For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অভিষেক থেকে চ্যাম্পিয়ন্স লিগ জয়, অধিনায়কত্ব: টাইমলাইনে বার্সেলোনায় মেসির দু'দশক

টাইমলাইনে বার্সেলোনায় মেসির দু'দশক: অভিষেক থেকে চ্যাম্পিয়ন্স লিগ জয়, অধিনায়ক থেকে সর্বোচ্চ স্কোরার

  • |
Google Oneindia Bengali News

দু'দশকের সম্পর্কের অবসান। বার্সেলোনা ছাড়তে চলেছেন লিওনেল মেসি। কর্তৃপক্ষকে ফ্যাক্স করে ক্লাব ছাড়ার ইচ্ছে জানিয়েছেন। এরপর থেকে দুনিয়া জুড়ে মেসি ফ্যানেদের উদ্বেগ। ভারতীয় সময় রাত ১২ টার কাছাকাছি মেসি বার্সেলোনা ছাড়ছেন খবর প্রকাশ পাওয়ার পর থেকে দেশের ফুটবল ফ্যানেদের রাতের ঘুম উড়েছে। মুহূর্তেই টুইটারের ট্রেন্ডিং, ফেসবুকে হাজারও প্রশ্ন আগ্নেয়গিরির বিস্ফোরণের মতো বেরিয়ে এসেছে। অন্যদিকে মেসি ক্লাব ছাড়তে চলেছেন জেনে বার্সেলোনায় নূ-ক্যাম্পের সামনে প্রেসিডেন্ট বার্তমৌউয়ের পদত্যাগ চেয়ে বিক্ষোভে স্লোগান তুলেছেন কাতালান ফ্যানরা। এর মাঝে একনজরে বার্সেলোনা ক্লাবে মেসির দুই দশকের কেরিয়ার টাইম লাইন দেখে নেওয়া যাক।

মেসিকে ক্লাবে খেলার অফার বার্সেলোনার

মেসিকে ক্লাবে খেলার অফার বার্সেলোনার

সালটা ২০২০, ১৪ ডিসেম্বর মেসিকে বার্সেলানার যুব দলের জন্য চুক্তিতে সই করায় কাতালান ক্লাব।

লা-মাসিয়া অ্যাকাডেমিতে যোগ দিলেন মেসি

লা-মাসিয়া অ্যাকাডেমিতে যোগ দিলেন মেসি

মেসিকে নিয়ে তাঁর পরিবার ২০০১ সালের ফেব্রুয়ারিত আর্জেন্তিনা ছেড়ে বার্সেলানাকে আসেন। সেখানেই লা-মাসিয়া অ্যাডাকেমিতে যোগ দিলেন মেসি।

মেসির অভিষেক

মেসির অভিষেক

পের্তোর বিরুদ্ধে বন্ধুত্বপূর্ণ ম্যাচে ২০০৩ সালের ১৬ নভেম্বর মেসি ১৬ বছর বয়সে বার্সেলোনার যুব দলে অভিষেক করেন।

সিনিয়র ফুটবলার হিসেবে চুক্তি

সিনিয়র ফুটবলার হিসেবে চুক্তি

২০০৪ সালে বার্সেলোনার জার্সিতে লা-লিগা খেতাব জেতার পর ২০০৫ সালে সিনিয়র দলের সঙ্গে মেসির চুক্তি হয়। ২০০৫ সালে মেসি ২৪ জুন চুক্তিপত্রে সই করেছিলেন।

বার্সার চ্যাম্পিয়ন্স লিগ জয়

বার্সার চ্যাম্পিয়ন্স লিগ জয়

২০০৬ সালের আর্সেনালকে হারিয়ে বার্সেলানা দলের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের দলে ছিলেন মেসি। যদিও চোটের কারণে খেলা হয়ে ওঠেনি।

বার্সার হয়ে মেসির চ্যাম্পিয়ন্স লিগ জয়

বার্সার হয়ে মেসির চ্যাম্পিয়ন্স লিগ জয়

২০০৯ সালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে হারিয়ে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ জেতে। ফাইনালের দ্বিতীয় গোলটি করেছিলেন মেসি।

