For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজপথে নামল ফুটবল, শনিবারের কলকাতায় হাতে-হাত মোহন-ইস্ট

যে ফুটবল ভাগ করে , সেই ফুটবলই মিলিয়ে দিল মোহন-ইস্টকে। প্রিয় ক্লাবদের স্বার্থে একসঙ্গে রাস্তায় নামলেন ইস্ট-মোহন ফ্যানরা।

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

ফুটবল মাঠে-র দুই প্রতিদ্বন্দ্বী মোহনবাগান- ইস্টবেঙ্গল। এবার তাঁরাও এক হলেন। ভারতীয় ফুটবল ফেডারেশন ও আইএমজি আরের বিরুদ্ধে লড়তে আগেই জোট বেঁধেছিলেন ইস্ট-মোহন কর্মকর্তারা। এবার জোট বাঁধলেন দু'দলের সদস্য সমর্থকরাও।

হাতে-হাত, সাথে-সাথ

শনিবারের বৃষ্টিভেজা কলকাতা দেখিয়ে দিল। দেখিয়ে দিল তারা পারে। ম্যাচ থাক না থাক যে দুই যুযুধান ক্লাবের সমর্থকরা পরস্পরকে এড়িয়ে চলেন। মাঠে নব্বই মিনিটকে ছাপিয়েও যাঁদের কথার লড়াই সবসময় জারি থাকে তাঁরা এক হলেন। হ্যাঁ কলকাতাই পারে। বা কলকাতা ফুটবলই পারে। ভারতীয় ফুটবলে শতাব্দী প্রাচীন দুই ক্লাবের সম্মান রক্ষার্থে এআইফএফ ও এআইএমজি আরের বিরুদ্ধে একজোট হলেন মোহনবাগান ও ইস্টবেঙ্গল সমর্থকরা।

ফুটবলের স্বার্থে এক ইস্ট-মোহন

যুবভারতীর চার নম্বর গেটের সমানে শনিবার দুপুরে হাজার তিনেক লোক। কেই ছাত্র, কেউ পেশাদার কেউ কিশোর কেউ মধ্যবয়স্ক, সর্বোপরি কেউ ইস্টবেঙ্গল, কেউ মোহনবাগান। কিন্তু মিল একটা জায়গাতেই সকলেই কলকাতা ফুটবলের ঐতিহ্যকে সকলেই ভালবাসেন। এদিনের মিছিলেও ছিল একটাই বক্তব্য প্রতিটা দেশে একটাই লিগ হয়, ভারতেও যেন তাই হয়। আর তাদের দাবি দেশের সেরা সেই লিগে খেলুক মোহন-ইস্ট শতাব্দী প্রাচীন দুই ক্লাব।

English summary
MB and EB supporters walk together for Kolkata football
 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X