For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লিওনেল মেসি পিছনে ফেলে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে! দখলে নিলেন ঈর্ষণীয় রেকর্ড

লিওনেল মেসি গতকাল পিএসজির হয়ে গোল করায় ক্লাব ফুটবলে তাঁর গোলের সংখ্যা হলো ৬৯৭। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এশিয়ার ক্লাবে সই করেছেন। তিনি ইউরোপের ক্লাবের হয়ে ৬৯৬টি গোল করেছেন। মেসি অনেক কম ম্যাচে ভাঙলেন সেই রেকর্ড।

  • |
Google Oneindia Bengali News

লিওনেল মেসি পিছনে ফেলে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। ইউরোপীয় ফুটবল ছেড়ে এবারই এশিয়ায় এসেছেন সিআর সেভেন। এতদিন ইউরোপের প্রথম সারির পাঁচটি লিগে ক্লাবের হয়ে সর্বাধিক গোলের রেকর্ডটি ছিল রোনাল্ডোর দখলে। যা গতকালই ভেঙে দিলেন আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।

লিওনেল মেসি পিছনে ফেলে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে!

ইউরোপের প্রথম পাঁচটি লিগে করা গোলের নিরিখে মেসির পাশে গোলের সংখ্যা ৬৯৭। গতকাল পিএসজির খেলা ছিল মন্টপেলিয়ারের বিরুদ্ধে। সেই ম্যাচটি খেলতে নামার আগে মেসি ও রোনাল্ডোর মোট গোলের সংখ্যা ছিল ৬৯৬। পিএসজির হয়ে চলতি মরশুমের ১৪তম গোলটি করেই রোনাল্ডোকে টপকে যান মেসি। রোনাল্ডোর চেয়ে ৮৪টি ম্যাচ কম খেলেই।

ভবিষ্যতে রোনাল্ডো যদি আর ইউরোপীয় ফুটবলে ফিরে না যান তাহলে সেখানকার প্রথম পাঁচটি লিগে গোল করার নিরিখে তিনি থেমে থাকবেন ৬৯৬তেই। রোনাল্ডো ৪৫০টি গোল করেছেন রিয়াল মাদ্রিদের হয়ে, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তাঁর গোলের সংখ্যা ১৪৫, জুভেন্তাসের হয়ে ১০১টি গোল করেছেন। এর মধ্যে ৯টি মরশুম রোনাল্ডো ও মেসি একই সময় ছিলেন যথাক্রমে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনায়। মেসি ইউরোপীয় ফুটবলে ৪২টি ও রোনাল্ডো ৩৪টি মেজর ট্রফি জিতেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মেসি অবসরের ইঙ্গিত দিয়েছেন। আরবানাপ্লে-কে সাক্ষাৎকার দিতে গিয়ে আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, জাতীয় দলের হয়ে আমার সমস্ত স্বপ্নপূরণ হয়েছে। ব্যক্তিগতভাবেও সব কিছুই পেয়েছি আমার কেরিয়ারে। খেলা শুরুর আগে আমি কখনও ভাবিনি তা সম্ভব হবে। যেখানে পৌঁছেছি তাতে কোনও অভিযোগ বা খেদ নেই। এর চেয়ে বেশি কিছু চাইতেই পারি না। কোপা আমেরিকা জিতেছি, বিশ্বকাপ জিতেছি। আর কিছুই বাকি নেই। বৃত্ত সম্পূর্ণ হওয়া আমার কেরিয়ারেরও শেষ। মেসির এই কথাতেই জোরালো জল্পনা, ৩৫ বছরের মেসি এবার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন। এদিকে, মন্টপেলিয়ারকে পিএসজি হারালেও এই ম্যাচে দুটি পেনাল্টি মিস করেন কিলিয়ান এমবাপে। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে খেলা চলাকালীন তাঁকে মাঠের বাইরেও চলে যেতে হয়।

English summary
Lionel Messi Has Scored For Paris Saint-Germain Against Montpellier To Surpass Cristiano Ronaldo. Before This Game, Messi Scored 696 Goals In His Club Career, With 13 Goals For PSG This Season.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X