For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এফসি গোয়ার মাঝমাঠের অন্যতম ফুটবলারকে সই করাল মহমেডান

এফসি গোয়ার মাঝমাঠের অন্যতম ফুটবলারকে সই করাল মহমেডান

Google Oneindia Bengali News

আগামী মরসুম থেকেই আইএসএল-এ শুরু হচ্ছে প্রমোশান। এ বারের আই লিগ জয়ী দল সরাসরি জায়গা করে নেবে দেশের শীর্ষ লিগে। আই লিগ থেকে যোগ্যতা অর্জন করে প্রথম দল হিসেবে আইএসএল-এ খেলার ইতিহাস তৈরি করতে বদ্ধপরিকর মহমেডান স্পোর্টিং ক্লাব। সেই লক্ষ্যেই এ বারের দল গঠনে একের পর এক চমক দিয়ে চলেছে সাদা-কালো রিক্রুটাররা।

এফসি গোয়ার মাঝমাঠের অন্যতম ফুটবলারকে সই করাল মহমেডান

শুধু আই লিগ-ই নয়, কলকাতা লিগ, ডুরান্ড কাপ এবং আইএফএ শিল্ডকেও সমান ভাবে গুরুত্ব দিচ্ছে সাদা-কালো কর্মকর্তারা এবং চ্যাম্পিয়ন হওয়ার জন্যই দল বানাচ্ছেন তাঁরা। ইতিমধ্যেই একের পর এক তারকাকে সই করিয়ে মহমেডান স্পোর্টিং চমক দিয়েছে। বুধবার সেই চমকের ধারাই বজায় রাখল লাল সরণির ক্লাব। আইএসএল-এর হাইপ্রোফাইল দল এফসি গোয়ার মিডফিল্ডের অন্যতম ভরসা ক্রিস্টি ডেভিসকে সই করাল মহমেডান। ২৩ বছর বয়সী এই আগ্রাসী মিডিও-এর সঙ্গে সাদা-কালো শিবির দুই বছরের চুক্তি সমপন্ন করেছে। এফসি গোয়ার বি দল থেকে উথ্থান এই ফুটবলারের।

ডেভিসের পাশাপাশি গত বারের আইএসএল চ্যাম্পিয়ন হায়দরাবাদ এফসি'র 'বি' দলের ফুটবলার দীপু হালদারকে সই করিয়েছে মহমেডান। ১৯ বছর বয়সী এই ডিফেন্ডার এটিকে মোহনবাগানের অনূর্ধ্ব-১৮ দলের প্রোডাক্ট। এটিকে মোহনবাগানের যুব দল থেকে লোনে তিনি গিয়েছিলেন প্রথম ইন্ডিয়ান অ্যারোজে। মরসুম শেষে তিনি আবার বেস টিমে যোগ দেন। যুব দল থেকে তাঁকে নিজেদের 'বি' দলের জন্য সই করায় হায়দরাবাদ এফসি। এক বছর আইএসএল চ্যাম্পিয়নদের রিজার্ভ দলে থাকার পর কলকাতায় ফেরার সিদ্ধান্ত নেন তিনি।

ATK Mohun Bagan: ইস্টবেঙ্গলের হাত থেকে তারকা গোলরক্ষককে ছিনিয়ে নিল এটিকে মোহনবাগানATK Mohun Bagan: ইস্টবেঙ্গলের হাত থেকে তারকা গোলরক্ষককে ছিনিয়ে নিল এটিকে মোহনবাগান

এই তরুণ বাঙালি ফুটবলারকে দলে নেওয়ায় মহমেডানের ডিফেন্স লাইন যে বেশ শক্তিশালী হল তা বলার হয়তো কোনও অপেক্ষা রাখে না।

অপর দিকে, বিশাল কাইফতে সই করানোর কথা শুক্রবার সরকারি ভাবে জানিয়ে দিল এটিকে মোহনবাগন। অর্শ আনওয়ারের সঙ্গে তিনিও স্পেনে যাবেন গোলরক্ষক কোচ এবং প্রধান কোচের অধীনে প্রাক মরসুম প্রস্তুতি নেওয়ার জন্য।

English summary
Mohammedan SC roped in former FC Goa midfielder Christy Davis for the next two seasons. Young and talented defender Dipu Halder also joins the black and white brigade for forthcoming season
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X