For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইজলকে হারিয়ে দ্বিতীয়বার আই লিগ জিতল মোহনবাগান, পঞ্চমবার ভারত সেরা মেরিনার্স

LIVE: মোহনবাগান বনাম আইজল ম্যাচ, কল্যাণীতে জিতলেই আই লিগের রং আজ সবুজ-মেরুন

  • |
Google Oneindia Bengali News

কল্যানীতে আইজলকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের জন্য আই লিগ চ্যাম্পিয়ন হল মোহনবাগান। ২০১৪-১৫ মরসুমের পর দ্বিতীয় বারের জন্য আই লিগ জিতল মেরিনার্স। জাতীয় লিগ ও আই লিগ ধরলে এই নিয়ে পঞ্চমবার ভারত সেরা হল মোহনবাগান। চলতি লিগে এই নিয়ে ১৪ ম্যাচ অপরাজেয় মোহনবাগান।

LIVE: মোহনবাগান বনাম আইজল ম্যাচ, কল্যাণীতে জিতলেই আই লিগের রং আজ সবুজ-মেরুন

Newest First Oldest First
6:52 PM, 10 Mar

১-০ জিতে আইলিগ চ্যাম্পিয়ন মোহনবাগান।
6:48 PM, 10 Mar

নির্ধারিত ৯০ মিনিটের খেলা অতিক্রান্ত। অতিরিক্ত সময়ে মোহনবাগান গোল ব্য়বধান বাড়়াতে পারে কিনা, দেখার।
6:48 PM, 10 Mar

এই ম্যাচ জিতলে লিগে টানা ১৪টি ম্যাচ জিতবে মোহনবাগান।
6:46 PM, 10 Mar

মোহনবাগান দুর্গ এখনও অক্ষত রয়েছে। জাস্টিন মর্গ্যান ফ্রি-কিক নিলেও গোল পেল না।
6:46 PM, 10 Mar

১-০ গোলে এগিয়ে মোহনবাগান।
6:45 PM, 10 Mar

মোহনবাগানের আই লিগ চ্যাম্পিয়ন হওয়া শুধু সময়ের অপেক্ষা।
6:43 PM, 10 Mar

সেনেগালের ফুটবলার বাবা দিওয়ারা টুর্নামেন্টে ১০ টি গোল করে ফেললেন।
6:39 PM, 10 Mar

বেইতিয়ার ছোট্ট টোকায় বাবাকে পাস দেন। সেখান থেকেই ডান পায়ের জোরালো শটে আইজলের জাল কাঁপালেন বাবা।
6:38 PM, 10 Mar

৮০ মিনিটের মাথায় মোহনবাগানকে এগিয়ে দিলেন বাবা। উড়ছে সবুজ-মেরুন আবির।
6:37 PM, 10 Mar

বাবা দিওয়ারার গোল। ডান পায়ের শট গোল করলেন দিওয়ারা।
6:37 PM, 10 Mar

শতাব্দী প্রাচীন ক্লাবের ট্রফি ভান্ডার সমৃদ্ধ। এবার সেই ভান্ডারে দ্বিতীয় বারের জন্য আইলিগ ট্রফি ওঠে কিনা সেটাই এখন দেখার। সেই সঙ্গে পঞ্চমবারের জন্য মোহনবাগান ভারত সেরা হতে পারে কিনা দেখার।
6:35 PM, 10 Mar

নির্ধারিত সময়ে ১৩ মিনিট বাকি রয়েছে।
6:35 PM, 10 Mar

৭৭ মিনিটে বেইতিয়ার ইনসুইং কর্ণার, আইজল গোলকিপার বল ধরে ফেলেন।, শুভ ঘোষ বিপদ্দজনকভাবে পা তোলায় রেফারি তাঁকে হলুদ কার্ড দেখান।
6:34 PM, 10 Mar

গোলের খুব কাছাকাছি পৌঁছেছিল মোহনবাগান।
6:30 PM, 10 Mar

আশুতোষের ভাসানো সেন্টার থেকে বাবা দিওয়ারা চেষ্টা করলেও তাঁর হেড পোস্টের উপর দিয়ে বেরিয়ে গেল।
6:28 PM, 10 Mar

৭১ মিনিটে বেইতিয়ার ফ্রিকক, সেখান থেকে ফিরতি বলে দারুণ ভলিতে আশুতোষ দারুণ চেষ্টা করলেন, যদিও বল তেকাঠিতে রাখতে পারেননি।
6:27 PM, 10 Mar

৭০ মিনিটে আইজল গোলরক্ষক জোথান মাওয়াইয়ার ফিস্ট করে বল ক্লিকার করে বিপদ মুক্ত করলেন। তাঁর চেষ্টার প্রশংসা করতে হবে।
6:21 PM, 10 Mar

৬৪ মিনিটে সেটপিস থেকে বেইতিয়ার চেষ্টা। আইজলের দীর্ঘদেহী ডিফেন্ডারদের সামনে মোহনবাগানের আক্রমণ সফল হয়নি।
6:21 PM, 10 Mar

৬৪ মিনিটে সেটপিস থেকে বেইতিয়ার চেষ্টা। আইজলের দীর্ঘদেহী ডিফেন্ডারদের সামনে মোহনবাগানের আক্রমণ সফল হয়নি।
6:18 PM, 10 Mar

৫১ শতাংশ বল পজিশন আইজলের, মোহনবাগানের বল পজিশন ৪৯ শতাংশ।
6:17 PM, 10 Mar

৬০ মিনিট অতিক্রান্ত দুই দলই এখনও পর্যন্ত কল্যাণীর মাঠে গোল পেল না।
6:12 PM, 10 Mar

৫৫ মিনিটে গতিময় ফুটবল খেলে বাগান সুযোগ তৈরি করলেও অফ সাইড ট্র্যাপে পড়ায় গোল এল না।
6:11 PM, 10 Mar

এরপর ২০০১-২০০২ সালে ফের মোহনবাগান জাতীয় লিগ চ্যাম্পিয়ন হয়েছিল।
6:10 PM, 10 Mar

এরপর ১৯৯৯-২০০০ সালে মোহনবাগান দ্বিতীয়বারের জন্য জাতীয় লিগ চ্যাম্পিয়ন হয়েছিল।
6:10 PM, 10 Mar

১৯৯৭-৯৮ সালে প্রথমবার জাতীয় লিগ জেতে মোহনবাগান।
6:08 PM, 10 Mar

লিগ জিতলে মোহনবাগান পঞ্চমবার ভারত সেরা হবে। এর আগে একবার আই লিগ ও তিন বার জাতীয় লিগ জিতেছে মোহনবাগান।
6:03 PM, 10 Mar

দ্বিতীয়ার্ধের খেলা শুরু। প্রথমার্ধের খেলায় আইজল দলের প্রাধান্য ছিল।
5:47 PM, 10 Mar

প্রথমার্ধ শেষে স্কোরলাইন মোহনবাগান ০-আইজল এফসি ০।
5:47 PM, 10 Mar

প্রধমার্ধের শেষ মুহূর্তে দলগতভাবে মোহনবাগান দারুণ একটা সুযোগ তৈরি করে। যদিও তুরশোনভের প্রয়াস ব্যর্থ হল।
5:45 PM, 10 Mar

বল পজিশনে এগিয়ে যাচ্ছে আইজল। ৫১ শতাংশ বল পজিশন আইজলের।
READ MORE

English summary
LIVE: Mohun bagan vs aizawl fc match, Mohun bagan need 1 more win to be league Champion-live-match-update-in-bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X