দীর্ঘ সংঘাতের পর বার্সেলোনা জার্সিতে ম্যাচ খেললেন লিওনেল মেসি
দীর্ঘ সংঘাতের পর বার্সেলোনার স্বস্তি। কাতালান ক্লাবের জার্সিতে ম্যাচ খেলেলেন লিওনেল মেসি। আর্জেন্তাইন তারকা ফুটবলারের ক্লাব ছাড়া নিয়ে কয়েক সপ্তাহ ধরে জল্পনা চলছিল। ক্লাব কর্তাদের সঙ্গে মতের মিল না হওয়ার কারণেই বার্সা ছাড়তে চেয়ে চিঠি দিয়েছিলেন মেসি। যারপর ফুটবল দুনিয়া জুড়ে লিওর ট্রান্সফার নিয়ে হৈচৈ পড়ে যায়।

কোন ক্লাবে যাবে মেসি, একসময় শুরু হয়েছিল হৈচৈ
ম্যাঞ্চেস্টার সিটি নাকি ইউনাইটেড, জুভেন্তাস নাকি পিএজি, কোন ক্লাবের জার্সি পড়বেন, নাকি গুয়ার্দিয়ালার সঙ্গে ভালো সম্পর্কের জন্য সরাসরি সিটিতে যোগ দেবেন! সেই নিয়ে অনেক আলোচনা হয়েছে।

মেসির বাবার সঙ্গে ক্লাবের বৈঠকে সমাধানসূত্র
এরপরই মেসির বাবার তথা লিওর ম্যানেজারের সঙ্গে ক্লাব প্রেসিডেন্টের বৈঠকে সমস্যার সমাধান বেরিয়েছিল। ৭০০ মিলিয়ন ইউরোয় ট্রান্সফারের বদলে লিওকে আরও এক মরসুমে ক্লাবে রেখে দেওয়ায় রাজি করিয়ে ফেলে বার্সা। যারপর এই প্রথম কাতালান ক্লাবের জার্সিতে বল পায়ে ম্যাচ খেললেন মেসি।

ক্লাবের সঙ্গে সংঘাতের পর বার্সা জার্সিতে এই প্রথম ম্যাচ খেললেন মেসি
প্রাক মরসুম প্রস্তুতিতে নতুন কোচ কোম্যানের কোচিংয়ে প্রথমবার বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলল বার্সলোনা।শনিবার বার্সেলোনায় জোহান ক্রুয়েফ স্টেডিয়ামে দলের হয়ে ৪৫ মিনিট মাঠে খেললেন মেসি। জিমন্যাস্টিকের বন্ধুত্বপূর্ণ ম্যাচে বার্সেলোনা ম্যাচ জিতল ৩-১ ব্যবধানে।

অধিনায়ক যখন মেসি
ম্যাচে বার্সা জার্সিতে অধিনায়কত্ব করেন লিও। দলের সবার প্রস্তাবে আগামী মরসুমে মেসিই বার্সেলোনা ক্যাপ্টেন থাকতে চলেছেন বলে ক্লাব সূত্রে জানানো হয়েছে।

ম্যাচের ফল
বার্সেলোনার হয়ে ওসমানে দেম্বলে ৫ মিনিটে প্রথম গোলটি করে দলকে এগিয়ে দেন। ১৭ মিনিটে পেনাল্টি থেকে গেলে ২-০ করেন গ্রিজম্যান। বার্সার হয়ে শেষ গোল কুটিনহোর। বার্সা থেকে বাদ পড়ার পর জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখে খেলে ফের কাতালান ক্লাবে ফিরেছেন কুটিনহো। ম্যাচের ৫১ মিনিটে ব্রাজিলিয়ান ফুটবলার গোল করেছেন। অন্যদিকে শনিবার থেকে লা লিগা শুরু হলেও বার্সেলোনা প্রথম ম্যাচ খেলবে ২৭ সেপ্টেম্বর ভিয়ারিয়ালের বিরুদ্ধে।