For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Euro 2020 : 'কালো' রং নয়, পেনাল্টি মিসের জন্য ক্ষমাপ্রার্থী ইংল্যান্ডের রাশফোর্ড

Euro 2020 : 'কালো' রং নয়, পেনাল্টি মিসের জন্য ক্ষমাপ্রার্থী ইংল্যান্ডের রাশফোর্ড

  • |
Google Oneindia Bengali News

ইউরো কাপের ফাইনালে ইতালির বিরুদ্ধে পেনাল্টি মিস করেছেন মার্কাস রাশফোর্ড। যার খেসারত দিতে হয়েছে ইংল্যান্ডকে। টাইব্রেকারে হেরে ঘরের মাঠেও প্রথম ইউরো কাপ জয়ের স্বপ্ন চুরমার হয়ে গিয়েছে ব্রিটিশদের। তাতেই ক্ষিপ্ত হয়ে ইংল্যান্ডের ফুটবল প্রেমীদের একটা অংশ সোশ্যাল মিডিয়ায় রাশফোর্ড সহ তিন কৃষ্ণাঙ্গ ফুটবলারের উদ্দেশে বর্ণবিদ্বেষমূলক কটূক্তি করায় বিতর্ক তুঙ্গে পৌঁছেছে। এই ইস্যুতে এবার জবাব দিলেন ইংল্যান্ডের ওই ফুটবলার।

টাইব্রেকারে ইংল্যান্ডের হার

টাইব্রেকারে ইংল্যান্ডের হার

ইতালির বিরুদ্ধে ইউরো কাপের হাইভোল্টেজ ফাইনালে হেরে গিয়েছে ইংল্যান্ড। পেনাল্টি শুট আউটে এগিয়ে গিয়েও মার্কাস রাশফোর্ড, জেডেন স্যাঞ্চো ও বুকোয়া সাকার মিস হিট ব্রিটিশদের ঘরের মাঠে প্রথম ইউরো কাপ জয়ের স্বপ্ন শেষ করে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ইংল্যান্ড ফুটবল প্রেমীদের কেউ কেউ পেনাল্টি মিস করা তিন ফুটবলারকে বর্ণবিদ্বেষমূলক আক্রমণ করে। তা নিয়ে উত্তপ্ত রয়েছে সোশ্যাল মিডিয়া তথা ফুটবল বিশ্ব।

পেনাল্টি মিসের জন্য ক্ষমাপ্রার্থী রাশফোর্ড

ইতালির বিরুদ্ধে ইউরো কাপের ফাইনালে পেনাল্টি মিসের পর এই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মার্কাস রাশফোর্ড। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তিনি লিখেছেন যে এই মরসুমটা তাঁর ভাল যায়নি। তিনি বরাবারই পেনাল্টি নিতে আত্মবিশ্বাসী থাকলেও ইউরো ফাইনালে তিনি মনের জোর খানিকটা হারিয়েছিলেন বলেও স্বীকার করেছেন রাশফোর্ড। নিজের দেশ, সমর্থক এবং সতীর্থদের হতাশ করার পর তিনি কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছেন না বলেও জানিয়েছেন ব্রিটিশ ফুটবলার। সর্বোপরি এই ভুলের জন্য ক্ষমাও চেয়েছেন রাশফোর্ড।

রঙে অনুতপ্ত নন

নিজের সোশ্যাল মিডিয়া বার্তায় মার্কাস রাশফোর্ড এও লিখেছেন যে তাঁর পেনাল্টিটা একেবারেই ভাল ছিল না। ওই শট থেকে তিনি গোল করতে পারতেন বলেও জানিয়েছেন রাশফোর্ড। তা বলে নিজের গায়ের রং এবং তিনি যেখান থেকে উঠে এসেছেন, তার জন্য তিনি কারও কাছে ক্ষমা চাইবেন না বলেও সাফ জানিয়ে দিয়েছেন রাশফোর্ড। তাঁর কাছে কিছু না থাকলেও তিনি একজন ২৩ বছরের বয়সী উইদীংটন নিবাসী কালো মানুষ বলে লিখেছেন ইংল্যান্ডের ফুটবলার। এর জন্য তিনি গর্বিত বলেও জানিয়েছেন রাশফোর্ড।

ইংল্যান্ডে উত্তেজনা

ইংল্যান্ডে উত্তেজনা

ওয়েম্বলিতে ইউরো কাপের ফাইনাল হারের পর ইংল্যান্ডের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত অশান্তি শুরু হয়েছে। দক্ষিণ ম্যাঞ্চেস্টারে মার্কাস রাশফোর্ডের বিশাল মুরালে নিকৃষ্ট গ্র্যাফিটি করা হয়েছে। যদিও স্থানীয় বাসিন্দারা উদ্যোগী হয়ে মুরালটি আগলে রাখেন।

English summary
Marcus Rashford apologizes for the penalty miss, not for the colour
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X