For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা উদ্বেগে ফাঁকা গ্যালারিতে ফুটবল! নকল দর্শকদের মাঝে ম্যাচ দেখলেন 'লাদেন'!

করোনা উদ্বেগে ফাঁকা গ্যালারিতে ফুটবল! নকল দর্শকদের মাঝে ম্যাচ দেখলেন 'লাদেন'!

  • |
Google Oneindia Bengali News

বিশ্বজুড়ে করোনা সংকটের কারণে বেশিরভাগ খেলার ক্ষেত্র এখন বন্ধ রয়েছে। ভাইরাস কবলিত বিশ্বে একমাত্র ফুটবল শুরু হয়েছে। ১৬ মে থেকে জার্মানির বুন্দেসলিগা শুরু হয়। করোনা থাবার মাঝে ইউরোপে কোভিড ভাইরাসের প্রকোপ কমায় ইতালি, স্পেন, ইংল্যান্ড ও জার্মানির মাঠে ফুটবল ফিরেছে। জার্মানির পর একে একে এখন প্রিমিয়ার লিগ, লা-লিগা-সিরি এ লিগ জমজমাট হয়ে উঠেছে।

গ্যালারিতে নকল দর্শক

গ্যালারিতে নকল দর্শক

তবে সব লিগই এখন দর্শকশূন্য পরিবেশে খেলাই নতুন নিয়মে পরিণত হয়েছে। করোনা মহামারি ছড়িয়ে পড়া রুখতে দর্শকদের স্টেডিয়ামে প্রবেশে একেবারে নিষেধ। ফলে নকল দর্শক দিয়ে মাঠ ভরানোর চল শুরু। সেই নকল দর্শক ঘিরেই এবার নতুন বিতর্ক

গ্যালারির নকল দর্শকদের মাঝে হাজির মৃত লাদেন!

গ্যালারির নকল দর্শকদের মাঝে হাজির মৃত লাদেন!

লিডস ইউনাইটেডের ক্লাবের গ্যালারিতে নকল দর্শকদের মাঝে ওসামা বিন লাদেনের কাটআউট রাখা হয়। এমন ঘটনা নিয়ে ইংল্যান্ডের ফুটবলে তোলপাড় শুরু হয়েছে। করোনা সংক্রমণ এড়াতে বিশ্বজুড়ে সব খেলাতেই এখন দর্শকদের মাঠে প্রবেশ নিষেধ। যেকারণে ক্রীড়াজগৎ ব্যাপক ধাক্কা খাচ্ছে। ভিন্ন পথ বেছে নিতে গিয়ে ভুল করে বসল লিডস ইউনাইটেড।

জোর বিতর্ক শুরু

জোর বিতর্ক শুরু

ম্যাচ চলাকালীন দর্শকসারিতে কাটকাউট রাখা হয়। যার একদম সামনের দিকে সন্ত্রাসবাদী সংগঠন আল কায়েদার প্রাক্তন প্রধান ওসামা বিন লাদেনের কাটআউট ছবি সম্বলিত কার্ডবোর্ড রাখা ছিল। নকল দর্শকদের মাঝে সন্ত্রাস সংগঠানের নেতার কাটআউট কীভাবে আয়োজকদের চোখ এড়িয়ে গেল সেই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

শেষমেষ কাউটআউট সরাল ক্লাব

শেষমেষ কাউটআউট সরাল ক্লাব

খবর প্রকাশের পর কাটআউট রাখা নিয়ে বিতর্ক বাড়তে থাকলে, ২০১১ সালে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত বিন লাদেনের কাটআউট সরিয়ে ফেলা হয়। তবে সোশ্যাল মিডিয়ায় ক্লাবকে ঘিরে তীব্র সমালোচনা চলছে। সমর্থকরা রীতিমত তির্যক ভাষায় ক্লাবের এই কাণ্ডের নিন্দা করে ধুয়ে দিচ্ছে।

'কপিলের ওই একটা ক্যাচই ১৯৮৩ বিশ্বকাপ ফাইনালের মোড় ঘুরিয়ে দিয়েছিল''কপিলের ওই একটা ক্যাচই ১৯৮৩ বিশ্বকাপ ফাইনালের মোড় ঘুরিয়ে দিয়েছিল'

English summary
Leeds United use Osama bin Laden's cardboard cutout in stands
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X