For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দ্বিতীয় ডিভিশন আই লিগ কলকাতা খেলতে চেয়ে আইএফএকে চিঠি দিল দুই ক্লাব

দ্বিতীয় ডিভিশন আই লিগ কলকাতা খেলতে চেয়ে আইএফএকে চিঠি দিল দুই ক্লাব

  • |
Google Oneindia Bengali News

করোনা আবহের মাঝে আই লিগ সম্ভবত এবার কলকাতায়। লিগের মূল পর্বের খেলা কলকাতার স্টেডিয়ামগুলিতে হওয়ার কথা রয়েছে। কোভিড পরিস্থিতিতে যাতাযাতের ঝুঁকি এড়িয়ে চলতেই একটি শহরে টুর্নামেন্টে আসর বসানোর ভাবনা। প্রিমিয়রের মতো এবার দ্বিতীয় ডিভিশন আই লিগ কলকাতায় করা নিয়ে ভাবছে আইএফএ।

লিগ কাম নকআউট টুর্নামেন্ট

লিগ কাম নকআউট টুর্নামেন্ট

এবছর আটটা দল নিয়ে দ্বিতীয় ডিভিশন আই লিগ হওয়ার কথা। লিগ কাম নক আউট টুর্নামেন্ট সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে। অক্টোবরের মধ্যে লিগ শেষ করার পরিকল্পনা রয়েছে।

দুই দলের চিঠি

দুই দলের চিঠি

ইতিমধ্যে কলকাতার দুই দল ভবানীপুর ও মহামেডান আইএফএকে দ্বিতীয় ডিভিশন আই লিগ কলকাতায় হোক এই দাবিতে চিঠি দিয়েছে। আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় সেই চিঠির সত্যতা স্বীকার করেছেন। এই নিয়ে ফেডারেশনের সঙ্গে তিনি কথা বলবেন বলেও জানান।

মহামেডান কর্তা যা জানিয়েছেন

মহামেডান কর্তা যা জানিয়েছেন

এই নিয়ে মহামেডান কর্তা ওয়াসিম আক্রম জানিয়েছেন, 'দ্বিতীয় ডিভিশন আই লিগ যাতে কলকাতায় খেলতে পারি, সেই নিয়ে আইএফএ ও ক্রীড়ামন্ত্রককে চিঠি দেওয়া হয়েছে। ফেডারেশনের পক্ষ থেকে ইতিবাচক ইঙ্গিত পাওয়া গিয়েছে এবার ক্রীড়ামন্ত্রকের মতামত জানা জরুরী। '

অগাস্টের প্রস্তুতি শুরুর চাপ

অগাস্টের প্রস্তুতি শুরুর চাপ

সেপ্টেম্বরে লিগ শুরু হলে অগাস্টে ক্লাবগুলিকে প্রস্তুতিতে নেমে পড়তে হবে। সেক্ষেত্রে দেশ জুড়ে করোনার মহামারীর আতঙ্কের মাঝে মাঠে এসে প্রস্তুতিতে নেমে পড়া বেশ ঝুঁকিপূর্ণ।

বিসিসিআই সভাপতি পদে ১০ মাস, কতটা প্রভাব বিস্তার সৌরভেরবিসিসিআই সভাপতি পদে ১০ মাস, কতটা প্রভাব বিস্তার সৌরভের

English summary
Kolkata Clubs want 2nd division I legaue to held in kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X