For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পরাস্ত নেইমারদের পিএসজি, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের দিকে পা বাড়াল ম্যান সিটি

Google Oneindia Bengali News

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের দিকে পা বাড়িয়ে রাখল ম্যাঞ্চেস্টার সিটি। প্যারিসে নিজেদের অ্যাওয়ে ম্যাচে পিছিয়ে পড়েও প্যারিস সাঁ জাঁ-কে ২-১ গোলে হারাল পেপ গুয়ার্দিওয়ার দল।

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের দিকে পা বাড়াল ম্যান সিটি

গত চার মরশুম ধরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়া, বিশেষ করে লিভারপুল, টটেনহ্যাম বা লিয়ঁ-র বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে পরাজয়ের পর প্রবল সমালোচিত হয়েছেন গুয়ার্দিওলা। বিপক্ষকে নিয়ে অতিরিক্ত চিন্তাভাবনা বা দল গঠনে তার প্রভাব পড়াকেই এর জন্য দায়ী করা হতো। কিন্তু নেইমার-এমবাপে-দি মারিয়াদের বিরুদ্ধে ম্যান সিটিতে পাঁচ বছরের কেরিয়ারে সবচেয়ে বড় ম্যাচে খুব বেশি পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটেননি ম্যান সিটি-র ম্যানেজার। তবে প্যারিসে গতকালের খেলার প্রথমার্ধে কিছুটা ভীত ও ছন্নছাড়া দেখিয়েছে ম্যান সিটিকে। যার সুযোগ নিয়ে অধিনায়ক মার্কুইনহোসের গোলে এগিয়ে যায় পিএসজি। প্রথমার্ধে এই ১-০ গোলে এগিয়েও ছিলেন নেইমাররা।

তবে দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলেই বিপক্ষকে উড়িয়ে দেয় ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা ম্যান সিটি। ৬৪ মিনিটে বিপক্ষ গোলকিপার কেইলর নাভাসকে বোকা বানিয়ে বল জালে জড়িয়ে সমতা ফেরান কেভিন ডি ব্রুইন। ৭১ মিনিটে ফ্রি কিক থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন রিয়াদ মাহরেজ। পিএসজি কোচ মরিসিও পোচেত্তিনো স্বীকার করে নিয়েছেন, দ্বিতীয়ার্ধে আমাদের চেয়ে ভালো ফুটবল খেলেছে ম্যান সিটি। শারীরিকভাবেও আক্রমণাত্মক থাকায় বল দখলের লড়াইয়ে আমাদের পিছিয়ে পড়তে হয়ছে। সেমিফাইনালে ঘরের মাঠে দুই গোল হজম করাকেও বেদনাদায়ক বলছেন পিএসজি কোচ। পিএসজি-কে শেষ দিকে ১০ জনে খেলতে হয় ৭৭ মিনিটে বিপজ্জনক ট্যাকল করে ৭৭ মিনিটে লাল কার্ড দেখায়।

পেপ গুয়ার্দিওলা চাইছেন, ফাইনালের কথা না ভেবে তাঁর ফুটবলাররা রিল্যাক্সড থাকুন আগামী কয়েকটা দিন। দলের খেলায় সন্তুষ্ট ম্যান সিটি ম্যানেজার বলেন, শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধেও বেশি গোল করেছে পিএসজি। তাই প্রথম দিকে তাঁদের সমীহ করেই খেলতে হতো। সে কারণেই কিছুটা রক্ষণাত্মক থেকে পরে আমরা আক্রমণে ঝাঁপিয়েছি। দ্বিতীয়ার্ধে যে ফুটবল দল খেলেছে সেমিফাইনালের ফিরতি লেগে নিজেদের ঘরের মাঠে সেটাই বজায় রাখতে চান তিনি। তবে এই ম্যাচেও ম্যান সিটির রক্ষণকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলেছেন অ্যাঞ্জেল ডি মারিয়া, নেইমাররা। গোলের সুযোগও তৈরি হয়েছিল। তবে কাজের কাজ হয়নি। পেনাল্টি এরিয়ায় ঢুকে পড়েও বিপক্ষ গোলকিপারের হাতে বল জমা করে সহজ সুযোগ নষ্ট করেন ফিল ফডেনও। তবে অ্যাওয়ে ম্যাচে ২ গোল করে এবং ২-১ ব্যবধানে জিতে ফাইনালের দিকে পা বাড়িয়ে রাখল ম্যান সিটি।

৫ মে সেমিফাইনালের ফিরতি লেগে মুখোমুখি হবে ম্যান সিটি ও পিএসজি। ৬ মে রিয়াল মাদ্রিদ ও চেলসির সেমিফাইনালের দ্বিতীয় লেগের খেলা। প্রথম লেগে অ্যাওয়ে ম্যাচে রিয়ালের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে চেলসি।

English summary
Manchster City Beat Paris Saint Germain By 2-1 Goals In The First Leg of Champions League Semifinal. PSG Led First Half By 1-0. Kevin De Bruyne equalized in the 64th minute. Riyad Mahrez Has Scored The Winning Goal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X