For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছবি : ফিফা বিশ্বকাপ ২০১৪-র অন্যান্য পুরস্কার জয়ীরা

Google Oneindia Bengali News

রিও দে জেনেইরো, ১৪ জুলাই : আগামী ৪ বছরের জন্য ফিফা বিশ্বকাপের ট্রফি পাড়ি দিল জার্মানিতে। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বজয়ী হল আর্জেন্টিনা। কিন্তু শুধু টুর্নামেন্ট সেরা দলের ট্রফিই নয়। পাশাপাশি এদিনই ঘোষণা হয়ে গেল গুরুত্বপূর্ণ আরও বেশ কিছু পুরস্কারের। গোল্ডেন বুট, গোল্ডেন বল, গোল্ডেন গ্লাভস,ফেয়ার প্লে ট্রফি (স্বচ্ছতা ও সুন্দর ভাবে খেলার জন্য),ম্যান অফ দ্য ম্যাচ, সেরা তরুণ খেলোয়াড় প্রভৃতি পুরস্কার ঘোষণা করা হল। আসুন এক ঝলকে ছবিতে দেখে নেওয়া যাক কে কোন কোন পুরস্কার জিতলেন।

সেরা দল- জার্মানি

সেরা দল- জার্মানি

আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ফিফা বিশ্বকাপ ২০১৪-এর সেরা গল হল জার্মানি।

ফেয়ার প্লে ট্রফি- কলম্বিয়া

ফেয়ার প্লে ট্রফি- কলম্বিয়া

কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের কাছে হেরে বিদায় নেয় কলম্বিয়া। তবে যে স্বচ্ছতার সঙ্গে কলম্বিয়া বিশ্বকাপে খেলেছে তাতে এই পুরস্কারটির জন্য অন্য কারোর কথা ভাবাই যায় না।

ম্যান অফ দ্যা ম্যাচ- মারিও গটজা

ম্যান অফ দ্যা ম্যাচ- মারিও গটজা

অতিরিক্ত সময়ে দলের হয়ে একমাত্র গোলটি করে জার্মানিকে বিশ্বচ্যাম্পিয়ন বানানোর নায়ক গটজা।

গোল্ডেন বল- মেসি

গোল্ডেন বল- মেসি

ফাইনালে দলকে বিশ্বচ্যাম্পিয়নের তকমা দেওয়াতে না পারলেও গোটা টুর্নামেন্টে তাঁর অনবদ্য পারফরম্যান্সের জন্য গোল্ডেন বলের অধিকারি হলেন আর্জেন্টিনার লিওনেল মেসি।

গোল্ডেন গ্লাভস- ম্যানুয়েল নিউয়ার

গোল্ডেন গ্লাভস- ম্যানুয়েল নিউয়ার

জার্মানির গোলরক্ষক ম্যানুয়েল নিউয়ার পেলেন সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভস।

সেরা তরুণ খেলোয়াড়- পল পোগবা

সেরা তরুণ খেলোয়াড়- পল পোগবা

ফ্রান্সের পল পোগবা (ডানদিকে) পেলেন সেরা তরুণ খেলোয়াড়ের শিরোপা।

গোল্ডেন বুট- রডরিগেজ

গোল্ডেন বুট- রডরিগেজ

টুর্নামেন্টে ৬টি গোল করে গোল্ডেন বুটের অধিকারি হলেন কলম্বিয়ার জেমস রডরিগেজ।

English summary
PHOTOS: Meet all the award winners at FIFA World Cup 2014
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X