For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাসে আক্রান্ত লিভারপুলের লেজেন্ড, ফুটবল বিশ্বে হাহাকার

করোনা ভাইরাসে আক্রান্ত লিভারপুলের লেজেন্ড, ফুটবল বিশ্বে হাহাকার

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন লিভারপুলের লেজেন্ড কেনি ডালগ্লিশ। প্রাক্তন ফুটবলারের পরিবারের তরফে এই খবর নিশ্চিত করা হয়েছে। মারণ রোগের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি রয়েছেন কেনি। তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানানো হয়েছে।

করোনায় ক্ষতি

করোনায় ক্ষতি

নোবেল করোনা ভাইরাসের প্রভাব ছড়িয়েছে বিশ্বের ২১০টি দেশে। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা ১৭ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে এক লক্ষেরও বেশি মানুষের। ইংল্যান্ডে মারণ ভাইরাসের বলি হয়েছেন প্রায় ৯ হাজার মানুষ। আক্রান্তের সংখ্যা ৭৪ হাজারে পৌঁছে গিয়েছে। সেই তালিকায় প্রধানমন্ত্রী বরিস জনসন, প্রিন্স চার্লস সহ ব্রিটেন রাজ পরিবারের অন্যান্য সদস্যরাও সামিল রয়েছেন। আক্রান্তের দলে এবার যুক্ত হলেন লিভারপুল ফুটবল ক্লাবের লেজেন্ড কেনি ডালগ্লিশ।

আক্রান্ত কেনি

আক্রান্ত কেনি

সামান্য সংক্রমণ নিয়ে গত বুধবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬৯ বছরের কেনি ডালগ্লিশ। শরীরে কোনও লক্ষণ না থাকা সত্ত্বেও সেখানে তাঁর কোভিড-১৯ টেস্ট করা হয়। টেস্ট রিপোর্ট পজিটিভ আসায় অবাকই হয়েছেন কেনি ডালগ্লিশের পরিবারের সদস্যরা।

ফুটবলার কেনি

ফুটবলার কেনি

স্কটল্যান্ডের এই ফুটবলার, সেল্টিক ক্লাবের হয়ে পেশাদারি জীবন শুরু করেন। কেনি ডালগ্লিশের দুর্দান্ত পারফরম্যান্সের সৌজন্যে সে বছর স্কটিশ লিগ টাইটেল জেতে সেল্টিক। ১৯৭৭ সালে লিভারপুল ক্লাবের সঙ্গে যুক্ত হন কেনি। লাল জার্সিতে ৫১৫টি ম্যাচ খেলে ১৭২টি গোল করেন তিনি। লিভারপুলকে আট বার ইংলিশ লিগ, তিন বার এফএ কাপ ও তিন বার ইউরোপীয়ান কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন কেনি। খেলা ছাড়ার পর কোচিং-কে নিজের কেরিয়ার বানান কেনি ডালগ্লিশ। ১৯৯৫ সালে ব্ল্যাকবার্ন রোভার্সকে প্রিমিয়ার লিগ খেতাব জেতান কোচ কেনি।

নাইট কেনি

নাইট কেনি

স্কটল্যান্ডের হয়ে ১০০টি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলা কেনি ডালগ্লিশকে ২০১৮ সালে নাইট উপাধি দেন ইংল্যান্ডের রানী দ্বিতীয় এলিজাবেথ। এহেন ব্যক্তিত্ব করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় চিন্তায় ফুটবল বিশ্ব।

English summary
Liverpool legend tests positive for coronavirus pandemic
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X