For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছন্দে মেসি, বার্সেলোনার বড় জয়ে জমজমাট লা লিগার খেতাবি দৌড়

Google Oneindia Bengali News

রুদ্ধশ্বাস পরিসমাপ্তির দিকে এগোচ্ছে লা লিগার খেতাবি দৌড়। আতলেতিকো মাদ্রিদ শীর্ষে থাকলেও তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। সেভিয়াও দৌড়ে থাকলেও গেতাফেকে বড় ব্যবধানে হারিয়ে তাদের টপকে তিনে চলে এসেছে বার্সা। জোড়া গোল মেসির।

ছন্দে মেসি, বার্সেলোনার বড় জয়ে জমজমাট লা লিগার খেতাবি দৌড়

ক্যাম্প ন্যু-তে গেতাফেকে ৫-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। বিপক্ষকে কার্যত দাঁড়াতেই দেননি মেসিরা। বল দখলের লড়াইয়ে ৮০ শতাংশ আধিপত্য বজায় রাখে বার্সেলোনা। তবে দুই দলই একটি করে আত্মঘাতী গোল করেছে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ৮ মিনিটের মাথায় গোল করে বার্সাকে এগিয়ে দেন মেসি। কিন্তু চার মিনিট পরেই ক্লিমেন্ট লেঙ্গলেটের আত্মঘাতী গোলে গেতাফে সমতা ফেরাতে সক্ষম হয়। ২৮ মিনিটে গেতাফের সোফিয়ান চাকলা ব্যাক পাস করতে গিয়ে আত্মঘাতী গোল করে বসায় ফের এগিয়ে যায় বার্সেলোনা। ৩৩ মিনিটে মেসির দ্বিতীয় গোলে ব্যবধান বেড়ে তিন-এক হয়। প্রথমার্ধে ৩-১ ব্যবধানেই এগিয়ে ছিল বার্সেলোনা।

দ্বিতীয়ার্ধে ভার প্রযুক্তির সাহায্যে নিয়ে পেনাল্টি আদায় করে ৬৯ মিনিটে পেনাল্টি থেকে এনেস উনালের করা গোলে ব্যবধান কমায় গেতাফে। তবে ৮৭ মিনিটে রোনাল্ড আরাউজোর গোলে চার-দুই গোলে এগিয়ে যায় বার্সা। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে ৯৩ মিনিটে পেনাল্টি থেকে করা গোলে বার্সার জয়ের ব্যবধান বাড়ান আন্তোনিও গ্রিজম্যান। রবিবার বার্সার পরবর্তী ম্যাচ ভিলারিয়ালের বিরুদ্ধে। এই ম্যাচে প্রথম একাদশে ছিলেন মেসি ও জেরার পিকে। তাঁরা দুজন একসঙ্গে বার্সার হয়ে এই নিয়ে ৫০০তম ম্যাচ খেললেন। সের্জিও বুস্কেৎসের সঙ্গে মেসি বার্সায় ৫৬০টি ম্যাচ খেলেছেন।

গতকালই হুয়েস্কাকে ২-০ গোলে হারিয়েছে লিগশীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদ। ৩২টি ম্যাচে তাদের পয়েন্ট ৭৩। রিয়াল মাদ্রিদ ৩২ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। গেতাফের বিরুদ্ধে জয়ের পর মেসির দলের পয়েন্ট দাঁড়াল ৩১ ম্যাচে ৬৮। ৩২ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে চারে রয়েছে সেভিয়া।

English summary
Barcelona Still In The Race To Clinch La Liga Title By Beating Getafe. Lionel Messi Has Scored Two Goals During 5-2 Win.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X