৯৮ দিন পর ৯৩ মিনিটে গোল! করোনা পরবর্তী ফুটবলে মাঠে নেমে রেকর্ড গড়লেন মেসি
করোনা পরবর্তী ফুটবলে মাঠে নেমেই রেকর্ড লিওনেল মেসির। শনিবার মধ্যরাতে মার্য়োকার বিরুদ্ধে দুটি গোল করালেন ও একটি গোল করেন মেসি।

চলতি মরসুমে এটি মেসির কততম গোল
এই গোলের সুবাদে চলতি লা-লিগায় ২০টি গোল করে ফেললেন লিও। আর সেই সুবাদে রেকর্ড গড়লেন আর্জেন্তাইন মহাতারকা।

ফিট মেসি পুরো সময় খেললেন
করোনা পরবর্তী সময় মার্য়োকার বিরুদ্ধে প্রথম ম্যাচে মেসির পুরো সময় মাঠে নামা নিয়ে অনিশ্চয়তা ছিল। প্রস্তুতিতে ম্যাচের আগে মেসি পায়ে চোট পান। তবে পুরোপুরি ফিট থাকায় শনিবারের ম্যাচে পুরো সময়টাই তিনি মাঠে ছিলেন। ইনজুরি টাইমের ৯৩ মিনিটে গোল করে মার্য়োকার কফিনে শেষ পেরেক পুঁতে দেন লিও।

মেসির রেকর্ড
ম্যাচের শেষ মুহূর্তে এই গোলের সুবাদে মেসি বার্সা জার্সিতে টানা ১২ মরসুমে ২০-র বেশি গোল করার রেকর্ড গড়লেন। লা-লিগার ইতিহাসে মেসিই প্রথম ফুটবলার যিনি টানা ১২ মরসুম কুড়ির বেশি গোল করলেন।

৯৮ দিন পর ৯৩ মিনিটে গোল!
প্রসঙ্গত করোনা বিপর্যয়ে কারণে দীর্ঘ ৯৮ দিন পর মাঠে নামল বার্সেলোনা। দীর্ঘ ৯৮ দিন পর মাঠে নামে ৯৩ মিনিটে বার্সার জার্সিতে গোল করেন মেসি।