For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডুরান্ডের শেষ চারে মহমেডান স্পোর্টিং, সেমি ও ফাইনাল কোন চ্যানেলে এবং টিকিট মিলবে কোথায়?

  • |
Google Oneindia Bengali News

১৩০তম ডুরান্ড কাপে করোনা থাবা বসানোর দিনেই শেষ চারে পৌঁছে গেল মহমেডান স্পোর্টিং। গতবারের চ্যাম্পিয়ন গোকুলাম কেরালা এফসিকে ১-০ গোলে হারাল সাদা-কালো ব্রিগেড। দলে করোনা সংক্রমণ ছড়ানোয় এদিনই আর্মি রেড ডুরান্ড কাপ থেকে দল তুলে নেওয়ায় বাই পেয়ে শেষ চারে পৌঁছে গিয়েছে এফসি বেঙ্গালুরু ইউনাইটেড।

ডুরান্ডের শেষ চারে মহমেডান স্পোর্টিং, হারাল গোকুলামকে

আজ বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে সীমিত সংখ্যক দর্শকের সামনেই অনুষ্ঠিত হল মহমেডান ও গোকুলাম কেরালার কোয়ার্টার ফাইনাল ম্যাচ। ৪৪ মিনিটে জয়সূচক গোলটি করেন মার্কাস জোসেফ। ভিনসেনজো আলবার্তো অ্যানেসের প্রশিক্ষণাধীন গোকুলাম কেরালা গ্রুপ পর্যায়ে সবচেয়ে বেশি ১০টি গোল করেছিল। যদিও মহমেডান ম্যাচে গোকুলামের মাঝমাঠ ও আক্রমণভাগের খেলা নখদন্তহীনই দেখিয়েছে। কাউন্টার অ্যাটাকে জোসেফ সাদা-কালো ব্রিগেডের হয়ে জয়সূচক গোলটি করেন। দ্বিতীয়ার্ধের শেষ দিকে প্রতিদ্বন্দ্বিতা ভালো হলেও লিড ধরে রেখে শেষ চারে উঠতে সক্ষম হয় মহমেডান। সেমিফাইনালে ২৭ সেপ্টেম্বর মহমেডান খেলবে এফসি বেঙ্গালুরু ইউনাইটেডের বিরুদ্ধে।

ডুরান্ডের শেষ চারে মহমেডান স্পোর্টিং, হারাল গোকুলামকে

২৭ ও ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠেয় দুটি সেমিফাইনাল এবং ৩ অক্টোবরের নির্ধারিত ডুরান্ড কাপ ফাইনাল সোনি টেন ২ এসডি ও এইচডি চ্যানেলগুলিতে সম্প্রচারিত হবে। প্রতিটি খেলাই শুরু হবে সন্ধ্যা ৬টায়। আড্ডাটাইমস অ্যাপেও সরাসরি খেলাগুলি দেখতে পারবেন ফুটবলপ্রেমীরা। বিবেকানন্দ যুবভারতীয় ক্রীড়াঙ্গন ছাড়াও মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহমেডান মাঠ থেকে মিলবে ডুরান্ড কাপের সেমিফাইনাল ও ফাইনালের টিকিট। আগে এলে আগে মিলবে সেই ভিত্তিতেই। চারটি কেন্দ্রেই ২৭ সেপ্টেম্বর প্রথম সেমিফাইনালের টিকিট মিলবে ২৫ ও ২৬ তারিখ, দ্বিতীয় সেমিফাইনালের টিকিট পাওয়া যাবে ২৭ ও ২৮ তারিখ। ৩ অক্টোবরের ফাইনালের টিকিট ২৯, ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর মিলবে চারটি জায়গা থেকে। এ ছাড়া সংশ্লিষ্ট ম্যাচের দিন যুবভারতী বাদে সব জায়গা থেকেই টিকিট পাওয়া যাবে।

ডুরান্ডের শেষ চারে মহমেডান স্পোর্টিং, হারাল গোকুলামকে

এদিকে, কলকাতায় প্রবল বৃষ্টির কারণে মোহনবাগান মাঠ খেলার অযোগ্য হয়ে পড়ায় আগামীকাল এফসি গোয়া ও দিল্লি এফসির মধ্যে যে কোয়ার্টার ফাইনাল হওয়ার কথা ছিল সেটি কল্যাণী স্টেডিয়ামে সরানো হয়েছে। বেলা ২টোতেই খেলা শুরু হবে। চতুর্থ কোয়ার্টার ফাইনালে ২৫ সেপ্টেম্বর বেঙ্গালুরু এফসি ও আর্মি গ্রিন ম্যাচটি অনুষ্ঠিত হবে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে। আয়োজকদের তরফে জানানো হয়েছে, সীমিত দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হবে যুবভারতীতে সেমিফাইনাল ও ফাইনালের সময়। তবে সেই সংখ্যা এখনও জানানো হয়নি। তবে করোনা সংক্রান্ত বিধিনিষেধ কড়াভাবে যে মানা হবে তা ইতিমধ্যেই জানানো হয়েছে।

English summary
Mohammedan Sporting Club Have Reached The 130th Durand Cup Semi-Finals. Black Panthers Beat Defending Champion Gokulam Kerala By 1-0 At VYBK.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X