীয় যুবভারতী জ্যাম প্যাকড হওয়ার সম্ভাবনা। ম্যাচ শুরু হওয়ার আগে দেখে নেওয়া যাক কয়েকটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর।

পুরনো শত্রুতা

পুরনো শত্রুতা

বাংলা ও কেরলের ফুটবল দ্বৈরথ বহু প্রাচীন। ঐতিহ্যের সন্তোষ ট্রফিতেও দুই রাজ্যের মহারণ দেখার জন্য বসে থাকতেন ফুটবল প্রেমীরা। সেই লড়াই আরও একবার প্রত্যক্ষ হতে চলেছে বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়ামে। ডুরান্ড কাপের ফাইনাল মোহনবাগানের বিরুদ্ধে গোকুলামের হলেও ম্যাচের আকর্ষণ কিন্তু লুকিয়ে আছে ঐতিহ্যের বাংলা-কেরল ডুয়েলে।

দুই স্প্যানিশ কোচের লড়াই

দুই স্প্যানিশ কোচের লড়াই

বাংলা-কেরল দ্বৈরথের মতোই ডুরান্ড কাপের ফাইনাল সাক্ষী হতে চলেছে দুই স্প্যানিশ কোচের মগজ যুদ্ধের। মরশুমের প্রথম ট্রফি ঘরে তুলতে মরিয়া মোহনবাগানের ভরসা, কোচ কিবু ভিকুনার সাহসী পরিকল্পনা। অন্যদিকে, ডুরান্ড ফাইনাল জিততে কোচ ফার্নান্দো আন্দ্রেস স্যান্টিয়াগো ভারেলার দিকেই তাকিয়ে গোকুলাম কেরালা এফসি।

খেলোয়াড়দের লড়াই

খেলোয়াড়দের লড়াই

গোকুলামের শক্তপোক্ত রক্ষণ ভাঙতে বেইতিয়া, সালভা চামারের উপরই আস্থা রাখছেন মোহনবাগানের কোচ কিবু ভিকুনা। ম্যাচ ৯০ মিনিটেই শেষ করতে চায় কলকাতার ক্লাব। অন্যদিকে বাগানেরই পুরনো অস্ত্র হেনরি কিসেকার গোকুলামের হয়ে ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে।

English summary
Mohanbagan will face Gokulam in Durand Cup Final at Vivekananda Yuba Bharati Krirangan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X