For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লা লিগার নিয়মের জাঁতাকলে পড়ে বার্সেলোনা ছাড়তে বাধ্য হলেন লিওনেল মেসি

Google Oneindia Bengali News

জল্পনার অবসান। বার্সেলোনা ছাড়লেন লিওনেল মেসি। ক্লাব ও মেসি নতুন চুক্তি সই করতে রাজি হওয়ায় স্প্যানিশ লিগের নতুন নিয়মের জাঁতাকলে পড়ে আর্থিক ও পরিকাঠামোগত কারণে তা সম্ভব হল না বলে জানিয়েছে বার্সা। এরই মধ্যে তিনি কোন ক্লাবে যোগ দেবেন তা নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে।

বার্সা ছাড়লেন মেসি

বার্সা ছাড়লেন মেসি

উল্লেখ্য, লা লিগায় ফুটবলারদের স্বার্থরক্ষার কারণে স্যালারি ক্যাপের কথা আগেই জানানো হয়েছিল সে দেশের ফুটবল ফেডারেশনের তরফে। তারকাদের নিতে যাতে অন্য ফুটবলারদের বেতনে কোপ না পড়ে সে কারণেই এই পদক্ষেপ। মেসি অবশ্য নিজের বেতন অনেক কমিয়েই নতুন চুক্তি স্বাক্ষরে রাজি হয়েছিলেন। আজ সেই চুক্তি সম্পাদনের কথাও ছিল।

শেষ মুহূর্তে বিচ্ছেদ

শেষ মুহূর্তে বিচ্ছেদ

গত মরশুমেই বার্সা ছাড়ার ভাবনা ছিল লিও মেসির। যদিও জুয়ান লাপোর্তা বার্সা প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ক্লাবের আর্থিক সঙ্কটের মধ্যেই মেসিকে ধরে রাখার চেষ্টা চালাচ্ছিলেন। আজ মেসির সঙ্গে লাপোর্তা বৈঠকেও বসেন, উপস্থিত ছিলেন মেসির বাবা জর্জ। তারই মধ্যে খবর আসতে থাকে মেসির সঙ্গে বার্সার পাঁচ বছরের চুক্তি হতে চলেছে। যদিও তাতে এমন শর্তও থাকবে প্রয়োজন হলে মেসি সেই চুক্তি ভেঙে বেরিয়েও যেতে পারেন ২০২৩ সালে, ক্লাবকে কোনও ক্ষতিপূরণ না দিয়েই। একইসঙ্গে এমনটাও পরে জানা যায় যে, চুক্তির কিছু বিষয় নিয়ে ঐকমত্য হয়নি, তবে আলোচনার প্রক্রিয়া চলবে।

অর্থই প্রধান বাধা?

অর্থই প্রধান বাধা?

স্প্যানিশ ফুটবল মহল সূত্রে জানা গিয়েছে, করোনা পরিস্থিতিতে আর্থিকভাবে প্রবল ধাক্কা খাওয়া লা লিগা ২.৭ বিলিয়ন ইউরো বা ৩.২ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের লোন নিয়েছে সিভিসি ক্যাপিটাল পার্টনারসের কাছ থেকে। এর বেশিরভাগটাই বিভিন্ন ক্লাবকে দেওয়ার কথা। বার্সা ২৮০ মিলিয়ন ইউরো বা ৩৩১ মিলিয়ন মার্কিন ডলার পাবে। এই অর্থের ৯০ শতাংশ ৪০ বছরের সফট লোন হিসেবে বার্সেলোনা পাবে। যার ৭০ শতাংশ ক্লাবের পরিকাঠামোয় ব্যয় করা যাবে। ১৫ শতাংশ দিয়ে স্যালারি লিমিট বাড়ানো যাবে। ফলে মেসিকে ধরে রাখতে খুব একটা অসুবিধা হওয়ার কথা ছিল না। সূত্রের খবর, ৩৪ বছরের আর্জেন্তিনা অধিনায়ক তাঁর বেতন অর্ধেক কমাতেও রাজি হয়েছিলেন। কিন্তু এটাও মনে করা হচ্ছে, মেসিকে তারপরও ধরে রাখতে অন্যদের বেতনে কোপ পড়তে পারত। আর লা লিগার নিয়ম তাকে বৈধতা না দিতেই বার্সার সঙ্গে মেসির বিচ্ছেদ ছাড়া উপায় ছিল না।

