For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Liverpool: লজ্জার হার লিভারপুলের, ব্রেন্টফোর্ডের ঘরের মাঠে বিধ্বস্ত দ্য রেডস

লজ্জার হার লিভারপুলের, ব্রেন্টফোর্ডের ঘরের মাঠে বিধ্বস্ত দ্য রেডস

Google Oneindia Bengali News

মরসুমটা একেবারেই ভাল কাটছে না লিভারপুলের। প্রিমিয়ার লিগে একের পর এক অপ্রত্যাশিত হার কোনঠাঁসা করে দিয়েছে লিভারপুলকে। মঙ্গলবার ভারতীয় সময়ে গভীর রাতের খেলায় এমনই এক ম্যাচ খেলল লিভারপুল যেখানে ধারে ও ভারে পিছিয়ে থাকা প্রতিপক্ষ ব্রেন্টফোর্ড ঘরের মাঠে য়ুর্গেন ক্লপের লকে ৩-১ গোলে বিধ্বস্ত করল।

Liverpool: লজ্জার হার লিভারপুলের, ব্রেন্টফোর্ডের ঘরের মাঠে বিধ্বস্ত দ্য রেডস

ম্যাচের ১৯ মিনিটের মাথায় ইব্রাহিক কোনাতের আত্মঘাতী গোল থেকে ঘরের মাঠে এগিয়ে যান ব্রেন্টফোর্ড। লিভারপুলের ডিফেন্ডারের আত্মঘাতী গোলের সুবিধা কাজে লাগাতে এবং প্রতিপক্ষ লিভারপুলকে চেপে ধরতে ক্রমাগত আক্রমণ শানাতে থাকে ঘরের দলটি। ৪২ মিনিটে ২-০ গোলে এগিয়ে যায় তারা। মাথিয়ান জনসনের পাস থেকে ইয়োনা উইসার গোলে এগিয়ে যায় ব্রেন্টফোর্ড।

প্রথমার্ধ শেষে ০-২ গোলে পিছিয়ে পড়া লিভারপুল আক্রমণের ঝড় তোলে দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরে আসার লক্ষ্যে। ৪৬ মিনিটে একটি গোলও করেন ডারউইন নুনেজ। কিন্তু ভিএআর তাঁর গোল বাতিলক করে দেয় অফ সাইডের কারণে। এর পর ৫০ মিনিটে গোল করে লিভারপুলের হয়ে ১ গোলের ব্যবধান কমান অ্যালেক্স অক্সলেড- চেম্বারলেন। ট্রেন্ট আলেক্সজান্ডার- আর্নল্ডের পাস থেকে তিনি এই গোলটি করেন। ব্যবধান আরও কমানোর লক্ষ্যে থাকা লিভারপুল ম্যাচের তৃতীয় গোলটি হজম করে ৮৪ মিনিটে প্রতি আক্রমণে। ক্যামেরুনের ্স্ট্রাইকার ব্রায়ান ওমবিউমো তিন নম্বর গোলটি করে ব্রেন্টফোর্ডের জয় নিশ্চিত করেন। উল্লেখ্য, ব্রেন্টফোর্ডের প্রথম গোলটির নেপথ্যেও অবদান রয়েছে এমবিউমোর।

পরাজিত হলেও ব্রেন্টফোর্ডের ঘরের মাঠে পরিসংখ্যানের দিক দিয় নিয়ন্ত্রণ করেছে লিভারপুল। ৭৩ শতাংশ বলের দখল ছিল লিভারপুলের কাছে। মোট ১৬টি শট নিয়েছিল লিভারপুল যার ম্যে ৬টি ছয় অন টার্গেট। অপর দিকে, ব্রেন্টফোর্ড নিয়েছিল মোট ১০টি শট এবং এর মধ্যে লক্ষ্যে ছিল ৬টি। এই ম্যচে আরও গোল হতে পারত যদি দুই দলের ফুটবলাররা একাধিক গোলের সুযোগ না হারাতেন। ৩টি গোল করার সেরা সুযোগ নষ্ট করে ব্রেন্টফোর্ড, ২টি সেরা সুযোগ হাতছাড়া করে লিভারপুল। লিভারপুল সারা ম্যাচে ৬৫২টি পাস খেলে যার মধ্যে নির্ভুল ছিল ৮৩ শতাংশ, অপর দিকে২৩৭টি পাস খেলে ব্রেন্টফোর্ড এবং এর মধ্যে মাত্র ৫০ শতাংশ পাস নির্ভুল ছিল।

English summary
Liverpool go down against Brentford by 3-1 goals.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X