কল্যানীতে আইজলকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের জন্য আই লিগ চ্যাম্পিয়ন হল মোহনবাগান। ২০১৪-১৫ মরসুমের পর দ্বিতীয় বারের জন্য আই লিগ জিতল মেরিনার্স। জাতীয় লিগ ও আই লিগ ধরলে এই নিয়ে পঞ্চমবার ভারত সেরা হল মোহনবাগান। চলতি লিগে এই নিয়ে ১৪ ম্যাচ অপরাজেয় মোহনবাগান।
Newest FirstOldest First
6:52 PM, 10 Mar
১-০ জিতে আইলিগ চ্যাম্পিয়ন মোহনবাগান।
6:48 PM, 10 Mar
নির্ধারিত ৯০ মিনিটের খেলা অতিক্রান্ত। অতিরিক্ত সময়ে মোহনবাগান গোল ব্য়বধান বাড়়াতে পারে কিনা, দেখার।
6:48 PM, 10 Mar
এই ম্যাচ জিতলে লিগে টানা ১৪টি ম্যাচ জিতবে মোহনবাগান।
6:46 PM, 10 Mar
মোহনবাগান দুর্গ এখনও অক্ষত রয়েছে। জাস্টিন মর্গ্যান ফ্রি-কিক নিলেও গোল পেল না।
6:46 PM, 10 Mar
১-০ গোলে এগিয়ে মোহনবাগান।
6:45 PM, 10 Mar
মোহনবাগানের আই লিগ চ্যাম্পিয়ন হওয়া শুধু সময়ের অপেক্ষা।
6:43 PM, 10 Mar
সেনেগালের ফুটবলার বাবা দিওয়ারা টুর্নামেন্টে ১০ টি গোল করে ফেললেন।
6:39 PM, 10 Mar
বেইতিয়ার ছোট্ট টোকায় বাবাকে পাস দেন। সেখান থেকেই ডান পায়ের জোরালো শটে আইজলের জাল কাঁপালেন বাবা।
বাবা দিওয়ারার গোল। ডান পায়ের শট গোল করলেন দিওয়ারা।
6:37 PM, 10 Mar
শতাব্দী প্রাচীন ক্লাবের ট্রফি ভান্ডার সমৃদ্ধ। এবার সেই ভান্ডারে দ্বিতীয় বারের জন্য আইলিগ ট্রফি ওঠে কিনা সেটাই এখন দেখার। সেই সঙ্গে পঞ্চমবারের জন্য মোহনবাগান ভারত সেরা হতে পারে কিনা দেখার।
6:35 PM, 10 Mar
নির্ধারিত সময়ে ১৩ মিনিট বাকি রয়েছে।
6:35 PM, 10 Mar
৭৭ মিনিটে বেইতিয়ার ইনসুইং কর্ণার, আইজল গোলকিপার বল ধরে ফেলেন।, শুভ ঘোষ বিপদ্দজনকভাবে পা তোলায় রেফারি তাঁকে হলুদ কার্ড দেখান।
6:34 PM, 10 Mar
গোলের খুব কাছাকাছি পৌঁছেছিল মোহনবাগান।
6:30 PM, 10 Mar
আশুতোষের ভাসানো সেন্টার থেকে বাবা দিওয়ারা চেষ্টা করলেও তাঁর হেড পোস্টের উপর দিয়ে বেরিয়ে গেল।
6:28 PM, 10 Mar
৭১ মিনিটে বেইতিয়ার ফ্রিকক, সেখান থেকে ফিরতি বলে দারুণ ভলিতে আশুতোষ দারুণ চেষ্টা করলেন, যদিও বল তেকাঠিতে রাখতে পারেননি।
6:27 PM, 10 Mar
৭০ মিনিটে আইজল গোলরক্ষক জোথান মাওয়াইয়ার ফিস্ট করে বল ক্লিকার করে বিপদ মুক্ত করলেন। তাঁর চেষ্টার প্রশংসা করতে হবে।
6:21 PM, 10 Mar
৬৪ মিনিটে সেটপিস থেকে বেইতিয়ার চেষ্টা। আইজলের দীর্ঘদেহী ডিফেন্ডারদের সামনে মোহনবাগানের আক্রমণ সফল হয়নি।
6:21 PM, 10 Mar
৬৪ মিনিটে সেটপিস থেকে বেইতিয়ার চেষ্টা। আইজলের দীর্ঘদেহী ডিফেন্ডারদের সামনে মোহনবাগানের আক্রমণ সফল হয়নি।