For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুলারকে টপকে লেওয়ানদৌস্কির নয়া ইতিহাস, টানা নয় বছর বুন্দেসলিগা জয় বায়ার্নের

Google Oneindia Bengali News

টানা নয় বছর বুন্দেসলিগা চ্যাম্পিয়ন হলো বায়ার্ন মিউনিখ। দ্বিতীয় স্থানে থাকা আরবিএলের চেয়ে ১৩ পয়েন্ট এগিয়ে থেকে এবার চ্যাম্পিয়ন হলো তারা। এই নিয়ে ৩০ বার বুন্দেসলিগা খেতাব ঘরে তুলল বায়ার্ন। আউগ্সবুর্গের বিরুদ্ধে আজ শেষ ম্যাচে জয় এলো পাঁচ-দুই গোলের ব্যবধানে। আর সেই ম্যাচেই গার্ড মুলারের রেকর্ড ভেঙে বুন্দেশলিগায় নয়া ইতিহাস গড়লেন রবার্ত লেওয়ানদৌস্কি।

মুলারকে টপকে লেওয়ানদৌস্কির নয়া ইতিহাস

এদিন ম্যাচের ৯ মিনিটে জেফ্রি গৌয়েলীউয়ের আত্মঘাতী গোলে বায়ার্ন এগিয়ে যায়। ২৩ মিনিটে সার্জ নাব্রি, ৩৩ মিনিটে জোশুয়া কিমিচ ও ৪৩ মিনিটে কিংসলে কোমানের করা গোলে প্রথমার্ধেই চার-শূন্যে এগিয়ে ছিল বায়ার্ন। দ্বিতীয়ার্ধে ৬৭ ও ৭১ মিনিটে করা দুটি গোলের সুবাদে আউগ্সবুর্গ ব্যবধান কমায়। ম্যাচের ৯০ মিনিটে গোল করেন রবার্ত লেওয়ানদৌস্কি। এবারের বুন্দেশলিগায় এটি তাঁর ৪১ তম গোল।

আগের ম্যাচেই গোল করে বুন্দেসলিগার একটি মরশুমে সর্বাধিক ৪০টি গোলের গার্ড মুলারের রেকর্ডটি স্পর্শ করেছিলেন লেওয়ানদৌস্কি। এদিন শেষ লগ্নে গোল করে মুলারের সেই রেকর্ড ভাঙলেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে এই পোলিশ স্ট্রাইকার এবার বায়ার্নের হয়ে ৪৮টি গোল করলেন। ২০১৯-২০ মরশুমে তিনি ৫৫টি গোল করেছিলেন।

গত ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে লেওয়ানদৌস্কি টানা নয়টি ম্যাচে গোল করেও অনন্য নজির গড়েন। গত অক্টোবর মাসে তিনি হার্থা বার্লিনের বিরুদ্ধে বায়ার্নের ৪-৩ গোলে জয়ে চারটি গোলই করেছিলেন এবং এরপর ওই মাসেই এইনত্রাশ ফ্রাঙ্কফুর্টের বিরুদ্ধে হ্যাটট্রিকও করেন। গত ফেব্রুয়ারি থেকে ক্লাব ও দেশের হয়ে তিনি টানা ১৪টি ম্যাচে গোল করেছেন, যার মধ্যে তিনটি হ্যাটট্রিক রয়েছে। দুরন্ত ফর্মে থাকা পোল্যান্ডের এই তারকা ইতিমধ্যেই বায়ার্নের কিংবদন্তিদের তালিকায় ঢুকে পড়েছেন।

English summary
Lewandowski Edged Above Gerd Muller To Make Bundesliga History In Bayern Munich's Title-Winning Campaign. In The Last Outing Bayern Beat Augsburg By 5-2.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X