For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জয়ের ধারা অব্যাহত রাখল ম্যানচেস্টার, পয়েন্ট নষ্ট লিগ টপার আর্সেনালের

জয়ের ধারা অব্যাহত রাখল ম্যানচেস্টার, পয়েন্ট নষ্ট লিগ টপার আর্সেনালের

Google Oneindia Bengali News

জয়ের ধারা অব্যাহত রাখল প্রিমিয়ার লিগের জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। বুধবার ওল্ড ট্র্যাফোর্ডে এএফসি বার্নিমাউথকে ৩-০ গোলে পরাজিত করল রেড ডেভিলস।

জয়ের ধারা অব্যাহত রাখল ম্যানচেস্টার, পয়েন্ট নষ্ট লিগ টপার আর্সেনালের

ম্যাচের ২৩ মিনিটের মাথায় ক্রিশ্চিয়ান এরিকসনের পাস থেকে ক্যাসেমিরোর গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথমার্ধে আর কোনও গোল হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতেই এএফসি বার্নিমাউথের কফিনে দ্বিতীয় পেরেকটি পুঁতে দেন লেফট ব্যাক লিউক শ। পরিবর্ত ফুটবলার আলেজান্দ্রো গারনাচোর পাস থেকে দুরন্ত গোলটি করেন তিনি। বার্নিমাউথের কফিনে শেষ পেরেকটি পোঁতার দায়িত্ব পালন করেন নিয়মিত গোলে থাকা মার্কাস র্যাশফোর্ড। ম্যাচের অন্তিম লগ্নে ৮৬ মিনিটে ব্রুনো ফার্নান্ডেজের পাস থেকে গোল করে যান মার্কাস।

ম্যাচের ৫৯ শতাংশ বলের দখল ছিল ম্যানচেস্টারের কাছে। মোট ১৮টি শট নেয় ম্যান ইউ যার মধ্যে মাত্র ৬টি ছিল অন টার্গেট। ম্যানচেস্টারের একটি শট পোস্টে লেগে ফিরে আসে না হলে জয়ের ব্যবধান আরও বাড়ত। অপর দিকে, ৪১ শতাংশ বলের দখল নিয়ে এএফসি বার্নিমাউথ ৭টি শট নেয় এর মধ্যে ৪টি ছিল টার্গেটে। এই ম্যাচে জয়ের ফলে ১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

এই দিনের অন্য খেলায় পয়েন্ট নষ্ট করল আর্সেনাল। তৃতীয় স্থানে থাকা নিউক্যাসেল ইউনাইটেডের সঙ্গে গোল শূন্য ড্র করে আর্সেনাল। এই দিন হারতও পারত আর্সেনাল যদি ভিএআর-এর না সাহায্য নিতেন রেফারি। এই ম্যাচে বল পজিশনের ৬৭ শতাংশ ছিল আর্সেনালের দখলে। মোট ১৭টি শট নেয় দলটি যার মধ্যে লক্ষ্যে ছিল ৪টি। অন্য দিকে, বল পজিশন কম থাকলেও নিউক্যাসেল ৮টি শটের মধ্যে একটি টার্গেটে রেখেছিল। গোল করার মতো দুইটি সহজ সুযোগ নষ্ট করে নিউক্যাসেল ইউনাইটেড। ১৭ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে আর্সেনাল রয়েছে লিগ টেবিলের শীর্ষে। ১৮ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে নিউক্যাসেল ইউনাইটেড রয়েছে তৃতীয় স্থানে।

English summary
Manchester United continued winning form when Arsenal drop points.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X