For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপের আগেই খারাপ খবর ফুটবল সার্কিটে, চোটের কবলে লিওনেল মেসি, পরবর্তী একাধিক ম্যাচে মাঠে নামতে পারবেন না

বিশ্বকাপের আগেই খারাপ খবর ফুটবল সার্কিটে, চোটের কবলে লিওনেল মেসি, পরবর্তী একাধিক ম্যাচে মাঠে নামতে পারবেন না

Google Oneindia Bengali News

কাতার বিশ্বকাপের আগে ফুটবলপ্রেমীদের কপালে চিন্তার ভাঁজ। পর্তুগালের রাজধানী লিসবনে বুধবার (৫ অক্টোবর) বেনফিকার বিপক্ষে ম্যাচে চোট পান মেসি। বিশ্বকাপের আগে বড় কোনও চোটের হাত থেকে মহামূল্যবান ফুটবলারকে বাঁচাতে তাঁকে তুলে নেওয়া হয়।

বিশ্বকাপের আগেই খারাপ খবর ফুটবল সার্কিটে, চোটের কবলে লিওনেল মেসি, পরবর্তী একাধিক ম্যাচে মাঠে নামতে পারবেন না

তখনও সঠিক ধারণা ছিল না কতটা গুরুতর এই চোট। কিন্তু লিগা ওয়ানের ম্যাচে শনিবার রেইমসের বিরুদ্ধে মেসিকে না পাওয়ার কথা ক্লাবের তরফ থেকে জানানোর সঙ্গেই চিন্তাপ ভাঁজ পড়া শুরু হয়েছে বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী এবং বিশেষ করে মেসি ভক্তদের কপালে। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে পিএসজি কোচ জানিয়েছেন, এই ম্যাচে মেসির সার্ভিস পাওয়া যাবে না, তবে, তিনি সুস্থ বোধ করলে রবিবার দলের সঙ্গে অনুশীলনে নামবেন। মেসি এই ম্যাচে খেলতে পারবেন না। তবে সবকিছু ঠিক থাকলে তিনি রোববার সকালে অনুশীলনে ফিরবেন। তবে, মেসি বিশ্বকাপের কথা মাথায় রেখে পরবর্তী এক বা দু'টি ম্যাচে নাও নামতে পারেন। পিএসজি সূত্রে খবর, খুব একটা গুরুতর নয় মেসির চোট।

চলতি মরসুমে আর্জেন্টাইন মহানক্ষত্র দুর্দান্ত ছন্দে রয়েছেন। ফরাসি লিগে ইতিমধ্যেই ৫টি গোল এবং ৭টি অ্যাসিস্ট করেছেন রাজকীয় এই ফুটবলার। দিয়েগো মারাদানোর উত্তরসূরি চ্যাম্পিয়ন্স লিগে জোড়া গোল পেয়েছেন এবং একটি গোলের ঠিকানা লেখা পাস বাড়িয়েছেন।

মেসি আগেই জানিয়ে দিয়েছেন এই বিশ্বকাপ তাঁর কেরিয়ারের শেষ বিশ্বকাপ হতে চলেছে। নিজের সবটুকু দিয়ে এই বিশ্বকাপ জেতার জন্য মরিয়া তিনি। কোনও ভাবেই শেষ বিশ্বকাপে কাতার থেকে খালি হাতে ফিরতে চান না বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম সেরা মহানক্ষত্র। এই চোট যত তাড়াতাড়ি সারে ততই ভাল ফুটবলের জন্য। কারণ এই খেলাকে সমৃদ্ধ করা জাদুকর জীবনের শেষ বিশ্বকাপে নামতে না পারলে তা ফুটবলেরই 'লজ্জা'।

English summary
Lionel Messi sustained injury in calf muscle and he will miss next game.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X