For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কিংবদন্তি গোলরক্ষক সুব্রত পালের দল-বদল, কোন আইএসএল ক্লাবে সই করলেন মিষ্টু?

কিংবদন্তি সুব্রত পালের দল-বদল, কোন আইএসএল ক্লাবে সই করলেন মিষ্টু?

  • |
Google Oneindia Bengali News

জামশেদপুর এফসি ছাড়লেন ভারতের কিংবদন্তি গোলরক্ষক সুব্রত পাল। পরিবর্তে আইএসএলেরই ক্লাব হায়দরাবাদ এফসি-র সঙ্গে দুই বছরের জন্য গাঁটছড়া বাঁধলেন মিষ্টু। বৃহস্পতিবার দল-বদলের প্রক্রিয়া সম্পন্ন করেন বাংলার ৩৩ বছরের গোলরক্ষক।

কিংবদন্তি গোলরক্ষক সুব্রত পালের দল-বদল, কোন আইএসএল ক্লাবে সই করলেন মিষ্টু?

গত মরশুমে জামশেদপুর এফসি-র হয়ে ১৫টি ম্যাচে গোলের নিচে দাঁড়ানো সুব্রত পালের সঙ্গে ওই ক্লাবের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। তা জানা মাত্রই বাংলার গোলরক্ষকের সঙ্গে কথা বলা শুরু করেছিল ২০১৯ সালেই প্রথমবার আইএসএল খেলা হায়দরাবাদ এফসি। ক্লাবের প্রস্তাব ৩৩ বছরের গোলরক্ষকের পছন্দ হয়েছে। তাই কোনওদিক না ভেবে তিনি হায়দরাবাদ এফসি-র সঙ্গেই গাঁটছড়া বেঁধেছেন। খবরের সত্যতা স্বীকার করে টুইট করেছে হায়দরাবাদ এফসি।

ভারতীয় ফুটবলের দলের অন্যতম সেরা গোলরক্ষক সুব্রত পাল জামশেদপুর এফসির হয়ে ৪৮টি ম্যাচ খেলেছেন। ১৩টি ক্লিন শিট রয়েছে তাঁর নামে। জামশেদপুর ছাড়াও আইএসএল ক্লাব মুম্বই সিটি এফসি, নর্থইস্ট ইউনাইটেডের হয়েও দাপিয়ে খেলেছেন অর্জুন পুরস্কারজয়ী ভারতের অভিজ্ঞ গোলরক্ষক। ২৬টি গোল বাঁচানোর লিগ রেকর্ডও রয়েছে সুব্রত পালের নামে। এবার নতুন ক্লাবের হয়ে নতুন ভাবে শুরু করার জন্য মুখিয়ে রয়েছেন মিষ্টু। হায়দরাবাদ এফসি-র সঙ্গে যুক্ত হওয়ার পর সুব্রত জানিয়েছেন, একটা সময় ছিল যখন ভারতীয় ফুটবলকে শাসন করত মুষ্টিমেয় কিছু দল, শহর বা রাজ্য। এখন দেশের সর্বত্র ফুটবলের উন্মাদনা ছড়িয়ে পড়েছে বলে মনে করেন সুব্রত। এই সাফল্যের জন্য আইএসএল-কেও ধন্যবাদ জানিয়েছেন বাংলার গোলরক্ষক।

<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">💥 IT'S OFFICIAL! Hyderabad FC have completed the signing of experienced goalkeeper Subrata Paul on a two-year deal. More to follow. <a href="https://twitter.com/hashtag/HyderabadFC?src=hash&ref_src=twsrc%5Etfw">#HyderabadFC</a> <a href="https://twitter.com/hashtag/WelcomeSubrata?src=hash&ref_src=twsrc%5Etfw">#WelcomeSubrata</a> 💛🖤 <a href="https://t.co/3LrwKUafM3">pic.twitter.com/3LrwKUafM3</a></p>— Hyderabad FC (@HydFCOfficial) <a href="https://twitter.com/HydFCOfficial/status/1268491718308945923?ref_src=twsrc%5Etfw">June 4, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

ভারতীয় দলে তাঁর প্রত্যাবর্তনের সম্ভাবনা যে কার্যত শেষ হয়েছে, তা জানেন ৩৩ বছরের সুব্রত পাল। তা নিয়ে মাথা ঘামাতেও চান না দেশের ৬৭টি ম্যাচে গোলের নিচে দাঁড়ানো বাংলা-তনয়। আইএসএলে নতুন ক্লাবের হয়ে ভালো কিছু করাই তাঁর লক্ষ্য বলে জানিয়েছেন মিষ্টু। সুব্রত পালের অভিজ্ঞতাকে কাজে লাগাতে মরিয়া, গত আইএসএলে ব্যর্থ হওয়া হায়দরাবাদ এফসি-র কোচ আলবার্ট রোকা।

English summary
Legendary goalkeeper Subrata Paul joins Hyderabad FC for next two ISL season
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X