২০১১ সালে ফের মেসি ম্যাজিক, ফের চ্যাম্পিয়ন বার্সেলোনা

২০১১ সালে ফের মেসি ম্যাজিক, ফের চ্যাম্পিয়ন বার্সেলোনা

২০১১ সালে ফের মেসি ম্যাজিক। এবারও ফাইনালে ম্যাঞ্চেস্টারের বিরুদ্ধে গোল করে দলকে চ্যাম্পিয়ন করেছিলেন।

২০১৫ সালে ফের ক্লাবকে চ্যাম্পিয়ন্স লিগ দিলেন মেসি

২০১৫ সালে ফের ক্লাবকে চ্যাম্পিয়ন্স লিগ দিলেন মেসি

এবার প্রতিপক্ষ জুভেন্তাস। বার্সেলানাকে ফাইনাল জেতালেন মেসি। এটাই বার্সার হয়ে মেসির শেষ চ্যাম্পিয়ন্স লিগ জয়।

অধিনায়ক হলেন মেসি

অধিনায়ক হলেন মেসি

২০১৮ সালে আন্দ্রে ইনেয়েস্তা ক্লাব ছাড়ার পর বার্সেলোনা ক্লাবের অধিনায়ক হলেন লিওনেল মেসি।

২০১৯ লা-লিগা জয়

২০১৯ লা-লিগা জয়

এটাই বার্সা জার্সিতে এখনও পর্যন্ত মেসির শেষ লা-লিগা জয়। ক্লাবের সঙ্গে ২০২১ পর্যন্ত চুক্তি রয়েছে। কাতালান ক্লাবকে গুডবাই জানালেন এটাই মেসির শেষ ঘরোয়া লিগ জয় হয়ে থাকবে।

ছয় বার ব্যালন ডি'ওর জয়

ছয় বার ব্যালন ডি'ওর জয়

২ ডিসেম্বর, ২০১৯ রেকর্ড সংখ্যাক ৬ বার ব্যালন ডি'ওর জিতলেন লিওনেল মেসি।

২০২০, মেসির ৭০০ গোল!

২০২০, মেসির ৭০০ গোল!

২০২০ সালের ৩০ জুন, ইতিহাসের পাতায় নাম লেখালেন মেসি। ক্লাব ও দেশের হয়ে সব মিলিয়ে ৭০০ গোল করলেন মেসি।

৮ অগাস্ট ২০২০, ক্লাবের হয়ে শেষ গোল

৮ অগাস্ট ২০২০, ক্লাবের হয়ে শেষ গোল

বার্সালোনা ছাড়ালে চ্যাম্পিয়ন্স লিগের প্রি-কোয়ার্টারে নাপোলির বিরুদ্ধে করা ম্যাজিক গোলটিই কাতালান ক্লাবের জার্সিতে মেসির শেষ গোল হতে চলেছে।

২৫ অগাস্ট ২০২০, বার্সা ছাড়ছেন মেসি

২৫ অগাস্ট ২০২০, বার্সা ছাড়ছেন মেসি

২৫ অগাস্ট ২০২০, বার্সা ছাড়়ার জন্য ক্লাবকে ইমেল করলেন মেসি। ক্লাবের সঙ্গে সমস্যা না মিটলে এখানেই হয়ত বার্সালোনার সঙ্গে মেসির দু'দশকের সম্পর্কে দাঁড়ি পড়তে চলেছে।

 এবার ফুটবল ছেড়ে কেকেআরের হয়ে ক্রিকেট খেলবেন মেসি!</a><a href=" title=" এবার ফুটবল ছেড়ে কেকেআরের হয়ে ক্রিকেট খেলবেন মেসি!" /> এবার ফুটবল ছেড়ে কেকেআরের হয়ে ক্রিকেট খেলবেন মেসি!

English summary
Lionel Messi's nearly two-decade Barcelona career timeline
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X