For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বায়ার্নের বিরুদ্ধে লজ্জার ৮ গোল হজমের পর, যত তাড়াতাড়ি সম্ভব বার্সেলোনা ছাড়তে চান মেসি

বায়ার্নের বিরুদ্ধে লজ্জার ৮ গোল হজমের পর, যত তাড়াতাড়ি সম্ভব বার্সেলোনা ছাড়তে চান মেসি

  • |
Google Oneindia Bengali News

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব বার্সেলোনা ছাড়তে চাইছেন মেসি। স্প্যানিশ মিডিয়া সূত্রে এমনটাই খবর। সম্প্রতি বায়ার্ন মিউনিখে বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগে লজ্জাজনক পারফর্ম্যান্স বার্সলোনার। লিগের প্রি-কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা ২-৮ ব্যবধানে ম্যাচ হারে।

বার্সার স্বর্ণযুগ শেষ?

বার্সার স্বর্ণযুগ শেষ?

ইনিয়েস্তার অবসরের পর থেকেই কি বার্সার স্বর্ণযুগের সমাপ্তি। আর্জেন্তিনার পর বার্সেলোনাও এখন যেন মেসিকেন্দ্রিক। নইলে বায়ার্নের বিরুদ্ধে ৮ গোল হজম! বার্সেলোনাকে গুণে গুণে ৮ গোল দিয়েছে জার্মানির ক্লাব।

চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার লজ্জার রেকর্ড

চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার লজ্জার রেকর্ড

এক ম্যাচে এমন হতশ্রী হারে একের পর এক লজ্জার রেকর্ড গড়ে ফেলেছেন মেসিরা। বার্সেলোনাই ইউরোপের প্রথম দল যারা চ্যাম্পিয়ন্স লিগে নটআউট পর্বের ম্যাচে ৮টি গোল হজম করেছে। লজ্জার হারের পর চাকরি হারিয়েছেন বার্সা কোচ কিকে সেতিয়েন।

৭৪ বছর পর ঘটল অঘটন!

৭৪ বছর পর ঘটল অঘটন!

শেষ কবে বার্সেলোনা এ ভাবে লজ্জার হার বরণ করে নিয়েছে? পরিসংখ্যান বলছে ৭৪ বছর আগে ১৯৪৬ সালে বার্সেলোনা কোনও ম্যাচে ৮ গোল খেয়েছিল। যদিও চ্যাম্পিয়ন্স লিগে নয়, কোপা দেল রেতে সেভিয়ার বিরুদ্ধে ৮ গোল খেয়েছিল বার্সেলোনা।প্রি-কোয়ার্টার ফাইনালে বার্সা দুই লেগ মিলিয়ে ১-৮ গোলে ম্যাচ হেরেছিল।

২০২১ সাল পর্যন্ত মেসির থাকার কথা ছিল

২০২১ সাল পর্যন্ত মেসির থাকার কথা ছিল

বার্সেলোনার সঙ্গে ২০২১ সাল পর্যন্ত মেসির চুক্তি রয়েছে। তবে দলের লজ্জাজনক হারের পর মেসি এতটাই ভেঙে পড়েছেন যে ২০২০ সালের শেষ পর্যন্তও থাকতে চাইছেন না লিও।

বার্সেলোনা প্রেসিডেন্টের কী মত

বার্সেলোনা প্রেসিডেন্টের কী মত

কোয়ার্টারের এই ম্যাচের আগে অবশ্য বার্সেলোনা প্রেসিডেন্টে মেসির দল ছাড়ার সব রকম গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন। মারিয়া বার্তোমেউ জানিয়ে দেন, মেসি বার্সাতে খেলেই কেরিয়ার শেষ করবেন।

English summary
Lionel Messi tells Barcelona that he wants to leave immediately after champions legaue lose
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X