For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লা লিগায় ৮০ বছরের রেকর্ড ভাঙলেন ১৫ বছর বয়সী 'মেক্সিকান মেসি'

লা লিগায় ৮০ বছরের রেকর্ড ভাঙলেন ১৫ বছর বয়সী 'মেক্সিকান মেসি'

  • |
Google Oneindia Bengali News

বয়স মাত্র ১৫! এই বয়সেই আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসির সঙ্গে তাঁর তুলনা শুরু হয়ে গিয়েছে। মেক্সিকোর হয়ে খেলেন বলে ফুটবল সার্কিটে 'মেক্সিকান মেসি নাম পেয়েছেন।' সেই মেক্সিকান মেসি লুকা রোমেরো এবার ফুটবল দুনিয়ার ৮০ বছরের পুরনো এক রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লেন।

কী সেই রেকর্ড

কী সেই রেকর্ড

১৬ বছরে পা রাখার আগে আশি বছরের পুরনো এক রেকর্ড ভেঙে ফেললেন লুকা রোমেরো। কিশোর ফুটবলার স্প্যানিশ লা লিগার ইতিহাসে সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে মাঠে নামার রেকর্ড গড়লেন। রিয়াল মায়োর্কা ক্লাবের হয়ে সবচেয়ে কম বয়সী হিসেবে মাঠে নেমে লুকা রোমেরো ম্যাচ খেলেন।

আগে এই রেকর্ড কোন ফুটবলারের ছিল

আগে এই রেকর্ড কোন ফুটবলারের ছিল

এর আগে সেল্টা ভিগোর প্রাক্তন ডিফেন্ডার স্যানসন লা লিগার সর্বকনিষ্ঠ ফুটবলার। ১৯৩৯ সালে স্যানসন ১৫ বছর ২৫৫ দিন বয়সের মাথায় স্প্যানিশ লিগের প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন।

রিয়ালের বিরুদ্ধে অভিষেক

রিয়ালের বিরুদ্ধে অভিষেক

সেখানে লুকা রোমেরো রিয়াল মার্কোয়া ক্লাবের হয়ে ১৫ বছর ২১৯ দিন বয়সে লা লিগার ম্যাচ খেলতে নামেন। বুধবার রাতে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে ম্যাচের ৮৩ মিনিটে বদলি হিসেবে রিয়াল মায়োর্কার হয়ে রোমেরো ম্যাচে নামেন।

ম্যাচ জিতল রিয়াল মাদ্রিদ

ম্যাচ জিতল রিয়াল মাদ্রিদ

রোমেরো পরিবর্ত হিসেবে মাঠে নামার আগে রিয়াল মাদ্রিদ অবশ্য ২-০ গোলে এগিয়ে ছিল। ফলে ১৫ বছরের 'মেক্সিকান মেসি' অভিষেক ম্যাচটা অবশ্য স্মরণীয় করে রাখতে পারলেন না। ম্যাচে রিয়াল মাদ্রিদ ২-০ গোলে জয় পায়।

English summary
mexican messi luke romero breaks 80 years old record after debut in la liga
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X