For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Kylian Mbappe: রিয়ালের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ, ২০২৫ পর্যন্ত এমবাপের ঠিকানা পিএসজি

Kylian Mbappe: রিয়ালের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ, ২০২৫ পর্যন্ত এমবাপের ঠিকানা পিএসজি

Google Oneindia Bengali News

রিয়াল মাদ্রিদে সই করার সমস্ত সম্ভাবনায় জল ঢেলে প্যারিস সাঁ জাঁ'তেই রয়ে গেলেন ফরাসি ফুটবল নক্ষত্র কিলিয়ান এমবাপে। তাঁর সঙ্গে চুক্তির মেয়াদ আরও তিন বছর বাড়ালো লিগা ওয়ানের দলটি। যার ফলে ২০২৫ সাল পর্যন্ত পিএসজি-তে নিশ্চিত হয়ে গেলে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ী ফুটবলার। এমবাপের সঙ্গে চুক্তি বাড়ানোর কথা শনিবার ঘোষণা করেছে প্যারিসের দলটি।

Kylian Mbappe: রিয়ালের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ, ২০২৫ পর্যন্ত এমবাপের ঠিকানা পিএসজি

পিএসজি'র হয়ে চুক্তি বাড়ানোর দিন সমর্থকদের বড় জয় উপহার দিয়েছেন কিলিয়ান এমবাপে। লিগ ওয়ানের শেষ ম্যাচে তাঁর হ্যাটট্রিকের উপর ভর করে মেটজ'কে ৫-০ গোলে পরাস্ত করে ফ্রান্সের চ্যাম্পিয়নরা। এ দিন মাঠে নামার আগে কিলিয়ান সমর্থকদের উদ্দেশ্যে বলেন, "ফ্রান্সে, প্যারিসে, আমার শহরে থাকতে পেরে আমি অত্যন্ত খুশি।" পিএসজি-র সভাপতি নাসির আল খেলাইফির পাশে দাঁড়িয়ে এমবাপে বলেন, "আমি আশা করি যেটা করতে আমি সব থেকে বেশি ভালবাসি সেটা করে যেতে পারবো- আপনাদের সকলের সঙ্গে ম্যাচ জিততে চাই এবং এই ভাবেই ট্রফি জিতে যেতে চাই।"

মেটজের বিরুদ্ধে হ্যাটট্রিকের ফলে এই মরসুমে পিএসজির হয়ে লিগে তাঁর গোল সংখ্যা দাঁড়াল ২৮। এই নিয়ে পর পর চার বার লিগা ওয়ানের সর্বোচ্চ গোলদাতা হলেন এমবাপে।

Kylian Mbappe: রিয়ালের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ, ২০২৫ পর্যন্ত এমবাপের ঠিকানা পিএসজি

দীর্ঘ দিন ধরেই এমবাপেকে পাওয়ার লক্ষ্যে ছিল রিয়াল মাদ্রিদ। গত বছর চুক্তি থাকায় চেষ্টা করেও এমবাপেকে সই করাতে পারেনি রিয়াল। কিন্তু এই বছর টাকার ঝাঁপি উজাড় করে ঝাঁপিয়েছিল তাঁরা। এমবাপেকে পাওয়ার জন্য বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছে, ১৫০ মিলিয়ন ইউরো খরচ করতে রাজি ছিল রিয়াল মাদ্রিদ। কিলিয়ান নিজেও অসংখ্যবার ইচ্ছা প্রকাশ করেছিলেন মাদ্রিদের ক্লাবে সই করার। এ দিন পিএসজি'র কোচ মৌরিসিও পচেত্তিনো বলেন, "ঘোষণার কয়েক মিনিট আগে আমি জানতে পারি যে ও থাকছে।" লিগা ওয়ান পিএসজি'কে চ্যাম্পিয়ন করলেও তারকাখচিত দল নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ার জন্য পিএসজি'র উপর অত্যন্ত অসন্তুষ্ট তাদের সমর্থকরা। প্যারিসের দলটির সঙ্গে এখনও এক বছর পচেত্তিনোর চুক্তি থাকলেও মরসুম শেষে পিএসজি ছাড়তে পারেন তিনি।

English summary
Kylian Mbappe extended three years contract with PSG which makes him to stay till 2025. "I am very happy to stay in France, in Paris, in my city," Mbappe told supporters on the Parc des Princes after signing in the contract paper.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X