For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Lionel Messi: লিওনেল মেসি দুরন্ত ছন্দে! বিশ্বকাপ জেতার পর পিএসজির হয়ে নেমেই গোল, দেখুন ভিডিও

  • |
Google Oneindia Bengali News

লিওনেল মেসি দুরন্ত ছন্দে। আর্জেন্তিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন। এবার ইংরেজির নতুন বছরে ক্লাবের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই গোল করলেন তিনি। প্যারিস লিগ ১-এর ম্যাচে মেসি ও নেইমার খেললেন শুরু থেকেই। যদিও বাইরেই বসে থাকতে হলো ফরাসি তারকা কিলিয়ান এমবাপেকে।

নতুন বছরে মেসির প্রথম ম্যাচ

নতুন বছরে মেসির প্রথম ম্যাচ

লিওনেল মেসি প্যারিসে পৌঁছেই অনুশীলনে নেমে পড়েছিলেন। সপ্তাহখানেক পর সুযোগ পেলেন পিএসজির প্রথম একাদশে। তার আগে ক্লাবের ম্যানেজার ক্রিস্টোফি গালতিয়ের বলেছিলেন, যখনই খেলার মতো পরিস্থিতিতে চলে আসবেন, তখনই মেসিকে মাঠে নামানো হবে। অবশেষে বুধবার অ্যাঞ্জার্সের বিরুদ্ধেই নেমে পড়লেন মেসি। মেসি-নেইমারকে সামনে রেখেই আক্রমণভাগ সাজিয়েছিলেন গালতিয়ের। বিশ্বকাপ শেষ হওয়ার পর এখনও অবশ্য পূর্ণশক্তির দল নামাতে পারেনি পিএসজি। আশরাফ হাকিমি ও মার্কো ভেরাত্তি এখনও ক্লাবের সঙ্গে যোগ দিয়েছেন কিনা তা জানা যায়নি। রেনাতো স্যাঞ্চেস ও প্রেসনেল কিমপেম্বেকেও নামানো হয়নি।

গোল করলেন লিও

গোল করলেন লিও

আগামী কয়েক মাসে পিএসজিকে তিনটি ট্রফি ঘরে তুলতে মূলত ভরসা রাখতে হবে মেসি-নেইমার জুটির উপরেই। অ্যাঞ্জার্সকে ২-০ গোলে হারিয়েছে পিএসজি। এমবাপের পরিবর্তে সুযোগ পাওয়া হুগো একিটিকে ৫ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন। ৭২ মিনিটে গোল করে ব্যবধান বাড়ান মেসি। তাঁর গোলটি প্রথমে অফসাইডের কারণে না দেওয়া হলেও পরে ভার রিভিউ দেখে রেফারি গোলটির অনুমোদন দেন। ১৯ তারিখ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আল নাসের খেলবে পিএসজির বিরুদ্ধে। তার আগে মেসির গোল স্বস্তিতে রাখল পিএসজিকে।

পিএসজিতে আসার পর

২০২১ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন মেসি। অর্থনৈতিক সংকটের কারণেই তাঁকে ধরে রাখতে পারেনি বার্সা। প্রথম মরশুমে মেসি নতুন ক্লাবে চেনা ছন্দে ছিলেন না। প্রত্যাশিতভাবে নিয়মিত গোলও পাচ্ছিলেন না। যদিও ২০২২ সালে মেসি ছন্দ ফিরে পান। আক্রমণভাগে মেসি-নেইমার-এমবাপে ত্রিফলায় প্রতিপক্ষদের কাছে বিপজ্জনক হয়ে ওঠে পিএসজি। পিএসজির হয়ে মেসি ২০২১-২২ মরশুমে ৩৪ ম্যাচে ১১টি গোল করেন। ২০২২-২৩ মরশুমে ক্লাবের হয়ে ২০টি ম্যাচে ১৩টি গোল হলো মেসির।

গোলের নজির

মেসি বার্সার হয়ে সর্বাধিক গোল করেছেন (৭৭৮ ম্যাচে ৬৭২টি গোল)। লা লিগায় সর্বোচ্চ গোলদাতা। ক্যালেন্ডার ইয়ারে সর্বাধিক গোল করার নজিরও গড়েছেন। আর্জেন্তিনার হয়ে মেসি ১৭১টি ম্যাচে ৯৬টি গোল করেছেন। যার মধ্যে ২০২২ সালে তিনি ১৩ ম্যাচে ১৬টি গোল করেছেন। ২০২১ সালে তিনি ১৬ ম্যাচে ৯টি গোল করেছিলেন। দেশের হয়ে কোনও বছরে তাঁর গোলের সংখ্যা দুই অঙ্কে পৌঁছেছে ২ বার। গত বছরের আগে ২০১২ সালে ৯ ম্যাচে ১২টি গোল করেছিলেন।

English summary
Lionel Messi Has Scored Goal After World Cup While Playing For PSG Against Angers. Messi And Neymar Have Both Been Handed Starts, But Kylian Mbappe Remains Out.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X