For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মেসির আর্জেন্টিনার অনুশীলন দেখতে কাতারে কাতারে মানুষের ভিড়, প্রস্তুতি ম্যাচের টিকিট শেষ এক দিন আগে

আবু ধাবিতে মেসির আর্জেন্টিনার অনুশীলন দেখতে কাতারে কাতারে মানুষের ভিড়, প্রস্তুতি ম্যাচের টিকিট শেষ এক দিন আগেই

Google Oneindia Bengali News

বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য সংযুক্ত আরব আমিরশাহীতে অনুশীলন সারছে পড়ল লিওনেল মেসির আর্জেন্টিনা। আবু ধাবিতে ভর্তি গ্যালারির সামনে অনুশীলন সারল আসন্ন বিশ্বকাপের অন্যতম হাইপ্রোফাইল দল। মেসি এবং আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে এ দিন অন্য রমক উন্মাদনাই লক্ষ্য করা যাচ্ছিল। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহীর ফুটবল ফেডারেশনের স্ট্র্যাটেজিক পার্টনারশিপের কারণেই মেসির দল অনুশীলন করছে এই দেশে।

সংযুক্ত আরব আমিরশাহীকে (ইউএই) প্রস্তুতিতে আর্জেন্টিনা:

সংযুক্ত আরব আমিরশাহীকে (ইউএই) প্রস্তুতিতে আর্জেন্টিনা:

বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য সংযুক্ত আরব আমিরশাহীতে অনুশীলন সারছে পড়ল লিওনেল মেসির আর্জেন্টিনা। আবু ধাবিতে ভর্তি গ্যালারির সামনে অনুশীলন সারল আসন্ন বিশ্বকাপের অন্যতম হাইপ্রোফাইল দল। সোমবার সন্ধ্যায় আল নাহায়ান স্টেডিয়ামে ওপেন ট্রেনিংস সেশনে অংশ নেয় তারকা সমৃদ্ধ আর্জেন্টিনা দল। বুধবার সন্ধ্যায় সংযুক্ত

আরব আমিরশাহীর জাতীয় দলের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে আর্জেন্টিনা।

ইউএই-এর বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা:

ইউএই-এর বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা:

এই ম্যাচের ২৪ ঘণ্টা আগেই সমস্ত টিকিট শেষ হয়ে গিয়েছে। টিকিটের হাহাকার সর্বোত্র। হবে না-ই বা কেন। চোখের সামনে লিওনেল মেসি, লাউথারো মার্টিনেজদের খেলতে দেখার সুযোগ পেলে কোনও ফুটবলপ্রেমী তা ছাড়বে। বিশেষ করে যেখানে বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম কিংবদন্তি লিওনেল মেসি স্বয়ং খেলবেন। সন্ধ্যা ৬টা থেকে সোমবার আর্জেন্টিনা দলের অনুশীলন ছিল, কিন্তু সমর্থকদের মধ্যে আগ্রহ একটাই যে এক ঘণ্টা আগে থেকে তাঁরা মাঠ ভরাতে থাকেন। মহম্মদ বিন জাইদ স্টেডিয়ামে খেলা হবে এই ম্যাচ।

ফেভারিট হিসেবেই বিশ্বকাপে নামছে আর্জেন্টিনা:

ফেভারিট হিসেবেই বিশ্বকাপে নামছে আর্জেন্টিনা:

চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের সঙ্গে প্রতিবারই ফেভারিট হিসেবে বিশ্বকাপে পা রাখে আর্জেন্টিনা। এই বারও তার ব্যতিক্রম নয়। ২০১৯ থেকে অপরাজিত রয়েছে আর্জেন্টিনা। ৩৫ ম্যাচে অপরাজিত থাকার তকমা তারা ধরে রেখেছে। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জিতেছে লিওনেল মেসির দল। ইউরোপীয় চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে জিতেছে ফাইনালেসিমা ২০২২।

দীর্ঘদিন বিশ্বকাপে খরা আর্জেন্টিনার:

দীর্ঘদিন বিশ্বকাপে খরা আর্জেন্টিনার:

১৯৭৮ সাল এবং ১৯৮৬ সালের পর আর বিশ্বকাপ ধরা দেয়নি আর্জেন্টনাকে। ১৯৯০ সালে তারা রানার্স হয়েছিল। ২০১৪ সালে বিশ্বকাপ জয়ের দুর্দান্ত সুযোগ চলে এলেও জার্মানির কাছে হেরে শেষ পর্যন্ত স্বপ্ন ভঙ্গ হয় লিওনেল মেসি এবং গোটা আর্জেন্টিনার। বড় কিছু পরিবর্তন না ঘটলে এটাই শেষ বিশ্বকাপ হতে চলেছে লিওনেল মেসির। ৭ বারের ব্যালন ডি'ওর জয়ী মহানক্ষত্র যে কোনও মূল্যে এই বিশ্বকাপ দেশে নিয়ে যেতে মরিয়া। আর্জেন্টিনার জার্সিতে সর্বাধিক ম্যাচ খেলা এবং গোল করা মেসি চাইবেন জীবনের শেষ বিশ্বকাপটা অন্তত জিততে।

বিচ্ছেদের গুজবের মধ্যেই সানিয়া মির্জাকে জন্মদিনের শুভেচ্ছা পাঠালেন শোয়েব মালিক, জানুন কী বললেন তিনিবিচ্ছেদের গুজবের মধ্যেই সানিয়া মির্জাকে জন্মদিনের শুভেচ্ছা পাঠালেন শোয়েব মালিক, জানুন কী বললেন তিনি

English summary
Lionel Messi's argentina doing training in Abu Dhabi and will play practice game against UAE
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X