For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অসন্তুষ্ট কোচ কৃষ্ণেন্দু রায়, বল গড়ানোর আগেই অস্বস্তিতে ডায়মন্ড হারবার এফসি, মুখ খুললেন আকাশ বন্দ্যোপাধ্যায়

অসন্তুষ্ট কোচ কৃষ্ণেন্দু রায়, বল গড়ানোর আগেই অস্বস্তিতে ডায়মন্ড হারবার এফসি, মুখ খুললেন আকাশ বন্দ্যোপাধ্যায়

Google Oneindia Bengali News

ঢাক-ঢোল পিটিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায় ডায়মন্ড হারবর এফসি'র আবির্ভাব ঘটেছে কলকাতা ময়দানে। ইতিমধ্যে কলকাতা লিগের প্রথম ডিভিশনে খেলার ছাড়পত্রও অর্জন করে ফেলেছে এই ক্লাব। কিন্তু মাঠে বল গড়ানোর আগেই ফিল গুড পরিবেশটা হঠাৎই উড়ে গিয়ে গুমোট ভাব দেখা যাচ্ছে ডায়মন্ড হারবার এফসি'র অন্দরে।

অসন্তুষ্ট কোচ কৃষ্ণেন্দু রায়, বল গড়ানোর আগেই অস্বস্তিতে ডায়মন্ড হারবার এফসি, মুখ খুললেন আকাশ বন্দ্যোপাধ্যায়

কলকাতা লিগের খেলার জন্য মোহনবাগানের আই লিগ জয়ী কোচ এবং আইএসএল-এ কেরল ব্লাস্টার্সকে কোচিং করানো কিভু ভিকুনা'কে টিডি করে এনেছে ডায়মন্ড হারবার। কিভু আসার আগে পর্যন্ত নতুন এই দলকে কোচিং করাচ্ছিলেন ইস্টবেঙ্গল-মোহনবাগানের প্রাক্তন দিকপাল খেলোয়াড় কৃষ্ণেন্দু রায়। কিন্তু কিভু আসার পর থেকে অনেকটাই ব্রাত্য হয়ে পড়েছেন কৃষ্ণেন্দু। প্রধান কোচের পদে কৃষ্ণেন্দুর নাম থাকলেও দলকে প্রশিক্ষণ করাচ্ছেন কিভু।

অসন্তুষ্ট কোচ কৃষ্ণেন্দু রায়, বল গড়ানোর আগেই অস্বস্তিতে ডায়মন্ড হারবার এফসি, মুখ খুললেন আকাশ বন্দ্যোপাধ্যায়

কিভু আসার পর কার্যত ভূমিকাহীন হয়ে পড়া কৃষ্ণেন্দু এতটাই বিরক্ত এবং অপমানিত বোধ করেছেন যে তিনি দলের অনুশীলনে যাওয়াই বন্ধ করে দিয়েছেন বেশ কয়েক দিন। ডায়মন্ড হারবারের টিম ম্যানেজমেন্ট সরাসরি মুখে কিছু না বললেও তারা চেয়েছিল কৃষ্ণেন্দু রায় সহকারী হিসেবে থাকুন কিভুর সঙ্গে। এই প্রসঙ্গে কৃষ্ণেন্দু রায়ের সঙ্গে এই প্রতিবেদক যোগাযোগ করলে তিনি সরাসরি বলেন, "এই বিষয়ে আমার কিছু বলার নেই। তুমি যোগাযোগ করো আকাশ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। ও আমায় নিয়ে গিয়েছিল, ওই বদতে পারবে পুরো বিষয়টা।" কথা থেকেই স্পষ্ট অত্যন্ত বিরক্ত পুরো ঘটনায় তিনি। তবে, যদি এই সমস্যা মেটানোর জন্য ডায়মন্ড হারবার ম্যানেজমেন্টের তরফ থেকে তার সঙ্গে আলোচনা করা হয় এবং তাঁকে ফিরে আসতে অনুরোধ করা হয় তা হলে কি তিনি ফিরবেন? প্রশ্নের জবাবে দিকপাল ফুটবলার বলেন, "যদির কথা অনেক দূরে। আগে কথা বলুক তার পর এই বিষয়ে আমি কিছু বলতে পারব।"

মহমেডানে সই লাল-হলুদের প্রাক্তনীর, ইস্টবেঙ্গলের বস হওয়ার প্রস্তাব গেল মোহবাগানের কলকাতা লিগ জয়ী কোচের কাছেমহমেডানে সই লাল-হলুদের প্রাক্তনীর, ইস্টবেঙ্গলের বস হওয়ার প্রস্তাব গেল মোহবাগানের কলকাতা লিগ জয়ী কোচের কাছে

ডায়মন্ড হারবার এফসি'র অন্যতম কর্তা আকাশ বন্দ্যোপাধ্যায় এবং তিনি মুখ্যমন্ত্রীর আত্মীয়। তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমাদের মধ্যে কোনও অসুবিধাই হয়নি। সবই ঠিক রয়েছে। সামনেই সিএফএল এবং তার জন্য আমরা ব্যস্ত রয়েছি। আমি জানি না কেন উনি আসা বন্ধ করেছেন, এটা পুরোটাই উনি বলতে পারবেন। আমাদের ক্লাব মেরিটে চলে। সম্পূর্ণ মেরিটের উপর এই দলটাকে চালানোর চেষ্টা করি আমরা।"

English summary
Krishnendu roy left Diamond Harbour FC as Kibu Vicuna took charge as chief coach of the club. Former India footballer felt dishonored and he has stopped coming in the practice of the club where Abhishek Banerjee is the chief patron.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X