For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কিংবদন্তি মারাদোনাকে '১০ নম্বর জার্সিতে' অভিনব শ্রদ্ধাজ্ঞাপন মেসির

কিংবদন্তি মারাদোনাকে '১০ নম্বর জার্সিতে' অভিনব শ্রদ্ধাজ্ঞাপন মেসির

  • |
Google Oneindia Bengali News

২৫ নভেম্বর ২০২০, বিষের বছরে এমনটাও শুনতে হবে বিশ্বের কেউই বোধহয় আশা করেননি। হৃদযন্ত্র বিকল হয়ে না ফেরার দেশে ফুটবলঈশ্বর দিয়েগো মারাদোনা। ৩০ অক্টোবর ষাটে পা দেওয়ার পর থেকেই অসুস্থ হয়ে নভেম্বরের শুরুতে হাসপাতালে ভর্তি হন। মাথায় রক্ত জমাট বাঁধার কারণে অস্ত্রোপচার হয়েছিল। যারপর সুস্থ মারাদোনাকে হাসপাতাল থেকে ছাড়া হয়। কিন্তু এর কয়েক দিনের মধ্যেই চিরঘুমে ফুটবলের রাজপুত্র। মারাদোনার প্রয়াণে শোকস্তব্ধ গোটা দুনিয়া। শোকস্তব্ধ ফুটবলজগৎ।

শ্রদ্ধাজ্ঞাপন মেসির

শ্রদ্ধাজ্ঞাপন মেসির

কিংবদন্তি মারাদোনার প্রয়াণের পর এই প্রথমবার মাঠে নামলেন লিওনেল মেসি। মাঠে ফিরে গোল করে গুরুকে বিশেষ শ্রদ্ধাজ্ঞাপন করেন লিও। প্রয়াত কিংবদন্তি এবং তাঁর প্রাক্তন গুরু দিয়েগো আর্মান্দো মারাদোনাকে গোল করে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন মেসি।

মারাদোনাকে স্মরণ মেসির

মারাদোনাকে স্মরণ মেসির

ররিবার ওসাসুনার বিরুদ্ধে ম্যাচে গোল করেন মেসি। ম্যাচের ৭৩ মিনিটে তিন ডিফেন্ডারকে পরাস্ত করে বক্সের উপর থেকে বাঁ পায়ের শটে গোল করলেন লিও। এই গোলের পরই সাইডলাইনের ধারে এসে বার্সেলোনার জার্সি খুলে পরণে থাকা, নিউওয়েলস ওল্ড বয়েজ দলের ১০ নম্বর জার্সি গায়ে আকাশে দুহাত তুলে ফুটবলঈশ্বরকে শ্রদ্ধা জানান মেসি।

কেরিয়ারের শেষে নিউওয়েলস ওল্ড বয়েজে খেলেন মারাদোনা

কেরিয়ারের শেষে নিউওয়েলস ওল্ড বয়েজে খেলেন মারাদোনা

ফুটবল কেরিয়ারের শেষে এসে ১৯৯৩ সালের ১০ অক্টোবর মারাদোনা নিউওয়েলস ওল্ড বয়েজ ক্লাবে যোগ দেন। এই ক্লাবের হয়ে তিনি পাঁচটি ম্যাচ খেলেন। কোনও গোল ছিল না।

১০ নম্বর জার্সি পরে মারাদোনার আত্মার শান্তি কামনা মেসির

১০ নম্বর জার্সি পরে মারাদোনার আত্মার শান্তি কামনা মেসির

তার পরের বছর ১৯৯৪ সালে মারাদোনার উত্তরসূরি মেসি এই ক্লাবে যোগ দিয়েছিলেন। মারাদানোর ১০ নম্বর জার্সি তাঁকে তুলে দেওয়া হয়েছিল। এবার কিংবদন্তির প্রয়াণের পর মারাদোনা স্মরণে সেই ১০ নম্বর জার্সিতে দিয়েগোর আত্মার শান্তি কামনা করলেন মেসি।

ছবি সৌজন্যে বার্সেলোনা দলের টুইটার

English summary
lionel Messi pays tribute to Diego Maradona with shirt of Argentina great
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X