For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Ligue 1 : অপেক্ষার অবসান ঘটিয়ে পিএসজির জার্সিতে অভিষেক ঘটতে চলেছে লিওনেল মেসির

আজ রাতেই প্যারিস সেইন্ট জার্মেইনের হয়ে লিগ ওয়ানে প্রথম ম্যাচ খেলতে নামছেন লিওনেল মেসি।

  • |
Google Oneindia Bengali News

অবশেষে অপেক্ষার অবসান ঘটতে চলেছে। নতুন ক্লাব প্যারিস সেইন্ট-জার্মেইন বা পিএসজি-র জার্সিতে প্রথমবারের জন্য মাঠে নামতে চলেছেন লিওনেল মেসি। আজ রাতের লিগ ওয়ানের গুরুত্বপূর্ণ ম্যাচে রেইমসের বিরুদ্ধে ফরাসি ক্লাবের জার্সিতে মেসি, নেইমার ও এমবাপেকে একসঙ্গে মাঠ কাঁপাতে দেখা যাবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য কয়েকদিন আগেই পিএসজি কোচ মাউরিসিও পোচেত্তিনো এ সংক্রান্ত এক আপডেট দিয়েছিলেন। অবশেষে সেটাই সত্যি হতে চলায় রোমাঞ্চিত বিশ্বের ফুটবল প্রেমীরা।

খেলবেন লিওনেল মেসি

খেলবেন লিওনেল মেসি

এক জনপ্রিয় সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে যে রেইমসের বিরুদ্ধে লিগ ওয়ানের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে প্যারিস সেইন্ট-জার্মেইনের প্রাথমিক দলে লিওনেল মেসিকে রাখা হয়েছে। বড় অঘটন না ঘটলে আজ রাতের ওই ম্যাচে মেসি, নেইমার এবং এমবাপেকে ফরাসি দলের জার্সিতে একসঙ্গে মাঠ কাঁপাতে দেখা যাবে। এই মাহেন্দ্রক্ষণের অপেক্ষাতেই তো বসেছিলেন বিশ্বের ফুটবল প্রেমীরা। অপেক্ষায় ছিলেন মেসি নিজেও। জানিয়েছিলেন যে পিএসজি-র জার্সিতে মাঠে নামার জন্য তিনি উদগ্রীব হয়ে রয়েছেন।

পিএসজি ও মেসির চুক্তি

পিএসজি ও মেসির চুক্তি

বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক ভেঙে প্যারিস পৌঁছেছেন লিওনেল মেসি। নেইমার, এমবাপেদের ক্লাবের সঙ্গে আর্জেন্তাইন তারকার প্রাথমিকভাবে দুই বছরের চুক্তি হয়েছে। যদিও পরে পিএসজি মেসির সঙ্গে আরও এক বছরের চুক্তি বাড়িয়ে নেওয়ার সুযোগ পাবে বলেও জানানো হয়েছে। সে অনুযায়ী ছয় বারের ব্যালন ডি'অর জয়ী তারকাকে ২০২৪ পর্যন্ত প্যারিসের ক্লাবে ফুটবল খেলতে দেখা যেতে পারে। মোট কত টাকার দুই পক্ষের রফা হয়েছে, তা জানা না গেলেও সূত্রের খবর, ফরাসি ক্লাব থেকে বার্ষিক ৩৫ মিলিয়ন ইউরো বা ৩০৫ কোটি টাকারও বেশি উপার্জন করবেন এলএম টেন।

গ্যালারিতে বসে খেলা দেখেছেন

গ্যালারিতে বসে খেলা দেখেছেন

ম্যাচে নামতে দেরি হলেও ঘরের মাঠের গ্যালারিতে বসে প্যারিস সেইন্ট জার্মেইনের খেলা উপভোগ করতে দেখা গিয়েছিল লিওনেল মেসিকে। ম্যাচ শুরুর আগে মাঠেই অস্থায়ী মঞ্চ তৈরি করে ফ্যানদের সামনে লিওনেল মেসি, সার্জিও রামোস সহ নবাগত ফুটবলারদের তুলে ধরেছিল পিএসজি। হাত নাড়িয়ে মাঠে হাজির দর্শকদের অভিবাদন জানিয়েছিলেন লিও সহ অন্যান্যরা। এরপর পিএসজি-র হয়ে প্রথম ম্যাচ না খেলা বন্ধু নেইমারের সঙ্গে গ্যালারিতে বসে নতুন দলের জয় উপভোগ করেছিলেন আর্জেন্তাইন তারকা।

কোথায় দাঁড়িয়ে পিএসজি

কোথায় দাঁড়িয়ে পিএসজি

ফ্রান্সের লিগ ওয়ানে এখনও পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন প্যারিস সেইন্ট-জার্মেইন। লিওনেল মেসিকে ছাড়াই সবকটি ম্যাচ জিতেছেন নেইমার, এমবাপেরা। ৩ ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে লিগ তালিকার প্রথম স্থানে রয়েছে পিএসজি। আজ রাতের ম্যাচে রেইমসকে হারাতে পারলে বাকিদের ধরাছোঁয়ার বাইরে চলে যাবে ফরাসি জায়ান্ট। তবে আজকের ম্যাচের মুখ্য আকর্ষণ হতে চলেছেন লিওনেল মেসি।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Lionel Messi will start his campain Paris Saint-Germain against Reims in Liga 1
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X