কোন ফুটবলারের বদলে সোয়াপ ডিলে ব্রাজিলিয়ান মার্সেলিনহোকে নিচ্ছে এটিকে মোহনবাগান
ট্রান্সফার উইন্ডোর শেষ পর্যায়ে বড় চমক দিল এটিকে-মোহনবাগান। ব্রাজিলিয়ান ফুটবলারকে ঘরে তুলতে চলেছে সবুজ-মেরুন ব্রিগেড। এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট সোয়াপ ডিলে ওড়িশা এফসি থেকে ব্রাজিলিয়ান মায়েস্ত্রো মার্সেলিনহোকে সই করাতে চলেছে।

কার সঙ্গে সোয়াপ ডিল মার্সেলিনহোর
সেক্ষেত্রে মার্সেলিনহো কোন ফুটবলারের পরিবর্ত হয়ে আসছেন? এটিকে মোহনবাগানে এডু গার্সিয়ার চোট রয়েছে। তবে গার্সিয়ায় সঙ্গে নয় ব্র্যাড ইনম্যানের সঙ্গে সোয়াপ ডিল হয়েছে মার্সেলিনহোর।

এটিকে মোহনবাগানে এলেও মার্সেলিনহো কিন্তু ফর্মে নেই!
ওড়িশাতে মার্সেলিনহো খুব একটা ভালো ফর্মে নেই। তাই তার চেয়ে কম বসয়ী মিডফিল্ডার ব্র্যাড ইনম্যানকে তুলে নিল ওড়িশা এফসি। বদলে এটিকে মোহনবাগান মার্সেলিনহোকে পাচ্ছে। বেশ কিছু দিন ধরেই ইনম্যানের পরিবর্ত খোঁজা হচ্ছে বলে জল্পনা ছিল। আপাতত তার পরিবর্ত হিসেবে মার্সেলিনহো নতুন জার্সিতে কেমন খেলেন সেটাই এখন দেখার।

এই সোয়াপ ডিল কতটা কার্যকর?
আইএসএলে অতীতে সোনার বুট জিতলেও ব্রাজিলিয়ান মার্সেলিনহো সেই স্বপ্নের ফর্ম অনেকদিন হল ফেলে এসেছেন। চলতি আইএসএলেও তাঁকে একেবারেই ছন্দে দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে এই সোয়াপ ডিলে আদৌতে এটিকে মোহনবাগানের কতটা লাভ হল, সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ফ্যানেরা প্রশ্ন তুলে দিয়েছেন।

চলতি মরসুমে মার্সেলিনহোর পারফর্ম্যান্স
গত মরশুমে শেষ স্থানে থাকা হায়দ্রাবাদ এফসির হয়ে সাত গোল করেছিলেন মার্সেলিনহো। তবে এবার ওড়িশার জার্সিতে ৮ ম্যাচ খেলে তিনি একটিও গোল করতে পারেনি।
টেস্টে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড, কোন দল কয়টি ম্যাচ জিতেছে? হোম-অ্যাওয়ে রেকর্ড কী বলছে?