নতুন চুক্তি পছন্দ হয়েছে, বার্সেলোনা ছাড়ার পর এই ক্লাবে ৫ বছরের জন্যে সই করতে পারেন মেসি
বার্সেলোনা ছেড়ে কোন ক্লাবে যাচ্ছেন মেসি, এই নিয়ে দিনভর জল্পনা চলছে। এবার স্প্যানিশ মিডিয়া সূত্রে লিওনেল মেসির ট্রান্সফার নিয়ে নতুন আপেডট পাওয়া গেল। খবর প্রকাশের পর ফুটবল ফ্যানেদের মধ্যে হৈচৈ শুরু।

পাঁচ বছরের জন্য এই ক্লাবে সেই করতে চলেছেন মেসি
স্পেন-সহ ইউরোপের একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ম্যাঞ্চেস্টার সিটির চুক্তি মেসির পছন্দ হয়েছে। লিওনেল মেসি সিটির চুক্তি পড়ে দেখার পর নাকি মৌখিকভাবে সম্মতি দিয়েছেন। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ক্লাবের সঙ্গে মেসি নাকি পাঁচ বছরের চুক্তিতে হ্যাঁ করেছেন।

চুক্তিতে খুশি হয়েছেন মেসি
ম্যাঞ্চেস্টার সিটি ক্লাবে পারিশ্রমিক, ট্রান্সফার অর্থের পরিমাণ সবকিছুই নাকি মেসির মনে ধরেছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত এর আগে লা লিগা এবং বার্সেলোনা ম্যানেজমেন্ট আগেই জানিয়ে দিয়েছে, মেসি ফ্রি প্লেয়ার নন। তাঁকে সই করাতে গেলে নতুন ক্লাবকে ৭০০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি দিতেই হবে। করোনা আবহে এই বিপুল পরিমাণ অর্থ খরচ করে আইনি জটিলতা কাটিয়ে সিটি শেষ পর্যন্ত মেসিকে নীল জার্সি পড়াতে পারে কিনা, সেটাই এখন দেখার।

বার্সেলোনার সঙ্গে মেসির বাবার বৈঠক
বুধবার বার্সেলোনার সঙ্গে মেসির বাবার বৈঠক হয়। ক্লাব ছাড়া নিয়ে এক্সিট ক্লস মেটাতে বুধবারই বার্সা প্রেসিডেন্ট বার্তামেউয়ের সঙ্গে মেসির বাবা তথা এজেন্ট জর্জ মেসি আলোচনায় বসেন।

মেসিকে রাখতে উদ্বোগী বার্সালোনা
মেসি ক্লাব ছাড়তে চাইলেও তাঁকে রাখা নিয়ে উদ্যোগী বার্সেলোনা। শোনা যাচ্ছে নতুন কোচ কোম্যান ইতিমধ্য়ে মেসির বন্ধু সুয়ারেজকে বার্সা থেকে ছেঁটে ফেলার ইঙ্গিত দিয়েছেন। এরপরই নাকি জুভেন্তাসের সঙ্গে কথা চালাচ্ছেন সুয়ারেজ। অন্যদিকে ইভান রাকিতিচও ক্লাব ছেড়েছেন। এই পরিস্থিতিত মেসিকে রেখে দিয়ে ড্যামেজ কন্ট্রোল করতে তৎপর বার্সেলোনা। বার্সেলোনা মেসিকে ২০২২ কাতার বিশ্বকাপ পর্যন্ত রেখে দিতে চাইছে বলে জানা গিয়েছে। তবে লা-লিগার প্রাক মরসুম প্রস্তুতিতে করোনা পরীক্ষা না করিয়েও বার্সেলোনা ক্লাবের একের পর এক ট্রেনিংয়ে অনুপস্থিত থেকে নিজের ক্লাব ছাড়ার অবস্থানে অনড় থাকার ইঙ্গিত দিয়ে দিয়েছেন মেসি।
কী নামে আইএসএল খেলবে ইস্টবেঙ্গল, গায়ে কোন জার্সি? কী বার্তা শ্রী সিমেন্টের?