For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ষষ্ঠ বারের জন্য ব্যালন ডি'র জিতে রোনাল্ডোকে টপকে গেলেন মেসি

ষষ্ঠ বারের জন্য ব্যালন ডি'র জিতে রোনাল্ডোকে টপকে গেলেন মেসি

  • |
Google Oneindia Bengali News

২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫-র পর ২০১৯। ষষ্ঠ বারের জন্য ব্যালন ডি'অর জিতে চির প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর থেকে এক ধাপ এগিয়ে গেলেন লিওনেল মেসি। চলতি বছর বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠ সম্মান জয়ের প্রতিযোগিতাতেও মেসির কাছে হেরে যান রোনাল্ডা।

হয়তো এ লড়াইয়ে হার নিশ্চিত বুঝেই প্যারিসে ফিফা আয়োজিত জমকালে অনুষ্ঠানে উপস্থিত হননি পর্তুগিজ তারকা। যদিও প্রতিযোগিতায় নাম থাকা নেদারল্যান্ডস ও লিভারপুলের তারকা তথা ইউরোপ সেরা ফুটবলার ভির্জিল ফন ডাইকের উপস্থিতি অনুষ্ঠানকে বর্ণময় করে। ষষ্ঠ বারের জন্য ব্যালন ডি'অর জয়ী লিওনেল মেসিকে অভিনন্দন জানাতে ভোলেননি তিনি।

জয়ী মেসি

জয়ী মেসি

খবর রটে গিয়েছিল আগেই। প্রত্যাশা মতোই ষষ্ঠ বারের জন্য ব্যালন ডি'অর জিতে রেকর্ড গড়লেন লিওনেল মেসি। বিশ্বের সর্বোচ্চ ফুটবল সম্মান পেয়ে আপ্লুত লিওনেল মেসির বক্তব্য, তিনি ভাগ্যবান। তিনি আশীর্বাদ ধন্য। আগামী দিনেও তিনি ভালো খেলে যাবেন বলে আশা মেসির।

তৃতীয় রোনাল্ডো

তৃতীয় রোনাল্ডো

পাঁচ বার ব্যালন ডি'অর জেতা পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নাম এবারও পুরস্কার প্রাপকদের সম্ভাব্য তালিকায় ছিল। যদিও এই প্রতিযোগিতায় তিনি তৃতীয় হন। তাঁকে টপকে দ্বিতীয় স্থানে উঠে আসেন নেদারল্যান্ডস ও লিভারপুলের তারকা তথা ইউরোপ সেরা ফুটবলার ভির্জিল ফন ডাইক।

মেসির স্মৃতি

মেসির স্মৃতি

১০ বছর আগে প্রথমবার ব্যালন ডি'অর জিতেছিলেন আর্জেন্টিনার লিওনেল মেসি। সেবার তিন ভাইয়ের সঙ্গে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসেছিলেন তিনি। ষষ্ঠ বারের জন্য এই পুরস্কার স্ত্রী ও সন্তানদের সঙ্গে নিতে এসে তিনি স্মৃতিমেদুর বলে জানিয়েছেন এলএম টেন।

মহিলাদের সেরা

মহিলাদের সেরা

মহিলা ফুটবলারদের মধ্যে বর্ষসেরা পুরস্কার পেয়েছেন বিশ্বকাপ জয়ী আমেরিকার মেগান র‌্যাপিনো। অনুষ্ঠানে উপস্থিত হতে না পারলেও এক বার্তায় এই সাফল্যের জন্য তিনি তাঁর দলের সতীর্থ, কোচ, সমর্থক ও ফেডারেশনকে ধন্যবাদ জানিয়েছেন।

সেরা গোলরক্ষক

সেরা গোলরক্ষক

ফিফার বিচারে সেরা গোলরক্ষক হিসেবে ইয়াসহিন ট্রফি জিতেছেন ব্রাজিল তথা লিভারপুলের তারকা আলিসন। সেরা অনূর্ধ্ব ২১ ফুটবলার নির্বাচিত হয়েছেন মাটথিজস ডে লিট।

English summary
Lionel Messi wins sixth Ballon d'Or of his career
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X