For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পদ্মশ্রীর জন্য দেশের কিংবদন্তি ফুটবলারের নাম প্রস্তাব এআইএফএফের

পদ্মশ্রীর জন্য দেশের কিংবদন্তি ফুটবলারের নাম প্রস্তাব এআইএফএফের

  • |
Google Oneindia Bengali News

পদ্মশ্রীর জন্য দেশের কিংবদন্তি ফুটবলার আইএম বিজয়নের নাম প্রস্তাব করেছে ভারতীয় ফুটবল সংস্থা বা এআইএফএফ। বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা এই ফুটবলার এই সম্মান পাওয়ার উপযুক্ত বলে মনে করেন দেশের ক্রীড়া মহল। অনেকের মতে, আগেই এই পদক্ষেপ করা উচিত ছিল ভারতীয় ফুটবল সংস্থা বা এআইএফএফের।

পদ্মশ্রীর জন্য দেশের কিংবদন্তি ফুটবলারের নাম প্রস্তাব এআইএফএফের

মাত্র ১৭ বছর বয়সে কেরিয়ার শুরু হয় কেরলের থিসুরের ফুটবলার আইএম বিজয়নের। ১৯৮৭ থেকে ১৯৯১ সাল পর্যন্ত তিনি কেরল পুলিশের হয়ে ফুটবল খেলেন। এরপর মোহনবাগান, এফসি কোচিন, জেসিটি, চার্চিল ব্রাদার্স এবং ইস্টবেঙ্গলের হয়ে চুটিয়ে খেলেছেন এই কিংবদন্তি স্ট্রাইকার। ক্লাব পর্যায়ে দুশোরও বেশি গোল এসেছে বিজয়নের বুট থেকে। দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে এক সময় দেশের সবচেয়ে দামী ফুটবলার হয়েছিলেন বিজয়ন।

১৯৮৯ সালে প্রথম ভারতীয় ফুটবল দলের জার্সি গায়ে চাপিয়েছিলেন আইএম বিজয়ন। দেশের হয়ে ৬৬টি ম্যাচ আন্তর্জাতিক ম্যাচ খেলে ৪০টি গোল করেছেন কেরলের কিংবদন্তি। ১৯৯৯ সালে ভারতের হয়ে ১৩টি ম্যাচ খেলে ১০টি গোল করেছিলেন বিজয়ন। ভূটানের বিরুদ্ধে মাত্র ১২ সেকেন্ডে গোল করে বিশ্বের অন্যতম দ্রুততম গোলের তালিকায় জায়গা পেয়েছিলেন এই ভারতীয় স্ট্রাইকার। ১৯৯৯ সালের সাউথ এশিয়ান গেমসে পাকিস্তানের বিরুদ্ধে হ্যাটট্রিকও করেছিলেন আইএম বিজয়ন।

১৯৯২, ১৯৯৭ এবং ২০০০ সালে বিজয়নকে দেশের সেরা ফুটবলারের পুরস্কার দিয়েছিল এআইএফএফ। ২০০৩ সালে কেরল তারকাকে অর্জুন পুরস্কারে ভূষিত করা হয়েছিল। ২০০৬ সালে ইস্টবেঙ্গলে খেলার সময় অবসর ঘোষণা করেছিলেন আইএম বিজয়ন। এরপর বিনোদন জগতে পা রাখেন কিংবদন্তি। এখনও পর্যন্ত ২০টিরও বেশি দক্ষিণি সিনেমায় অভিনয় করেছেন আইএম।

প্রিমিয়ার লিগে ফুটবলারদের জার্সিতে এবার 'ব্ল্যাক লাইভস ম্যারাটস' স্লোগান!প্রিমিয়ার লিগে ফুটবলারদের জার্সিতে এবার 'ব্ল্যাক লাইভস ম্যারাটস' স্লোগান!

English summary
Legend IM Vijayan name is recommeded for Padma Shri
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X