ফুটবল সম্রাট পেলের কোন রেকর্ড ছুঁলেন মেসি
কিংবদন্তি পেলের রেকর্ড ছুঁলেন লিওনেল মেসি। শনিবার রাতে ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে গোল করে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের রেকর্ড স্পর্শ করেন লিও। বার্সেলোনার তারকা ফুটবলার ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে প্রথমার্ধের অতিরিক্ত সময় গোল করেন।

বার্সার হয়ে মেসির কততম গোল
স্প্যানিশ ক্লাবের জার্সিতে মেসির এটি ৬৪৩ তম গোল। আর এই গোলের সুবাদেই পেলের সঙ্গে একাসনে পৌঁছে গেলেন লিও। ক্লাব ফুটবল কেরিয়ারে কিংবদন্তি পেলে ব্রাজিলের স্যান্টোস ক্লাবের হয়ে ৬৪৩ গোল করেছিলেন। ফুটবলে এটাই কোনও একটি ক্লাবের হয়ে কোনও ফুটবলারের সবেচেয়ে বেশি গোলের রেকর্ড। মেসি সেই রেকর্ডেই এবার থাবা বসালেন।

আগামীদিনে পেলের রেকর্ড টপকে যাওয়ার সুযোগের সামনে মেসি
বুধবার ভালাদোলিড ক্লাবের বিরুদ্ধে বার্সেলোনা মাঠে নামতে চলেছে। গোল করলে ক্লাবের জার্সিতে ফুটবল সম্রাট পেলের রেকর্ড সংখ্যাক গোলের নজির টপকে যাবেন মেসি।

ফুটবল সম্রাট পেলে কী বললেন
পেলের নজির স্পর্শ কারায় মেসিকে নিয়ে ফুটবল কিংবদন্তি লিখেছেন, 'ভালবাসায় আজ হৃদয় আজ ভরে গিয়েছে। ঐতিহাসিক এই নজিরের জন্য তোমাকে অভিনন্দন মেসি। তবে সবার আগে তোমাকে অভিনন্দন বার্সেলোনায় তোমায় সুন্দর কেরিয়ারের জন্য। তোমার প্রতি অনেক ভালোবাসা রইল।'

বার্সা কী ম্যাচ জিতল
মেসি গোল করে পেলের ঐতিহাসিক রেকর্ড ছুঁলেও বার্সা অবশ্য জয়ের ছন্দে ফিরতে পারেনি। ২-১ গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ম্যাচ ড্র করে মেসিরা পয়েন্ট নষ্ট করে।

২০২১ সালে বার্সা ছাড়তে চলেছেন মেসি
প্রসঙ্গত ২০২১ সালে মেসি বার্সলোনা ছাড়বেন বলে জানিয়ে রেখেছেন। ২০২০ সালেই ক্লাবের ম্যানেজমেন্টের সঙ্গে মতের অমিলে ক্লাব ছাড়তে চেয়েছিলেন। কিন্তু চুক্তির সমস্যা থাকায় তা দীর্ঘায়িত হয়। স্প্যানিশ ক্লাবের ম্যানেজমেন্টের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হওয়ার কারণেই মেসি বার্সেলোনা ছাড়তে চান।