২১ বছর পর বিচ্ছেদ

বার্সেলোনা জানিয়েছে, ক্লাব ও মেসি দুই পক্ষই নতুন চুক্তি আজ স্বাক্ষরের জন্য প্রস্তুত ছিলেন। কিন্তু স্প্যানিশ লিগের কিছু নিয়মের জেরে আর্থিক ও কাঠামোগত বাধার কারণেই সেটা সম্ভব হল না। এর ফলে মেসিকে বার্সায় ধরে রাখা সম্ভব হচ্ছে না। ইচ্ছা থাকলেও মেসি আর বার্সেলোনার হয়ে খেলতে পারবেন না বলে দুই পক্ষই যারপরনাই ব্যথিত। ক্লাবের প্রতি মেসির অবদানের কথা স্বীকার করে তাঁর ব্যক্তিগত ও ফুটবল জীবনের জন্য শুভেচ্ছাও জানিয়েছে বার্সেলোনা।

ক্লাব নিয়ে জল্পনা

ক্লাব নিয়ে জল্পনা

মেসি এখন কোন ক্লাবে যোগ দেবেন তা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটি, নাকি পিএসজি (Paris Saint-Germain)-তে তিনি যোগ দেবেন তা স্পষ্ট হতে পারে দিন কয়েকের মধ্যেই। নিজের দেশে ছোটবেলার ক্লাব নিউয়েল ওল্ড বয়েজের (Newell's Old Boys)-এর হয়ে খেলেও অবসর নেওয়ার সম্ভাবনা রয়েছে এলএম টেনের।

 নতুন শুরুর অপেক্ষা

নতুন শুরুর অপেক্ষা

মেসির সঙ্গে বার্সার বিচ্ছেদে যবনিকা পড়ল এক সোনালি অধ্যায়ে। ১৩ বছর বয়সে ২০০০ সালে বার্সায় এসেছিলেন লিও। ইউথ সিস্টেমে কাটিয়ে ২০০৪ সালে বার্সেলোনা সিনিয়র দলের হয়ে কেরিয়ার শুরু। সি, বি-তে খেলে মূল দলে মেলে সুযোগ। সবমিলিয়ে ২১ বছর বার্সেলোনায় কাটালেন মেসি, যা কার্যত বিরল। বার্সায় ১০ বার লা লিগা খেতাব জেতার পাশাপাশি চারবার চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জয়ের স্বাদ পেয়েছেন মেসি। সাতবার করে জিতেছেন কোপা দেল রে ও সুপারকোপা দে এস্পানা। তিনবার করে উয়েফা সুপার কাপ ও ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতেছেন। ব্যালন ডি'অর, ইউরোপীয় গোল্ডেন সু ও লা লিগার বেস্ট প্লেয়ার হয়েছেন ৬ বার। বার্সার হয়ে ৭৭৮টি ম্যাচে ৬৭২টি গোল রয়েছে। অ্যাসিস্ট ৩০৫টি। কোপা আমেরিকা জিতে প্রথম মেজর ট্রফি জয়ের স্বাদ পেয়েছেন গত মাসেই। এবার পথ চলা শুরু হবে নতুন ক্লাবে।

English summary
Lionel Messi Leaving Barcelona Because Of Financial And Structural Obstacles. According To Barca, Club And Messi Reached An Agreement To Sign A New Contract But It Was Not Possible At The Last Moment.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X