For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপের আগে ফের বিতর্কে কাতার প্রশাসন, দোহায় চলছে অভিবাসী শ্রমিক উচ্ছেদ

বিশ্বকাপের আগে ফের বিতর্কে কাতার প্রশাসন, দোহায় চলছে অভিবাসী শ্রমিক উচ্ছেদ

Google Oneindia Bengali News

ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ কাতারের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরেই অভিবাসী শ্রমিকদের সঙ্গে অমানসিক আচরণের অভিযোগ উঠেছে। কখনও নূন্যতম বেতন না দেওয়া, বা শ্রমিকদের চিকিৎসা না দেওয়া অভিযোগ ছিলই, তার সঙ্গে মাঝে মধ্যেই উঠে সামনে আসছিল হঠাৎ হঠাৎ কিছু সুস্থ শ্রমিকের আকস্মিক মৃত্যুর খবরও। এ বার অভিযোগের তালিকায় যুক্ত হল শ্রমিক উচ্ছেদের অভিযোগ। এর আগে অভিযোগ ছিল একটা ছোট ঘরে এক সঙ্গে ৯-১০ শ্রমিককে বাধ্য করা হতো।

বিশ্বকাপের আগে ফের বিতর্কে কাতার প্রশাসন, দোহায় চলছে অভিবাসী শ্রমিক উচ্ছেদ

অভিবাসী শ্রমিকদের উপর হওয়া অবিচারের বিরুদ্ধে নিজেদের থার্ড কিট-টি এমন ভাবে বানিয়েছে ডেনমার্ক যাতে রেয়েছে প্রতিবাদের ছাপ। শুধু ডেনমার্কই নয়, সে দেশে মানবাধিকার লঙ্ঘনে সরব হয়েছেন অস্ট্রেলিয়ার ফুটবলাররাও।

অন্যান্য বার যেমন আয়োজক দেশের সমস্ত শহরে ছড়িয়ে দেওয়া হয় ম্যাচ, এ বার তেমনটা হচ্ছে না। বিশ্বকাপের ম্যাচগুলি হবে দোহায়। ফলে রাজধানীতে বহু পর্যটকের ভিড় বাড়বে তা নিশ্চিত। তাই দোহায় বাইরে থেকে আসা সমর্থকদের থাকার যাতে কোনও সমস্যা না হয় তার জন্য সেখান থেকে উচ্ছেদ করা হচ্ছে অভিবানী শ্রমিকদের। জোর খাটানো হচ্ছে তাঁদের উপর। একটা বড় অংশের অভিবাসী শ্রমিকদের অভিযোগ কোনও নোটিশ ছাড়াই কয়েক ঘণ্টার মধ্যে তাঁদের রুম খালি করে দেওয়ার কথা বলা হয়েছে। দক্ষিণ এশিয়ার দেশ ভারত, বাংলাদেশ, পাকিস্তান এবং নেপালের শ্রমিকের সংখ্যাই এদের মধ্যে সব থেকে বেশি। এ ছাড়া রয়েছেন আফ্রিকার অনেক শ্রমিক।

দোহায় ইতিমধ্যেই একাধিক বাড়ি খালি করে ফেলেছে কর্তৃপক্ষ। মাথার ছাদ হারিয়ে পথে নেমে আসতে হয়েছে কিছু পয়সা উপার্জনের আশায় পরিবার-পরিজন ছেড়ে বিদেশ বিভুইয়ে পড়ে থাকা অসহায় মানুষগুলোকে। বিপুল সংখ্যক এই অভিবাসী শ্রমিকদের অবস্থা এখন নাকাল নতুন মাথা গোঁজার ঠাঁই খুঁজে বের করতে। বহু মানুষ পথের ধারে পড়ে রয়েছেন স্যটুকেস ব্যাগ নিয়ে, রাত্রি যাপন করতে হচ্ছে ফুটপাথে। সব কিছু দেখেও অন্ধ কাতারের মানবাধিকার সংগঠনগুলি। এর আগে কাতারের বিরুদ্ধে শুধু আর্থিক বৈষম্য, খারাপ আচরণ বা পর্যাপ্ত চিকিৎসা না দেওয়াই অভিযোগ ওঠেনি, তার সঙ্গে ছিল কোনও শ্রমিক প্রয়াত হলে তাঁর পরিবারকে কোনও ক্ষতিপূরণ না দেওয়ার অভিযোগ বা দিলেও তা নগন্য। যদিও এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে কাতার প্রশাসন। প্রশাসন জানিয়েছে ওই বিল্ডিংগুলি থাকার অনুপযোগী তাই সেগুলি খালি করা হয়েছে।

প্রয়াত ইস্টবেঙ্গল সমর্থকের পরিবারের সঙ্গে দেখা করলেন লাল-হলুদ কর্তারা, আশ্বাস যে কোনও প্রয়োজনে পাশে থাকারপ্রয়াত ইস্টবেঙ্গল সমর্থকের পরিবারের সঙ্গে দেখা করলেন লাল-হলুদ কর্তারা, আশ্বাস যে কোনও প্রয়োজনে পাশে থাকার

English summary
Migrant workers are being evicted in Doha
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X