For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রথম দল হিসেবে প্রিমিয়র লিগে ২০০০ গোল করে ইতিহাস এই ক্লাবের

প্রিমিয়র লিগের ইতিহাসে ২০০০তম গোল করে রেকর্ডবুকে নাম তুলে ফেলল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। রবিবার নরউইচ সিটির বিরুদ্ধে ৩-১ ম্যাচ জেতে ইউনাইটেড।

  • |
Google Oneindia Bengali News

প্রিমিয়র লিগের ইতিহাসে ২০০০তম গোল করে রেকর্ডবুকে নাম তুলে ফেলল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। রবিবার নরউইচ সিটির বিরুদ্ধে ৩-১ গোলে ম্যাচ জেতে ইউনাইটেড। এই ম্যাচে স্কট ম্যাকটোমিনে ২১ মিনিটের মাথায় দলের প্রথম গোলটি করেন। সেটি ক্লাবের ২০০০তম গোল। এরপর ৩০ মিনিটে মার্কাস ব়্যাশফোর্ড ও ৭৩ মিনিটে অ্যান্টোনি গোল করেন। টুর্নামেন্টের ইতিহাসে এটি ম্যাঞ্চেস্টারের ১০৪৮ তম ম্যাচ।

প্রথম দল হিসেবে প্রিমিয়র লিগে ২০০০ গোল করে ইতিহাস এই ক্লাবের

১ গোল থেকে ২০০০তম গোলের মধ্যে মাইলস্টোন গোলের মালিক কারা

১)ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ক্লাবের হয়ে প্রথম গোলটি করেন মার্ক হিউজ। ১৯৯২ সালে সেফিল্ড ইউনাইটেডের বিরুদ্ধে গোল করেন মার্ক হিউজ।
২) ক্লাবের হয়ে ৫০০তম গোলটি করেছিলেন অ্যান্ডি কোলে। ১৯৯৯ সালে নটিংহ্যাম ফরেস্টের বিরুদ্ধে ৫০০ তম গোলটি করেছিলেন তিনি।
৩) ক্লাবের ১০০০তম গোলটি করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ২০০৫ সালে মিডলসব্রট ক্লাবের বিরুদ্ধে ক্লাবের ১০০০তম গোলটি করেছিলেন সি আর সেভেন।
৪) ক্লাবের হয়ে ১৫০০তম গোলটি করেন ডিমিটার বার্ভাটভ(২০১১সালে)।
৫) ২০০০তম গোল- নরউইচ সিটির বিরুদ্ধে স্কট ম্যাকটোমিনে ক্লাবের হয়ে দু'হাজারতম গোলটি করেন।

প্রসঙ্গত ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড রয়েছে ওয়েইন রুনির। কেরিয়ারে ১৮৩টি গোল করেছেন রুনি। তারপরই ১০৯ গোল করে দ্বিতীয় সর্বোচ্চ গোল স্কোরার রায়ান গিগস।

English summary
Manchester United enter the history, become the first team score 2,000 Premier League goals
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X