For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের এল ক্লাসিকো! প্রথম ম্যাচে তফাত গড়েছিলেন সুয়ারেজ, এবার চোখ রাখুন এই ৫ ফুটবলারের দিকে

শনিবার (২ মার্চ) লা লিগা ২০১৮-১৯ মরসুমের দ্বিতীয় এল ক্লাসিকোতে পার্থক্য গড়ে দিতে পারে এমন ৫ খেলোয়াড়।
 

Google Oneindia Bengali News

ফুটবল বিশ্বে ফের বাড়ছে উত্তেজনা। শনিবার (২ মার্চ) লা লিগা ২০১৮-১৯ মরসুমের দ্বিতীয় এল ক্লাসিকোয় আরও একবার ঘরের মাঠ সান্তিয়াো বের্নাবেউ-য়ে বার্সেলোনার মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ। ভারতীয় সময় রবিবার ভোর ১.১৫ থেকে শুরু হবে এই ম্যাচ। সম্প্রচার হবে শুধুমাত্র লা লিগার সরকারি ফেসবুক পেজে।

প্রথম লেগের ম্যাচে বার্সার ঘরের মাঠে ছিলেন না লিওনেল মেসি। তা সত্ত্বেও লুই সুয়ারেজের হ্যাটট্রিকে ৫-১ ব্যবধানে হেরেছিল রিয়াল। গত অক্টোবরের সেই ম্যাচের পর থেকে অনেক কিছুই বদলে গিয়েছে। বদলেছে রিয়ালের কোচ, দলও লা লিগার লিগ টেবিলে অনেকটা উপরে উঠে এসেছে। এখনও অবশ্য শীর্ষে থাকা বার্সার থেকে ৯ পয়েন্টে পিছিয়ে তারা।

ঘররে মাঠে প্রথম লেগের প্রতিশোধ নিতে পারলে এই ব্যবধানও অনেকটাই কমিয়ে ফেলা যাবে। দুই দলেই বিশ্বমানের তারকার অভাব নেই। প্রথম লেগে সবাইকে ছাপিয়ে গিয়েছিলেন সুয়ারেজ। রবিবার ভোরে চোখ রাখুন নিচের ৫ ফুটবলারের উপর। এঁরাই গড়ে দিতে পারেন তফাত।

লিওনেল মেসি

লিওনেল মেসি

মেসি ছাড়া এই তালিকা শুরু করার উপায় নেই। ২৬টি গোল করে এল ক্লাসিকোর সর্বোচ্চ গোলদাতা তিনি। দীর্ঘদিন পর এবারের লা লিগার প্রথম এল ক্লাসিকো মাঠের বাইরে সে কাটিয়েছিলেন বার্সা অধিনায়ক। কাজেই এই ম্যাচে বাড়তি ততপড়তা দেখা যেতে পারে তাঁর পা থেকে। এছাড়া রিয়ালের ঘরের মাঠে মেসির যেন একটু বাড়তি অ্যাড্রিনালিন ঝড়ে। তাঁর ২৬টি ক্লাসিকো গোলের ১৫টিই এসেছে সান্তিয়াগো বের্নাবেউ-য়ে।

করিম বেঞ্জিমা

করিম বেঞ্জিমা

ক্লাসিকো-তে বেঞ্জিমারও ৯ টি গোল রয়েছে। এই ম্যাচে এর আগে বেশ কয়েকবার গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তিনি। রোনাল্ডোর বিদায়ের পর চলতি মরসুমে রিয়ালের গোল করার প্রধান দায়িত্বও এই ফরাসী ফুটবলারই নিজের কাঁধে তুলে নিয়েছেন। কাজেই আসন্ন ম্যাচে তাঁকে চোখে চোখে রাখতেই হবে বার্সেলোনার সেন্টার ব্যাক জুটিকে।

মার্ক-আন্দ্রে তের স্তেগেন

মার্ক-আন্দ্রে তের স্তেগেন

এই মরসুমে দুরন্ত ফর্মে আছেন বার্সা গোলরক্ষক। রিয়াল মাদ্রিদকে তাদের ঘরের মাঠে হারাতে গেলে তাঁকে সেই ফর্ম ধরে রাখতেই হবে। এই মরসুমে বেশ কয়েকটি লা লিগা ম্যাচে তফাত গড়ে গিয়েছেন তের স্তেগেনই। ক্লিন শিট অর্থাত একটিও গোল না খাওয়ার ব্যাপারেও লা লিগায় অ্যাটলেটিকোর জাঁ ওব্লাকের পরই আছেন তিনি। বার্সার খেলা ২৫টি ম্যাচের ১০ টিতেই কোনও গোল হজম করতে হয়নি।

ক্যাসেমিরো

ক্যাসেমিরো

রিয়ালের মাঝমাঠের প্রধান রক্ষণাত্মক ফুটবলার হিসেবে এল ক্লাসিকোতে বেশ ব্যস্ত থাকতে হবে ক্যাসেমিরো-কে। বার্সা প্রতিআক্রমণ রুখে মাঝমাঠে বল ছিনিয়ে নেওয়ার দায়িত্ব থাকবে তাঁর উপর। তবে তাঁর সবচেয়ে বড় পরীক্ষা মেসিকে আটকানো। তিনি যদি রক্ষণের আগে বাড়তি সুরক্ষা বলয় তৈরি করতে পারেন বলাই বাহুল্য তাহলে লস ব্লাঙ্কোসদের জয়ের সুযোগ বাড়বে। সেই সঙ্গে ২৭ বছরের ব্রাজিলিয়ানের গোল করার অভ্যেসও রয়েছে। এইমরসুমে ইতিমধ্যেই লা লিগায় ৪টি গোল করেছেন তিনি।

সের্গি রোবের্তো

সের্গি রোবের্তো

বড় ম্যাচ দেখলেই জ্বলে ওঠেন রোবের্তো। ২০১৭ সালে পিএসজির বিরুদ্ধে বার্সার স্মরণীয় প্রত্যাবর্তনের ম্যাচটে য়ের গোলটি এসেছিল তাঁর পা থেকেই। এল ক্লাসিকোর থেকে বড় মঞ্চ আর কী হতে পারে? কাজেই শনিবার ফের একটা দুর্দান্ত পারফরম্যান্স বের হতে পারে তাঁর পা থেকে। এল ক্লাসিকোতে তাঁর ৫টি অ্য়াসিস্ট রয়েছে।

English summary
5 players who could make the difference in the second El Clasico of La Liga 2018-19 season on Saturday (March 2).
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X