For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মেসিকে পেতে লিওর বাবার সঙ্গে যোগাযোগ ম্যাঞ্চেস্টার থেকে সিটির,একান্ত বৈঠকের ইচ্ছা প্রকাশ বার্তোমেউ

মেসিকে পেতে লিওর বাবা সঙ্গে যোগাযোগ ম্যাঞ্চেস্টার থেকে সিটির, একান্ত বৈঠকের ইচ্ছা প্রকাশ বার্তোমেউ

  • |
Google Oneindia Bengali News

ফুটবল বিশ্বে তোলপাড়। প্রিয় ক্লাব বার্সেলোনা ছেড়ে দিতে চলেছেন লিওনেল মেসি। মঙ্গলবার চিঠি দিয়ে ক্লাবকে সেকথা জানিয়ে দিয়েছেন লিও। এরপর থেকে ফুটবল বিশ্বের সেরা তারকা কোনও ক্লাবে যেতে পারেন সেই নিয়ে তুমুল আলোচনা চলছে।

বার্সার সঙ্গে বিচ্ছেদের লগ্ন উপস্থিত

বার্সার সঙ্গে বিচ্ছেদের লগ্ন উপস্থিত

এ মরসুমে লা- লিগা থেকে চ্যাম্পিয়ন্স লিগে হার, ট্রফি না পাওয়ার পর হতাশ মেসি ক্লাব ছাড়তে পারেন বলে ইঙ্গিত ছিল। শেষ পর্যন্ত সিদ্ধান্তটা নিয়েই ফেললেন লিও। কৈশোর থেকে কাটানো বার্সেলোনার সঙ্গে মেসির সম্পর্ক দীর্ঘ দুই দশকের। সেই সম্পর্ক ছিন্ন করেই এবার অন্য ক্লাবে যেতে চলেছেন আর্জেন্তাইন তারকা।

বাইআউট ক্লজ কত

বাইআউট ক্লজ কত

জানা গিয়েছে ক্লাবকে মেসি নাকি তাঁকে অবিলম্বে ফ্রি প্লেয়ার হিসেবে ছেড়ে দেওয়া হোক বলে অনুরোধ করেছেন। এরপরই জল্পনা তবে কি কোন ক্লাবে যাবেন সিদ্ধান্তটা নিয়ে ফেলেছেন লিও। প্রকৃত পক্ষে অন্য কোনও সময়ে তাঁকে নিতে হলে কোনও ক্লাবকে বার্সেলোনাকে ৭০০ মিলিয়ন ইউরো বাইআউট ক্লজ হিসেবে দিতে হবে।

কোথায় যাচ্ছেন মেসি, আগামী কয়েক ঘণ্টাতেই পরিষ্কার

কোথায় যাচ্ছেন মেসি, আগামী কয়েক ঘণ্টাতেই পরিষ্কার

মেসিকে নিতে সবচেয়ে এগিয়ে রয়েছে, ম্যাঞ্চেস্টার সিটি। ব্রিটিশ ক্লাবর কোচ পেপ গুয়ার্দিয়ালা। আগে বার্সার কোচ থাকার সময় যিনি মেসির সঙ্গে কাজও করেছেন। মেসি-গুয়ার্দিওয়ালার মধ্যে বোঝাপড়াও দারুণ ছিল। শোনা যাচ্ছে, মেসির ক্লাব ছাড়া নিয়ে গুঞ্জন তৈরি হতে গুয়ার্দিওয়ালা নাকি ইতিমধ্য়ে তাঁর সঙ্গে ফোনে যোগাযোগও করেছেন।

মেসির বাবা সঙ্গে যোগাযোগ রাখছে ইউনাইটেড

মেসির বাবা সঙ্গে যোগাযোগ রাখছে ইউনাইটেড

শুধু সিটি নয়, লন্ডনের ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ক্লাব আবার মেসির বাবার সঙ্গে যোগযোগ রাখছে।

মেসির সঙ্গে একান্ত বৈঠক

মেসির সঙ্গে একান্ত বৈঠক

অন্যদিকে বুধবার রাতের দিকে স্পেনীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মেসির ক্লাব ছাড়ার দাবিতে নড়বড়ে বসেছে বার্সা প্রেসিডেন্ট বার্তোমেউ। তিনি নিজে মেসির সঙ্গে একান্ত বৈঠকের ইচ্ছা প্রকাশ করেছেন।এবং বার্তোমেউ চাইছেন, মেসির সঙ্গে সামনা-সামনি বসতে। তাঁকে মানানোর চেষ্টা করা ছাড়া উপায় নেই।

English summary
Manchester United in Contact with Lionel Messi's Father, Manchester City-PSG are in line for leo's transfer
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X