For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফুটবল ছেড়ে ম্যাঞ্চেস্টারের রাস্তায় ঢোল বাজাচ্ছেন মেসি! গায়ে পাকিস্তানের জার্সি!

ফুটবল ছেড়ে ম্যাঞ্চেস্টারের রাস্তায় ঢোল বাজাচ্ছেন মেসি! গায়ে পাকিস্তানের জার্সি!

  • |
Google Oneindia Bengali News

ম্যাঞ্চেস্টারের রাস্তায় ঢোল বাজাচ্ছেন লিওনেল মেসি। গায়ে চাপানো পাকিস্তান ক্রিকেট দলের জার্সি। সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা, তবে কি বার্সেলোনা ছেড়ে ঢোলকের কাজে নিয়োজিত হচ্ছেন এলএম টেন? পাকিস্তানের নাগরিকত্ব নিচ্ছেন আর্জেন্টাইন তারকা?

ফুটবল ছেড়ে ম্যাঞ্চেস্টারের রাস্তায় ঢোল বাজাচ্ছেন মেসি! গায়ে পাকিস্তানের জার্সি!

আসলে সবটাই যে ধাঁধাঁ, তা নিশ্চয়ই বুঝতে কারও অসুবিধা হয়নি। ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ক্রিকেট দল। করোনা ভাইরাসের আবহে মাঠে ঢোকার অনুমতি না থাকলেও বাবর আজমদের সমর্থনে স্টেডিয়ামের বাইরে জড়ো হয়েছিলেন ক্রিকেট ফ্যানরা। ঢাক-ঢোল-তাসা বাজিয়ে পাক ক্রিকেটারদের উদ্বুদ্ধ করার আপ্রাণ চেষ্টা করা হয়। সেই দলেই ছিলেন মেসি সদৃশ এক পাক ক্রিকেট সমর্থক।

ফুটবল ছেড়ে ম্যাঞ্চেস্টারের রাস্তায় ঢোল বাজাচ্ছেন মেসি! গায়ে পাকিস্তানের জার্সি!

লিওনেল মেসির মতো মুখের গঠন, চাপদাড়ি, মিলে গিয়েছে চুলের ছাঁটও। তা দেখে নেটিজেনরা প্রশ্ন তোলেন, তবে কি বার্সোলানা ছেড়ে ম্যাঞ্চেস্টারের রাস্তায় ঢোল বাজাতে নেমে পড়েছেন এলএম টেন। তাঁর ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তবে পুরোটাই যে ধোকা, তা বোঝা যায় পরে। জানা যায় যে ওই ব্যক্তি মেসি নন, বরং তাঁর সদৃশ পাকিস্তানের এক ক্রিকেট ফ্যান।

English summary
Lionel Messi is spotted by supporting Pakistan against England and playing dhol
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X