For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোনাল্ডোকে আবার টেক্কা মেসির, সেঞ্চুরির পথে একনজর

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে দুরন্ত লিও মেসি, গোল করলেন , দলও জিতল। গড়লেন রেকর্ড।

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

মারাদোনার ছিল বাঁ পা । মেসির ও আছে বাঁ পা। আর এই বাঁ পায়ের জোরেই বিশ্ব ফুটবলে একদিন দাপট দেখিয়েছিলেন আর্জেন্তাইন রাজপুত্র। আর আজ আরেক আর্জেন্তাইনের বাঁ পা প্রমাণ করে দিল কী অসীম ক্ষমতার অধিকারী।

রোনাল্ডোকে আবার টেক্কা মেসির

চ্যাম্পিয়ন্স লিগে মেসি ছাড়া আর একজনই মাত্র ১০০ গোলের নজির গড়েছেন তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। চ্যাম্পিয়ন্স লিগে রোনাল্ডোর ১৫১ ম্যাচে ১১২ গোল রয়েছে। সেখানে মেসির ঝোলায় ১২২ ম্যাচে ১০০। গোলের স্ট্রাইক রেটে রোনাল্ডোর চেয়ে এগিয়ে তিনি। রোনাল্ডোর ম্যাচ প্রতি গোল ০.৭৪। মেসির ০.৮২।

রোনাল্ডোকে আবার টেক্কা মেসির

এদিকে বাঁ পায়ের ম্যাজিসিয়ানের দুটো পায়ের পরিসংখ্যানগত বিচারও একদম চমকে দেওয়ার মত। বাঁ পায়ে যেখানে তিনি ৮০ টি গোল করেছেন, ডানে সেখানে মাত্র ১৬। উচ্চতায় মেসি যেহেতু বেশ খানিকটা কম তাই স্পট জাম্প করে হেডে গোলও তাঁর খুব বেশি নয়। সেই ঝোলায় গোলের সংখ্যা মাত্র ৪টি।

মেসির, সেঞ্চুরির পথে একনজর

মেসির, সেঞ্চুরির পথে একনজর

মেসি বা তাঁকে গোল মেশিন বলেও ভক্তরা ডাকতেই পারেন। ১০০ টি শতরানের মালিক সচিনকে যেমন প্রথম শতরানের জন্য অপেক্ষা করতে হয়েছিল, ঠিক তেমনিই মেসিকেও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের আসরে প্রথম গোলের জন্য প্রায় বছর খানেক অপেক্ষা করতে হয়েছিল।

মেসির, সেঞ্চুরির পথে একনজর

পাশাপাশি মেসির ধার যে ক্রমশ বেড়েছে তা বোঝা যায় তাঁর গোল তোলার পরিসংখ্যান থেকেও । প্রথম ২০ টি গোল করতে মেসির লেগেছিল ৪২টি ম্যাচ। সেখানে শেষ কুড়িটি গোল করেছেন মাত্র ১৮টি ম্যাচে।

English summary
Know some facts and details of Messi's goal's century
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X