For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শহরের দুই জায়গায় বসতে চলেছে প্রয়াত কিংবদন্তি পি কে বন্দ্যোপাধ্যায়ের মূর্তি

শহরের দুই জায়গায় বসতে চলেছে প্রয়াত কিংবদন্তি পি কে বন্দ্যোপাধ্যায়ের মূর্তি

  • |
Google Oneindia Bengali News

শহরের দুই জায়গায় বসতে চলেছে কিংবদন্তি পি কে বন্দ্যোপাধ্যায়ের মূর্তি। মঙ্গলবার প্রয়াত ভারতীয় কিংবদন্তির ৮৪ তম জন্মদিন ছিল। প্রবাদপ্রতিম ফুটবলারের জন্মদিনে তাঁর নামে শহরের দুই জায়গায় মূর্তি বসতে চলার কথা জানালেন ভাই প্রসূন বন্দ্যোপাধ্যায়। যা রাজ্যের ক্রীড়াপ্রেমীদের কাছে খুশির খবর।

কোথায় বসবে মূর্তি

কোথায় বসবে মূর্তি

জানা গিয়েছে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু এই উদ্যোগ নিতে চলেছেন। সল্টলেকে পি কে বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে একটি মূর্তি বসবে। অন্যদিকে লেকডাউনে বসানো হবে।

পি কে বন্দ্যোপাধ্যায়ের নামে হবে ফুটবল স্কুল

পি কে বন্দ্যোপাধ্যায়ের নামে হবে ফুটবল স্কুল

৮৪ তম জন্মদিনের দিন প্রদীপ বন্দ্যোপাধ্যায়ের ভাই প্রসূন আরও জানিয়েছেন, প্রয়াত কিংবদন্তির নামে শহরে দুটি ফুটবল স্কুল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। হাওড়ায় ফুটবল কোচিং সেন্টার ও সল্টলেকে ফুটবল স্কুল তৈরি হবে। সল্টলেকে ফুটবল অ্যাকাডেমিটি পিকে-প্রসূন ফুটবল কোচিং সেন্টার ও সল্টলেকের ফুটবল স্কুলটি প্রদীপ-আরতি ফুটবল স্কুল নাম দেওয়া হবে বলে প্রসূন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।

সরকারি হাসপাতালে পি কে বন্দ্যোপাধ্যায় বেড

সরকারি হাসপাতালে পি কে বন্দ্যোপাধ্যায় বেড

প্রয়াত পি কে বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে সরকারি হাসপাতালে প্রদীপ ব্যানার্জী বেডের ব্যবস্থার আয়োজন করা হচ্ছে। খেলাধুলোর জগতের মানুষদের চিকিৎসার জন্য এই বেড দেওয়া হবে।

পিকে'র প্রয়াণে পিতৃহারা ভারতীয় ফুটবল

পিকে'র প্রয়াণে পিতৃহারা ভারতীয় ফুটবল

প্রসঙ্গত ২০ মার্চ দেশের প্রবাদপ্রতিম কিংবদন্তি ফুটবল পি কে বন্দ্যোপাধ্যায় ৮৩ বছর বয়সে প্রয়াত হন। বার্ধক্যজনিত রোগভোগে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে পিতৃহারা ভারতীয় ফুটবল।

সৌরভের অপসারণের পর কেকেআর অধিনায়ক গম্ভীরকে ঠিক কী বলেছিলেন শাহরুখসৌরভের অপসারণের পর কেকেআর অধিনায়ক গম্ভীরকে ঠিক কী বলেছিলেন শাহরুখ

English summary
Legendary Footballer PK Banerjee's bust to be placed in two spots in Kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X