For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বার্সেলোনা ছাড়ছেন মেসি, লিওর জার্সি পরা নিয়ে আগ্রহ প্রকাশ ফুটবলারের

বার্সেলোনা ছাড়ছেন মেসি, লিওর জার্সি পরা নিয়ে আগ্রহ প্রকাশ ফুটবলারের

  • |
Google Oneindia Bengali News

বার্সেলোনা ছাড়ার জন্য এক পা বাড়িয়ে রেখেছেন মেসি। ক্লাব মেসিকে ফেরানোর জন্য চেষ্টা শুরু করলেও লিও ক্লাব ছাড়ার অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। লা-লিগার প্রাক মরসুম শুরুর প্রস্তুতি হিসেবে রবিবার ক্লাবে করেনা পরীক্ষা এড়িয়ে গিয়ে ক্লাব ছাড়া স্পষ্ট করে দিয়েছেন মেসি। স্প্যানিশ মিডিয়া নিশ্চিত, মেসির বার্সেলোনা ছাড়াটা এখন শুধু সময়র অপেক্ষা।

মেসির ১০ নম্বর জার্সি

মেসির ১০ নম্বর জার্সি

এলএমটেন। দুনিয়া জুড়ে মেসি ভক্তদের সঙ্গে তাঁর জার্সি নম্বরটাও জুড়ে গিয়েছে। লিওর ভক্তদের কাছে তাঁর জার্সি নম্বর যেন সমান্তরাল। মেসি বার্সা ছাড়লে সেই জার্সি কে পরতে চলেছেন সেই নিয়ে জল্পনা তুঙ্গে।

মেসির জার্সি পড়তে চাইলেন এই ফুটবলার

মেসির জার্সি পড়তে চাইলেন এই ফুটবলার

বার্সেলোনা সূত্রে জানা গিয়েছে, ডেনমার্কের ফরোয়ার্ড মার্টিন ব্রাথওয়েট মেসির ১০ নম্বর জার্সি পরার আগ্রহ প্রকাশ করেছেন। বার্সেলোনায় এখন ১৯ নম্বর জার্সি পরে খেলেন ব্রাথওয়েট।

মেসির জুতোয় পা গলানোর চাপ

মেসির জুতোয় পা গলানোর চাপ

প্রসঙ্গত মেসির জুতোর পা গলোনা সহজ নয়। দশ নম্বর জার্সি পরলেই আলাদা দায়িত্ব এসে কাঁধে পড়ে। তার থেকেও বড় কথা। ব্রাথওয়েট অবশ্য মেসির অনুপস্থিতিতে ১০ নম্বর জার্সির ওজন নিতে চাইছেন।

এর আগে কোন কোন জার্সি পড়েছেন

এর আগে কোন কোন জার্সি পড়েছেন

মেসির সঙ্গে খেলার আগে লেগানেসের হয়ে দীর্ঘদিন ২৫ নম্বর জার্সি পরে খেলেছেন। তবে ক্লাব ছাড়ার আগে কিছুদিন ৭ নম্বর জার্সি পরেছিলেন ব্রাথওয়েট। এরপর মিডলসব্রোর হয়ে খেলার সময় ১০ নম্বর জার্সি পরে খেলতেন মার্টিন ব্রাথওয়েট। এবার বার্সেলোনা দলে তিনি ১০ নম্বর জার্সি পরতে চেয়েছেন তিনি।

আইপিএলে করোনা থাবার পরও হুঁশ নেই, কোভিড নিয়ম ভেঙে বড় বিতর্কে ক্রিস গেইলআইপিএলে করোনা থাবার পরও হুঁশ নেই, কোভিড নিয়ম ভেঙে বড় বিতর্কে ক্রিস গেইল

English summary
Messi to leave Barcelona: Braithwaite makes request to wear no 10 jersey
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X