For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নমস্তে ইন্ডিয়া জানালেন মেসি, ভারতীয় সংস্থার গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন বিশ্ব ফুটবলের মহাতারকা

নমস্তে ইন্ডিয়া জানালেন মেসি, ভারতীয় সংস্থার গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন বিশ্ব ফুটবলের মহাতারকা

Google Oneindia Bengali News

বিশ্বকাপের আগেই এডুকেশন টেকনোলজি প্ল্যাটফর্ম বাইজুসের সঙ্গে যুক্ত হন লিওনেল মেসি। এ বার হাত জোড় করে ইনস্টাগ্রামে নিজের একটি ছবি শেয়ার করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক। বাইজুস এডুকেশন ফর অল (এইফএ) ফাউন্ডেশনের গ্লোবাল অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম সেরা নক্ষত্র।

নমস্তে ইন্ডিয়া জানালেন মেসি, ভারতীয় সংস্থার গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন বিশ্ব ফুটবলের মহাতারকা

ইন্সটাগ্রামে বাইজুসের টি-শার্টে নিজের ছবি পোস্ট করে লিওনেল মেসি লিখেছেন, "বাচ্চারা আমাদের ভবিষ্যৎ। এবং প্রতিটা বাচ্চা, তারা যেখানেই থাকুক, যেখানেই জন্ম গ্রহণ করুক, যথার্থ এবং ফেয়ার চান্স ডিসার্ভ করে। একই রকম সুযোগ তাদের প্রাপ্য শেখার জন্য় বড় হওয়ার জন্য। বাইজুস অ্যাপ এবং তাদের বিশ্ব বদলে দেওয়ার মতো পদক্ষেপ এডুকেশন ফল অল, পিছিয়ে পড়া সম্প্রদায়ের শিশুদের বিশ্বমানের শিক্ষা পেতে সাহায্য করছে। আমি বিশ্বাস করি এই সাধারণ উদ্যোগটির ক্ষমতা রয়েছে পৃথিবী বদলে দেওয়ার।"

বাইজুসের কো ফাউন্ডার দিব্যা গোকুলনাথ বলেছেন, "আমাদের লক্ষ্যের সঙ্গে লিওনেল মেসি যুক্ত হওয়ায় আমরা সম্মানিত, যেখানেই থাকুক, যেই ব্যাকগ্রাউন্ড থেকেই আসুক প্রতিটা বাচ্চার কাছে শিক্ষার আলো পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। মেসির নাম এবং খ্যাতির সৌজন্যে আমরা আমাদের লক্ষ্যের দ্বি-গুন পৌঁছতে চাই আগামী দুই বছরে।" বাইজুস জানিয়েছে, এই মিশনের মধ্যে তারা পিছিয়ে পড়া অনুন্নত সম্প্রদায়ের শিশুদের বিনামূল্যে প্রয়োজনীয় প্রোডাক্ট দেবে।

এই বছর লিওনেল মেসির অধিনায়কত্বে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছেন আর্জিন্টিনা। পাঁচ বারের প্রচেষ্টায় অবশেষে লিওনেল মেসি ছুঁতে পেরেছে তাঁর জীবনের স্বপ্ন 'বিশ্বকাপ', কাতারের মাটিতে সফল হয়েছে বিশ্বকাপ জেতার স্বপ্ন। বিশ্ব ফুটবলের সর্বকালের শ্রেষ্ঠ নক্ষত্র দিয়েগো মারাদোনার ঐতিহাসিক ১৯৮৬ বিশ্বকাপ জেতার পর লিওনেল মেসি ২০২২ সালে তৃতীয় বারের জন্য বিশ্ব চ্যাম্পিয়ন করেন আর্জেন্টনাকে।

এফএ কাপে দাপুটে জয় ম্যানচেস্টার-নিউক্যাসেলের, কোপা ইতালিয়ায় মনে রাখার মতো প্রত্যাবর্তন ইন্টার মিলানেরএফএ কাপে দাপুটে জয় ম্যানচেস্টার-নিউক্যাসেলের, কোপা ইতালিয়ায় মনে রাখার মতো প্রত্যাবর্তন ইন্টার মিলানের

English summary
Lionel Messi said Namaste India, join hands with Byju's as global Ambassador for EFA Foundation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X