For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতা লিগ শুরু আগেই সমর্থকদের উদ্দেশ্যে বার্তা সাদা-কালোর

একটা সময়ে ভারতীয় ফুটবলের তিন প্রধান বলা হত ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহামেডানকে। এই তিনটি দলই সমর্থক পুষ্ট।

Google Oneindia Bengali News

একটা সময়ে ভারতীয় ফুটবলের তিন প্রধান বলা হত ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহামেডানকে। এই তিনটি দলই সমর্থক পুষ্ট।

কলকাতা লিগ শুরু আগেই সমর্থকদের উদ্দেশ্যে বার্তা সাদা-কালোর

ভারতের প্রতিটি প্রান্তেই রয়েছে এই তিন প্রধানের সমর্থক। যেখানেই এই দল অতীতে খেলেছে বা বর্তমানে খেলে, সেখানেই দেখা যায় এই তিন প্রধানের সমর্থককে।

কিন্তু বর্তমান পরিস্থিতিতে অনেকটাই বদলে গিয়েছে চিত্রটা। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান নিজেদের পুরনো গড়িমা বজায় রাখলেও প্রায় হারিয়ে গিয়েছে মহামেডান স্পোটিং। বড় ক্লাবের তকমাটা রয়ে গেলেও তা অতীতে অর্জন করা কৃতিত্বের জন্য। ফলে আজ থেকে দু'বছর আগে পর্যন্ত মহামেডানের ম্যাচে হাজারে হাজারে সাদা-কালো সমর্থক দেখা গেলেও এখন দলের খেলা দেখতে সেই রকম ভীড় জামান না সমর্থকেরা।

গ্যালারির অধিকাংশটাই ফাকা থাকে মগহামেডানের। সে ম্যাচ বারাসতে হোক বা যুবভারতী, সব জায়গায় একই চিত্র। একই চিত্র নিজেদের মাঠেও।

কলকাতা লিগ শুরু আগেই সমর্থকদের উদ্দেশ্যে বার্তা সাদা-কালোর

শেষ বার ১৯৮১ সালে কলকাতা লিগ জিতেছিল মহামেডান। এই মরসুমে লিগের খরা কাটিয়ে তাই খেতাব ঘরে তুলতে মরিয়া মহামেডান।

দীর্ঘ দিনের খরা কাটিয়ে ফের একবার কলকাতার সেরা ক্লাব হওয়ার জন্য শুধু ভাল খেলাই নয়, এর সঙ্গে জরুরি সমর্থকদের সমর্থন এবং পাশে থাকার আশ্বাস, যা ফুটবলারদের ভাল খেলার তাগিদ আরও বাড়িয়ে দেয়। আর এই কারণেই লিগ শুরু আগে মহামেডান সমর্থকদের মাঠে আসার আহ্বান জানালেন মহামেডানের ফুটবল সচিব শারিক আহমেদ।

তিনি বলেন, 'আমরা জানি দলের লাগাতার ব্যর্থতাই সমর্থকদের হতাশ করেছে। ম্যানেজমেন্ট এবং টেকনিক্যাল স্টাফ চেষ্টা চালাচ্ছে এবং পরিশ্রমের কোনও ত্রুটি পারখে না দলকে সোনার সময়ে ফিরিয়ে নিয়ে যেতে। ক্লাবের প্রত্যেকেই চেষ্টা চালাচ্ছে ক্লাবের পুরনো গড়িমা ফিরিয়ে আনার জন্য এবং সমর্থকদের মুখে হাসি ফোঁটানোর জন্য।'

তিনি সমর্থকদের উদ্দেশ্যে বলেন, 'আপনারা দলের সঙ্গে থাকুন, মাঠে আসুন, দলকে সমর্থন করুন।'

English summary
Mohammedan Sporting Club’s football secretary sharique ahmed has issued an appeal to the fans of black panthers.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X