সিটিকে পিছনে ফেলে আসরে জুভেন্তাস, স্বপ্নের ফরোয়ার্ড লাইনে পাশাপাশি মেসি-রোনাল্ডো!
বার্সেলোনা ছাড়ার জন্যে এক পা বাড়িয়ে রেখেছেন লিওনেল মেসি। মেসি বার্সেলোনা ছাড়লে কোথায় যাবেন? বিশ্বজুড়ে ফুটবল ফ্যানেদের মনে এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। ম্যানচেস্টার সিটি, পিএসজি নাকি ইন্টার মিলান! ফাঁকে ফোকরে ম্যানচেস্টার ইউনাইটেডও নাকি কথা বলেছে আর্জেন্টাইন তারকার বাবার সঙ্গে। সেই তালিকা দীর্ঘ করে এবার আসরে ইতালির ক্লাব।

আসরে জুভেন্তাস
মেসিকে নিজেদের দলে নেওয়ার জন্যে এবার আসরে জুভেন্তাস। আর্জেন্তাইন সুপারস্টারের দল বদলের খবরে সরগরম ফুটবল দুনিয়া। ম্যাঞ্চেস্টার সিটি, পিএসজি, ইন্টার মিলান এবং ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, মেসিকে নিতে এই মুহুর্তে সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছে এই তিন দল। সেই দৌড়েই এবার ঢুকে পড়ল জুভে। শোনা যাচ্ছে, ইতালির ক্লাব জুভেন্তাস এবছর রোনাল্ডোর পাশে মেসিকে রেখে ফরোয়ার্ড লাইন সাজানোর স্বপ্ন দেখছেন।

মেসির বাবার সঙ্গে কথা
বিদেশি মিডিয়া সূত্রে খবর, মেসির বাবার সঙ্গে নাকি ট্রান্সফার নিয়ে সিরি এ চ্যাম্পিয়ন্স দলের কর্তারা কথা বলেছেন। শেষ মুহূর্তে পিএসজি,ম্যাঞ্চেস্টার সিটিকে জুভেন্তাস দল যে জোর টক্কর দিতে চলেছে বলা যায়।

কাজটা অবশ্য সহজ নয়
আর্জেন্টাইন মহাতারকাকে দলে নেওয়ার কাজটা অবশ্য সহজ নয়। মেসির বাইআউট ক্লজ প্রায় ৭০০ মিলিয়ন ইউরো!করোনা সংকটের পর বিশ্ব জুড়ে অর্থনৈতিক মন্দার বাজার মেসিকে নেওয়ার ক্ষেত্রে কোনও ক্লাব সাহস দেখাতে পারে কিনা, সেটাই এখন দেখার।

কেন এগিয়ে ম্যাঞ্চেস্টার সিটি
মেসির দলবদল নিয়ে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে পেপ গুয়ার্দিওলার সিটিকে নিয়ে। অতীতে মেসি গুয়ার্দিওলার কোচিংয়ে বার্সলোনাতে খেলেছেন। গুয়ার্দিওলা বার্সা ছাড়ার পরও দুজনের মধ্যে দারুণ যোগাযোগ। বার্সেলোনা ছাড়তে চাওয়ার পর মেসি নিজে নাকি গুয়ার্দিওলাকে ফোন ঘুরিয়ে তাঁর কোচিংয়ে ফের খেলার ইচ্ছাপ্রকাশ করেছেন। যারপর মেসির ম্যাঞ্চেস্টার সিটিতে যাওয়া নিয়ে আলোচনা তুঙ্গে।
অল্প পুঁজির রান নিয়েও বাজিমাত, সেন্ট কিটসকে হারিয়ে দিল তালাওয়াস